পৃথিবীর ইতিহাসে একাধারে একাধিক শ্রেষ্ঠ 'শাসক' সাধারণত পাওয়া যায় না। একজন শ্রেষ্ঠ শাসকের পর আরও কয়েকজন চলে যাবার পর আবারও হয়তো আসেন আরেকজন শ্রেষ্ঠ শাসক।
নবিজির (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ইনতিকালের পর মুসলিমরা এক নতুন শাসনব্যবস্থার প্রবর্তন করেন৷ এটি 'খিলাফত' নামে পরিচিত। যাঁরা খিলাফত পরিচালনার মূল দায়িত্বে ছিলেন, তাঁদের 'খলিফা' নামে ডাকা হতো।
ইসলামের প্রথম চার খলিফা পৃথিবীর ইতিহাসে যেকোনো সময়ের, যেকোনো শাসকের চেয়ে ন্যায়নিষ্ঠ ছিলেন। ধারাবাহিক চারজন শ্রেষ্ঠ খলিফা, শাসক, রাষ্ট্রপ্রধানের এমন ইতিহাস বিরল।
চারজন খলিফা প্রত্যেকেই দুনিয়ার বুকে জান্নাতের সুসংবাদ পান। তাঁরা যেমন ছিলেন দুনিয়ার বুকে শ্রেষ্ঠ, তেমনি আসমানবাসীর কাছেও তাঁরা শ্রেষ্ঠ। এমন 'শাসক' পৃথিবীর ইতিহাসে আর পাওয়া যাবে?
এখন পর্যন্ত বিশ্বজুড়ে যে কজন ইতিহাবিদের লেখা সর্বাধিক পাঠকপ্রিয়তা অর্জন করেছে, ড. শায়খ আলি মুহাম্মাদ সাল্লাবি তাদের অন্যতম। তাঁর কলমের আঁচড়ে চিত্রিত হয় ইতিহাসের ব্যাপৃত বয়ান। ফলে প্রতিটি গ্রন্থই হয়ে ওঠে বিষয়সংশ্লিষ্ট একেকটি হীরকখণ্ড যেন। বিশেষ করে তাঁর রচিত চার খলিফা সিরিজ। আরবির পাশাপাশি তুর্কি, ইংরেজি, উর্দু, বাংলাসহ বহু ভাষায় অনূদিত হচ্ছে গ্রন্থগুলো। ইতিহাসের বাঁকে বাঁকে ছড়িয়ে থাকা শিক্ষাকে তুলের ধরার ক্ষেত্রে সাল্লাবি যেমন দূরদর্শী, তেমনি বিশ্বস্তজন হিসেবে আদৃত পাঠক ও বোদ্ধা মহলে।
বইয়ের বিবরণ
- শিরোনাম খিলাফতে রাশিদা সিরিজ
- লেখক ড. আলী মুহাম্মদ আস সাল্লাবী
- প্রকাশক কালান্তর প্রকাশনী
- প্রকাশের সাল 2018
- মুদ্রণ 1st Published
- বাঁধাই হার্ডকভার
- পৃষ্ঠা সংখ্যা 3352
- দেশ বাংলাদেশ
- ভাষা বাংলা
আলোর উৎস কিংবা ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।