প্যাকেজ: কথাসাহিত্য
লেখক: মোহিত কামাল, আন্দালিব রাশদী, হরিশংকর জলদাস, বিশ্বজিৎ চৌধুরী, আসিফ নজরুল, মাসরুর আরেফিন, রফিক-উম-মুনীর চৌধুরী, রাহিতুল ইসলাম, কাজী এনায়েত উল্লাহ, মাহফুজ রহমান
বিষয়: কথাসাহিত্য, প্যাকেজ, উপন্যাস
বইয়ের বিবরণ
কং পাহাড়ে শয়তান | ২২০৳ |
নিরুদ্দেশ | ২৫০৳ |
প্রেম ও প্রতিদ্বন্দ্বী | ২৬০৳ |
খুন ও আনন্দকুসুম | ২৬০৳ |
ভাস্কো দা গামার বেহালা | ২৫০৳ |
কল সেন্টারের অপরাজিতা | ২০০৳ |
ডাঙায় ডুবোজীবন | ২৭০৳ |
পাতালপুরীতে মচ্ছব | ২১০৳ |
দোষ | ২৬০৳ |
আড়িয়াল খাঁ | ৩৫০৳ |
দুর্যোধন | ৭০০৳ |
- শিরোনাম প্যাকেজ: কথাসাহিত্য
- লেখক মোহিত কামাল, আন্দালিব রাশদী, হরিশংকর জলদাস, বিশ্বজিৎ চৌধুরী, আসিফ নজরুল, মাসরুর আরেফিন, রফিক-উম-মুনীর চৌধুরী, রাহিতুল ইসলাম, কাজী এনায়েত উল্লাহ, মাহফুজ রহমান
- প্রকাশক প্রথমা বিশেষ সংগ্রহ
- দেশ বাংলাদেশ
- ভাষা বাংলা
আলোর উৎস কিংবা ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।
মোহিত কামাল
জন্ম ১৯৬০ সালের ২ জানুয়ারি, সন্দ্বীপ, চট্টগ্রাম। শৈশব ও কৈশোরকাল কেটেছে চট্টগ্রাম ও খুলনার খালিশপুরে। তাঁর লেখালেখির মুখ্য বিষয় গল্প ও উপন্যাস। বিজ্ঞান বিষয়ে গবেষণাধর্মী রচনার পাশাপাশি শিশুসাহিত্য রচনাতেও পারদর্শী। তাঁর গ্রন্থসংখ্যা চল্লিশের বেশি। মাসিক সাহিত্য সাময়িকী শব্দঘর-এর সম্পাদক। সাহিত্যকৃতির স্বীকৃতিস্বরূপ পেয়েছেন ‘সিটি আনন্দ আলো সাহিত্য পুরস্কার’, ‘বেগম রোকেয়া সম্মাননা পদক’সহ আরও কিছু পুরস্কার। তিনি ঢাকাস্থ জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর অ্যান্ড হেড অব সাইকোথেরাপি।
আন্দালিব রাশদী
জন্ম ৩১ ডিসেম্বর ১৯৫৭, ঢাকায়। বেড়ে ওঠা ও জীবনযাপন এখানেই। কথাসাহিত্যিক, প্রাবন্ধিক, অনুবাদক। পড়াশোনা ঢাকা, ওয়েলস ও লন্ডনে। শুরুতে বিজ্ঞানের ছাত্র ছিলেন। আইনে স্নাতক, রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতিতে স্নাতকোত্তর। ১৯৯৬ সালে লন্ডনে পিএইচডি করেন। প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে উপন্যাস: মিমির নোটবই, কাজল নদীর জলে, হাজব্যান্ডস, অধরা, ভারপ্রাপ্ত সচিব, প্রতিমন্ত্রী, কৃষ্ণকলি, সেকেন্ড লেনে হেলেন, শর্মিষ্ঠা; ছোটগল্প: ডায়ানা যেদিন সিঁড়িতে বমি করল, একটি পরিত্যক্ত কেলভিনেটর ফ্রিজের গল্প ; প্রবন্ধ: আমলা শাসানো হুকুমনামা, লেডি গোদিভা ও অন্যান্য প্রবন্ধ।
হরিশংকর জলদাস
জন্ম ১৯৫৫ সালের ১২ অক্টোবর, চট্টগ্রামের উত্তর পতেঙ্গা গ্রামের জেলেপল্লিতে। লেখালেখি শুরু করেছেন মধ্যবয়সে। প্রথম উপন্যাস জলপুত্র। শুরুতেই পাঠকের কাছে সমাদৃত হয়েছেন। কারণ তিনি শুধু কাহিনি লেখেন না, সমাজকেও আঁকেন। তাঁর কয়েকটি উপন্যাস—দহনকাল, কসবি, মোহনা, রামগোলাম, প্রতিদ্বন্দ্বী, আমি মৃণালিনী নই। গল্পগ্রন্েথর মধ্যে রয়েছে জলদাসীর গল্প, হরকিশোরবাবু, কোনো এক চন্দ্রাবতী। বাংলা একাডেমি পুরস্কার, আলাওল সাহিত্য পুরস্কার, প্রথম আলো বর্ষসেরা বই পুরস্কারসহ এ পর্যন্ত বেশ কয়েকটি পুরস্কার পেয়েছেন। গুরুত্বপূর্ণ পুরস্কার।
বিশ্বজিৎ চৌধুরী
জন্ম ১ আগস্ট ১৯৬০, চট্টগ্রামে। বাংলা সাহিত্যে স্নাতকোত্তর। পেশা সাংবাদিকতা। কর্মক্ষেত্র চট্টগ্রাম। শিশুসাহিত্য দিয়ে লেখালেখির শুরু। উপন্যাস, ছোটগল্প, কবিতাসহ সৃজনশীল সাহিত্যে তাঁর অবাধ বিচরণ। তাঁর লেখা বেশ কয়েকটি নাটক বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচারিত হয়েছে। এ পর্যন্ত এক ডজনের বেশি বই বেরিয়েছে। লিন্ডা জনসনের রাজহাঁস (কিশোর গল্পগ্রন্থ), সম্ভ্রমহানির আগে ও পরে (গল্পগ্রন্থ), মাঠের ওপারে যাবে, লীলা? (কাব্যগ্রন্থ) সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। প্রথমা থেকে প্রকাশিত হয়েছে তাঁর উপন্যাস নার্গিস ও বাসন্তী, তোমার পুরুষ কোথায়?
আসিফ নজরুল
জন্ম ১৯৬৬ সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক। ১৯৯৯ সালে লন্ডন থেকে আন্তর্জাতিক আইনে পিএইচডি করেন। জার্মানি ও ইংল্যান্ডে কাজ করেছেন পোস্টডক্টরাল ফেলো হিসেবে। সাপ্তাহিক বিচিত্রার সাংবাদিক হিসেবে খ্যাতিমান ছিলেন। কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক হিসেবেও তাঁর খ্যাতি রয়েছে। "নিষিদ্ধ কয়েকজন" উপন্যাসের এই আলোচিত লেখক দীর্ঘ বিরতির পর সৃজনশীল লেখালেখি করছেন গত কয়েক বছর ধরে। এরপর তাঁর অসমাপ্তির গল্প, বেকার দিনের প্রেম, উধাও ও ঘোর উপন্যাসগুলোও পাঠকের কাছে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। তাঁর নন-ফিকশন গ্রন্থের মধ্যে পিএইচডির গল্প, মানবাধিকার, সংবিধান বিতর্ক ইত্যাদিও বহুল আলোচিত। পুরস্কৃত হয়েছেন বণিক বার্তা ও রকমারি থেকে।
মাসরুর আরেফিন
জন্ম ৯ অক্টোবর ১৯৬৯। পড়াশোনা বরিশাল ক্যাডেট কলেজ; ভারতের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়; ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ভিক্টোরিয়া ইউনিভার্সিটি, মেলবোর্নে। প্রথম কাব্যগ্রন্থ ঈশ্বরদী, মেয়র ও মিউলের গল্প (২০০১) প্রথম আলোর সে বছরের নির্বাচিত বইয়ের অন্তভুর্ক্ত হয়েছিল। তাঁর অনুবাদে ফ্রানৎস কাফকা গল্পসমগ্র (২০১৩) ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ও বাংলা একাডেমি-চিত্তরঞ্জন সাহা সেরা প্রকাশনা পুরস্কার লাভ করে। ২০১৫ সালে বেরোয় তাঁর হোমারের ইলিয়াড এবং সমাদৃত হয় পাঠকমহলে। তিনি দুই কন্যার জনক। আগস্ট আবছায়া তাঁর প্রথম উপন্যাস।
রাহিতুল ইসলাম
রাহিতুল ইসলাম একজন বাংলাদেশি তথ্যপ্রযুক্তি সাংবাদিক, লেখক ও নাট্যকার। বর্তমানে দেশের একটি শীর্ষ দৈনিকে সাংবাদিকতা করছেন। সাংবাদিকতার পাশাপাশি সাহিত্যচর্চাও করেন। তবে তাঁর আগ্রহের বিষয় মূলত তথ্যপ্রযুক্তি। সংবাদপত্রে লিখে আর কথাসাহিত্য রচনার মধ্য দিয়ে চেষ্টা করে যাচ্ছেন পাঠকদের এই জগতের জানা-অজানা নানা বিষয়ের সঙ্গে পরিচিত করাতে। প্রকাশিত বইয়ের সংখ্যা ১২। উল্লেখযোগ্য উপন্যাস: ‘কল সেন্টারের অপরাজিতা’, ‘চরের মাস্টার কম্পিউটার ইঞ্জিনিয়ার’, ‘হ্যালো ডাক্তার আপা’, ‘ভালোবাসার হাট-বাজার’ এবং ‘কেমন আছে ফ্রিল্যান্সার নাদিয়া’। ‘আউটসোর্সিং ও ভালোবাসার গল্প’ বইটি ফিলিপাইন থেকে ইংরেজি ভাষায় প্রকাশিত হয়েছে। সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘আউটসোর্সিং ও ভালোবাসার গল্প’ বইয়ের জন্য জাতীয় ফ্রিল্যান্সিং অ্যাওয়ার্ড (২০১৯) এবং ‘কল সেন্টারের অপরাজিতা’র জন্য এসবিএসপি সাহিত্য পুরস্কার (২০২১) পেয়েছেন।
মাহফুজ রহমান
চমৎকার একটা ছেলেবেলা কাটিয়েছেন লালমনিরহাটে। আবারও সেই ছেলেবেলার জগতে ঢুঁ মারার আশায় গল্প-ছড়া লেখেন। আঁকতে আঁকতে আঁকিয়ে। শখের অ্যানিমেটর। বিকেল হলেই মন পড়ে থাকে ক্রিকেট মাঠে কিংবা জানালার কার্নিশে শালিকডাকা পাঠাগারে। পড়াশোনার বিষয় ছিল বস্ত্র প্রকৌশল, পেশা অবশ্য সাংবাদিকতা। প্রথম আলোর সহকারী ফিচার সম্পাদক। সম্পাদনা করেছেন রম্য ক্রোড়পত্র ‘রস+আলো’। এখন সম্পাদনা করছেন ছোটদের পাতা ‘গোল্লাছুট’ ও বিচিত্র বিষয়-আশয়ের বিভাগ ‘একটু থামুন’। লেখেন ও আঁকেন ছোটদের জন্যই। বই বেরিয়েছে পাঁচটি। ছড়ার বই গুল্টুর জন্য পেয়েছেন ‘পাঞ্জেরী ছোটকাকু আনন্দ আলো শিশুসাহিত্য পুরস্কার ২০২০’। mahhfuz.palo@gmail.com