এবং বই- বইবিষয়ক ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা (জুলাই -সেপ্টেম্বর ২০২২)
লেখক: ফয়সাল আহমেদ (সম্পাদক)
বিষয়: ম্যাগাজিন
বইবিষয়ক ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা ‘এবং বই’-এর ১৩তম সংখ্যা (৪র্থ বর্ষ, ৩য় সংখ্যা) প্রকাশিত হয়েছে।
লেখক, গবেষক ও সম্পাদক ফয়সাল আহমেদ সম্পাদিত পত্রিকাটিতে রয়েছে প্রবন্ধ, বই আলোচনা, আমার প্রিয় বই, বইকথন, সাক্ষাৎকার, বই পরিচিতি ও সাহিত্য সংবাদ। চিত্রকর টুটুল আহমেদের চিত্র অবলম্বনে এই সংখ্যার প্রচ্ছদ করেছেন রহিম রানা।
চলতি সংখ্যা এবং বইতে লিখেছেন কথাশিল্পী জয়া মিত্র, লেখক ও দক্ষিণ এশিয়াবিষয়ক বিশ্লেষক আলতাফ পারভেজ, লেখক ও সাংবাদিক কাজল রশীদ শাহীন, কবি ও সাংবাদিক কাজী আলিম-উজ-জামান, কবি ও লেখক ফকির ইলিয়াস, কথাশিল্পী রুখসানা কাজল, লেখক ও সাংবাদিক আমীন আল রশীদ, লেখক ও গবেষক মু আ লতিফ, লেখক ও শিক্ষক তসলিম মুহম্মদ, কবি ও লেখক ইলিয়াস বাবর, লেখক মুহাম্মদ ফরিদ হাসান।
বইয়ের বিবরণ
- শিরোনাম এবং বই- বইবিষয়ক ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা (জুলাই -সেপ্টেম্বর ২০২২)
- লেখক ফয়সাল আহমেদ (সম্পাদক)
- প্রকাশক এবং বই
- প্রকাশের সাল ২০২২
- বাঁধাই পেপারব্যাক
- দেশ বাংলাদেশ
- ভাষা বাংলা
আলোর উৎস কিংবা ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।

ফয়সাল আহমেদ
লেখক, গবেষক ও সম্পাদক ফয়সাল আহমেদের জন্ম ২৬ জানুয়ারি ১৯৮৪ কিশোরগঞ্জে। কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও ঢাকা কলেজ থেকে স্নাতকোত্তর করেন। পালন করেছেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব। বর্তমানে সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন বই-বিষয়ক ত্রৈমাসিক পত্রিকা ‘এবং বই’ ও নদী-বিষয়ক অনলাইন পত্রিকা ‘রিভার বাংলা ডটকম’–এর। প্রকাশিত বইয়ের সংখ্যা দশ। প্রথম গল্পগ্রন্থ ‘স্বপ্ন ও একটি গ্রাম’ প্রকাশিত হয়েছিল ২০১৩ সালে, দ্বিতীয় গল্পগ্রন্থ ‘সেদিন বৃষ্টি ছিল’ (২০১৫), ও তৃতীয় গল্পগ্রন্থ ‘চিরকুট’ (২০১৮)। এরপর প্রকাশিত হয় গবেষণা-জীবনী গ্রন্থ ‘সৈয়দ নজরুল ইসলাম: মহাজীবনের প্রতিকৃতি’ (২০১৮), ‘বাংলার মহারাজ ত্রৈলোক্যনাথ চক্রবর্তী’ (২০২০) ও ‘মুক্তিযুদ্ধে নদী’(২০২২)। সম্পাদনা করেন ‘ফজলুল হকের গল্পসংগ্রহ’ (২০২০), ‘সংবাদপত্রে সৈয়দ নজরুল ইসলাম’, নদী–বিষয়ক গ্রন্থ ‘প্রিয় নদীর গল্প’(২০২১) ও ‘সৈয়দ আশরাফুল ইসলাম: রাজনীতির শুদ্ধপুরুষ (২০২৩) ২০১৯ সালে ‘সৈয়দ নজরুল ইসলাম: মহাজীবনের প্রতিকৃতি’ গ্রন্থের জন্য প্রবন্ধ, গবেষণা ও নাটক বিভাগে কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার অর্জন করেন।