RAW ভারতের গোপন অভিযানের ইতিহাস

লেখক: প্রমিত হোসেন, যতীশ যাদব (অনুবাদক)

বিষয়: অনুবাদ, ইতিহাস ও ঐতিহ্য, দ্বিতীয় দরজা

২১০.০০ টাকা ৩০% ছাড় ৩০০.০০ টাকা

বইয়ের বিবরণ

ভারতীয় গুপ্তচর সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং, আরঅ্যান্ডএডাব্লিউ, সংক্ষেপে র । এই সংস্থা সাধারণত বিদেশে ভারতের গোপন মিশন পরিচালনা করে । কীভাবে সংস্থাটি গোপন কার্যক্রম করে থাকে, এর গুপ্তচরবৃত্তির ধরন-ধারণ, দেশে-দেশে গড়ে তোলা নেটওয়ার্ক ইত্যাদি অনেক কিছুই রয়ে গেছে অন্ধকারে ঢাকা । সেই অন্ধকার থেকে র-কে অনেকটাই বের করে এনেছেন ভারতীয় সাংবাদিক যতীশ যাদব, লিখেছেন একটি বই- ‘র: এ হিস্ট্রি অফ ইন্ডিয়া'স কভার্ট অপারেশনস ।' বাংলাদেশ সহ প্রতিবেশী দেশগুলোয় এবং বিশ্বের অন্যান্য অঞ্চলে র-এর মাধ্যমে ভারতের গোপন কার্যকলাপ, বিভিন্ন দেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের গোপন হস্তক্ষেপ সম্পর্কে বিস্তারিত বিবরণ তুলে ধরেছেন তিনি বইটিতে ।

মূল বইটির কলেবর বেশি হওয়ায় আমরা সেটিকে দুটি অংশে ভাগ করেছি । পাঁচটি অধ্যায় নিয়ে ‘র: বাংলাদেশসহ এশিয়ার দেশে দেশে ভারতের গোপন মিশন' শিরোনামে এর আগে প্রকাশিত হয়েছে প্রথম অংশটি। ইংরেজিতে রচিত মূল বইটির ওই পাঁচটি অধ্যায়ের শিরোনাম: ১) ব্লাডবাথ ইন বাংলাদেশ, ২) এ ওয়ারিয়র অ্যান্ড দ্য ওয়ারলর্ডস, ৩) শ্রী লংকা অ্যাফেয়ার্স, ৪) স্পাইজ ইন নেপাল ও ৫) এ স্পাই অ্যামং দ্য ডার্ভিশ । এছাড়া রয়েছে লেখকের নোট, পূর্বকথা ও শেষ কথা । এই পাঁচটি অধ্যায়ের মূলানুগ অনুবাদ নিয়ে প্রকাশিত হয়েছে প্রথম অংশটি । অনুবাদে কোনও প্রকার সংযোজন-বিয়োজন করা হয়নি । যতীশ যাদব যা লিখেছেন সেটারই স্বচ্ছ বাংলা অনুবাদ করার চেষ্টা করা হয়েছে মূলানুগতা বজায় রেখে । প্রথম অংশে এই অধ্যায়গুলো বেছে নেয়ার কারণ ভৌগোলিক প্রাসঙ্গিকতা । বাংলাদেশ, শ্রীলংকা, নেপাল, আফগানিস্তান ও ইরান নানাসূত্রে পরস্পর নিকটবর্তী দেশ । এসব দেশে প্রতিবেশী দেশ ভারতের গোপন অভিযান কৌতূহলী মনে আগ্রহের জন্ম দেয় । সেটাই প্রধান বিবেচ্য ছিল প্রথম অংশের অধ্যায়গুলো নির্বাচনের ক্ষেত্রে।

এবার আমরা প্রকাশ করলাম বইটির দ্বিতীয় কথা শেষ অংশের অনুবাদ । এখানে যেসব দেশে র-এর গোপন অভিযানের কথা তুলে ধরেছেন যতীশ যাদব, সেগুলো বাংলাদেশের প্রতিবেশী নয়, তবে বাংলাদেশ প্রসঙ্গ এসেছে ঘুরেফিরেই । এসব অধ্যায় থেকেও জানা যাবে, বাংলাদেশকে নিয়ে র কী চিন্তা করে, কীভাবে কাজ করে এবং কী করতে চায়। বাংলাদেশ নিয়ে র-এর অনেক নতুন ও অজানা তথ্য জানা যাবে এই অধ্যায়গুলোতে । দ্বিতীয় অংশে স্থান পেয়েছে মূল বইটির ছয়টি অধ্যায়, যেগুলোর ইংরেজি শিরোনাম- ১) থ্রি মাস্কেটিয়ার্স অ্যান্ড এ ব্লাডি ওয়ার ইন ফিজি, ২) শ্যাডোয়ী ওয়ার ইন ওয়াশিংটন, ৩) হান্টিং দ্য র ট্রেইটর, ৪) র ইন শ্যাক্স, ৫) দ্য গ্লোবাল ফুটপ্রিন্টস অব র, এবং ৬) অপারেশন হর্নেট । এছাড়া, প্রাসঙ্গিকতার বিবেচনায় এই অংশেও যুক্ত করা হল লেখকের নোট, পূর্বকথা ও শেষ কথা।

বইটিকে এভাবে দুটি অংশে ভাগ করায় বাঁকা সমালোচনা হতে পারে তবে আমরা মনে করি, বাংলাদেশ আর নিকটতম প্রতিবেশী দেশগুলোই আমাদের চিন্তার ক্ষেত্রে অগ্রাধিকার পায়। বাংলাদেশে ভারতের প্রভাব আর সাত হাজার মাইল দূরের ফিজির প্রভাব এক হতে পারে না। সুতরাং প্রথম অংশের বাছাই ছিল প্রাসঙ্গিক। অন্যদিকে পাঠক যাতে পুরো বইটিরই বাংলা অনুবাদ পড়তে পারেন, সেই বিবেচনা থেকেই প্রকাশিত হল এই দ্বিতীয় অংশ । প্রথম অংশ আর এই দ্বিতীয় অংশ মিলিয়ে এটি যতীশ যাদবের ‘র: এ হিস্ট্রি অব ইন্ডিয়া'স কভার্ট অপারেশনস' বইটির পূর্ণাঙ্গ বাংলা অনুবাদ। এবার বইটির শিরোনাম অপরিবর্তিত রাখা হল।

‘র: বাংলাদেশসহ এশিয়ার দেশে দেশে ভারতের গোপন মিশন' প্রকাশের সঙ্গে সঙ্গে ব্যাপক সাড়া পড়ে যায়। নানারকম কথা হয়। এমনকি একটি বড় অনলাইন পুস্তক বিক্রেতা বিক্রির জন্য বইটি নিতে অস্বীকার করে, কোনও কারণ ছাড়াই। তাদের হয়তো খেয়াল নেই, এটি ভারতের একজন সাংবাদিকের লেখা বই, দিল্লি থেকে প্রকাশিত এবং এটি নিষিদ্ধ নয়। তবে সে যাই হোক, সারা দেশের পাঠক যেভাবে সাড়া দিয়েছেন তা অবিশ্বাস্য । দেশের প্রতিটা কোণে অসংখ্য পাঠকের হাতে বইটি পৌছে গেছে, পাঠক তাদের মতামত জানাচ্ছেন, এর চেয়ে আনন্দের আর কী হতে পারে । সারা দেশের পাঠকদের প্রতি রইল আমার অশেষ কৃতজ্ঞতা ও শুভেচ্ছা । আন্তরিক ধন্যবাদ জানাতে চাই দেশের অন্যতম মর্যাদাশীল প্রকাশনা প্রতিষ্ঠান সূচীপত্রের কর্ণধার ও সিইও, শিশু সাহিত্যিক সাঈদ বারীকে । বইপ্রেমিক মানুষটি আর্থিক ক্ষতির কথা না ভেবে বইয়ের প্রকাশনা সৌকর্য বাড়াতে, ভাল বই প্রকাশ করতে যেমন নিবেদিত থাকেন, তা খুব বেশি মানুষের মধ্যে দেখিনি।

১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে পাকিস্তান থেকে । স্বাধীনতা যুদ্ধের পূর্ববর্তী সময় থেকে বর্তমান সময় পর্যন্ত বাংলাদেশকে নিয়ে র-এর নানাপ্রকার তৎপরতা সম্পর্কে নানাপ্রকার কথা শোনা যায়। সেই তৎপরতার কিছু অংশ সম্পর্কে নিরপেক্ষভাবে জানা যাবে ইতিপূর্বে প্রকাশিত বইটির প্রথম অংশের 'বাংলাদেশে রক্তগঙ্গা' শিরোনামযুক্ত প্রথম অধ্যায়ে। নিরপেক্ষ এই কারণে যে বইটি যিনি লিখেছেন, অনেক রকম তথ্য ঘাঁটাঘাঁটি করে, তিনি স্বয়ং একজন ভারতীয়, বাংলাদেশে র-এর তৎপরতা সম্পর্কে তিনি ভুল গল্প রচনা করেছেন এমন মনে করার কোনও কারণ নেই।

  • শিরোনাম RAW ভারতের গোপন অভিযানের ইতিহাস
  • লেখক প্রমিত হোসেন, যতীশ যাদব (অনুবাদক)
  • প্রকাশক সূচীপত্র
  • প্রকাশের সাল ২০২২
  • মুদ্রণ 1st Published
  • বাঁধাই হার্ডকভার
  • পৃষ্ঠা সংখ্যা ১৯২
  • দেশ বাংলাদেশ
  • ভাষা বাংলা

আলোর উৎস কিংবা ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।

এই লেখকের আরও বই
এই বিষয়ে আরও বই
আলোচনা ও রেটিং
০(০)
  • (০)
  • (০)
  • (০)
  • (০)
  • (০)
আলোচনা/মন্তব্য লিখুন :

আলোচনা/মন্তব্যের জন্য লগ ইন করুন