মানবসমাজ এবং বিশ্ব ইতিহাস নিয়ে কার্ল মার্ক্সের ব্যাখ্যা-বিশ্লেষণ সমাজ পরিবর্তনচিন্তার অবিচ্ছেদ্য অংশ। সমাজ পরিবর্তনের এই কর্তব্যটিকে বিবেচনায় না নিলে তাঁর চিন্তাজগতের মর্ম অধরা থেকে যাবে। এই বই আমাদের নতুন সময়ের প্রেক্ষাপটে মার্ক্স ও তাঁর দর্শন নিয়ে গভীর ভাবনায় উদ্বুদ্ধ করবে
বইয়ের বিবরণ
অত্যুক্তি হবে না যদি আমরা গত শতাব্দীটিকে মার্ক্সীয় শতাব্দী বলে উল্লেখ করি। আজকের পৃথিবী যে অবস্থায় আছে, তাতে কার্ল মার্ক্সের চিন্তার প্রভাব ও প্রাসঙ্গিকতা অনস্বীকার্য। মার্ক্সীয় রাজনীতির আগের চেহারা বর্তমানে অনেক বদলে গেলেও রাষ্ট্র ও সমাজচিন্তার ক্ষেত্রে মার্ক্সের তত্ত্ব ও বিশ্লেষণের গুরুত্ব কিংবা তার যৌক্তিকতার ধার কিন্তু কমেনি। বিশ্বব্যপী সমাজতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার পতনের পর মার্ক্সের দর্শনের প্রায়োগিক সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সেই সঙ্গে চলছে প্রায় অতিলৌকিক চরিত্র বা বিগ্রহের জায়গা থেকে সরিয়ে মার্ক্সকে বরং একজন মানুষ হিসেবে দেখার এবং তাঁর চিন্তা বা দর্শনের তাৎপর্যকে পরিবর্তিত সময়ের প্রেক্ষাপটে অনুধাবন করার চেষ্টা। মার্ক্স এবং মার্ক্সবাদের এই নতুন মূল্যায়ন প্রচেষ্টার সঙ্গে বাংলাভাষী পাঠকদের পরিচয় করিয়ে দেওয়াই এই বইয়ের লক্ষ্য। বইটির প্রথম অংশে আছে মার্ক্সের জীবন এবং তাঁর দর্শন নিয়ে আলোচনা। আর দ্বিতীয় অংশে স্থান পেয়েছে বর্তমান সময়ের প্রেক্ষাপটে মার্ক্সবাদের প্রায়োগিক সম্ভাবনার বিষয়টি।
- শিরোনাম কেন পুনরায় মার্ক্স
- লেখক বদরুল আলম খান
- প্রকাশক প্রথমা প্রকাশন
- প্রকাশের সাল ২০২২
- মুদ্রণ 1
- দেশ বাংলাদেশ
- ভাষা বাংলা
আলোর উৎস কিংবা ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।
বদরুল আলম খান
জন্ম ১৯৫২ সালে, যশোরে। অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে এমএ এবং মস্কো রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় থেকে সমাজতত্ত্বে পিএইচডি। ছাত্রজীবনে প্রগতিশীল আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৮৩ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগে যোগ দেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে যোগ দেন ১৯৮৮ সালে। ১৯৯৪ সাল থেকে অস্ট্রেলিয়ায় অধ্যাপনা করছেন। পড়িয়েছেন ম্যাকোয়ারি বিশ্ববিদ্যালয় ও সিডনি বিশ্ববিদ্যালয়ে। বর্তমানে ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন অধ্যাপক। উল্লেখযোগ্য গ্রন্থ: সংঘাতময় বাংলাদেশ: অতীত থেকে বর্তমান, মাও সেতুং—চীনের দুঃখ, পুঁজিবাদের সমাজতত্ত্ব (সম্পাদিত), সমাজতত্ত্ব: সংকট ও সম্ভাবনার দেড় শ বছর, দর্শনের সংকট, তৃতীয় বিশ্ব, ধর্ম ও সমাজ বিপ্লব প্রভৃতি।