বাঙলা ভাষা ও বাঙালি সমাজ-সংস্কৃতির বিভিন্ন বিধা নিয়ে গবেষণা অসংখ্য; তবে গুরুত্বপূর্ণ ও গুণগত মানের গবেষণা তুলনামূলক কম; আর বাঙালি কীভাবে বাঙলা ভাষা অর্জন করে তা নিয়ে গবেষণা শুধু কম নয় বরং নেই বললে অত্যুক্তি হবে না। এ-পর্যন্ত মনোভাষাবিজ্ঞানের এ বিষয় নিয়ে যে গবেষণা হয়েছে তার প্রাথমিক রূপরেখা এ গ্রন্থে পাওয়া যাবে। তাছাড়া ঐতিহাসিক কাল থেকে বাঙলা ভাষা-সাহিত্য ও বাঙালির সমাজ-সংস্কৃতি রাষ্ট্র-রাজনীতি ব্যক্তি-কর্ম নিয়ে বাঙালি মনীষীগণ যেমন গবেষণা করেছেন তেমনি বিদেশিগণও করেছেন। এ ধারা এখনও অব্যাহত আছে এবং থাকবে। বাঙালির ভাষা সংস্কৃতি সমাজভাবনা গ্রন্থটি এমনি একটি স্মারক। গ্রন্থটিতে আবহমান বাঙলা ভাষার গতর-অন্তর অর্থাৎ ভাষার বহিঃ-সংগঠন ও অন্তর-সংগঠনের পাশাপাশি বাঙালির সাংস্কৃতিক বৈচিত্র্যের দিকটি ফুটিয়ে তোলার প্রয়াসের পাশাপাশি তা বিশ্লেষিতও হয়েছে। ব্যক্তি-কর্ম-রাষ্ট্র ভাবনায় যথাসাধ্য পরিমিতির মধ্যে থেকে সংকট-সম্ভাবনার জায়গাগুলোকে পরিচিহ্নিত করা হয়েছে। বৈষম্যহীন সমাজ ব্যবস্থার ব্যবস্থাপনায় সমাজতান্ত্রিক চেতনা ও ইসলামি দর্শনের বিশ^জনীন নান্দনিক রূপের ধারণার এক মিথষ্ক্রিয়া লক্ষ করা যায়। সবকিছু বিবেচনায় এনে বলা যায় গ্রন্থটি মৌলিক ধারায় উত্তীর্ণ। গ্রন্থটি ভাষা-সংস্কৃতি-সমাজ বিষয়ক বাঙালি মনীষীদের ভাবনার ধারাবাহিকতায় স্বকীয় ধ্যান-ধারণা ও দৃষ্টিভঙ্গি যেমন ছড়াবে তেমনি এ ক্ষেত্রের পাঠক-গবেষকদের অন্তর-দৃষ্টি নির্মাণেও অনুসন্ধানী করে তুলতে ভূমিকা রাখবে সন্দেহ নেই।
বইয়ের বিবরণ
- শিরোনাম বাঙালির ভাষা সংস্কৃতি সমাজভাবনা
- লেখক আলম সাইফুল
- প্রকাশক অ্যাডর্ন পাবলিকেশন
- আইএসবিএন ৯৭৮৯৮৪২০০৬২৪১
- প্রকাশের সাল ২০২১
- মুদ্রণ 1st Published
- বাঁধাই হার্ডকভার
- দেশ বাংলাদেশ
- ভাষা বাংলা
আলোর উৎস কিংবা ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।