বাংলা সাহিত্যকে উদারভাবে সমৃদ্ধ করেছিলেন বুদ্ধদেব বসু। কালজয়ী এই সাহিত্যিকের ব্যক্তিগত জীবনে আলো ফেলেছে ভূঁইয়া ইকবাল সম্পাদিত বুদ্ধদেব বসু গ্রন্থটি। বুদ্ধদেবের স্ত্রী, পুত্র, কন্যার বয়ানে এই বইতে তাঁকে যেমন পাওয়া যায়, তেমনি পাওয়া যায় তাঁর সমসাময়িক কবি-সাহিত্যিক রবীন্দ্রনাথ, জীবনানন্দ, অতুলচন্দ্র প্রমুখের লেখা চিঠি, প্রবন্ধ, পর্যালোচনা থেকেও। বুদ্ধদেব এখানে নিজের অনুভূতির বয়ান নিয়ে হাজির হয়েছেন স্মৃতিচারণের মধ্য দিয়েও। বসু-র সাহিত্যের নির্যাসও ছড়িয়ে আছে বুদ্ধদেব বসু গ্রন্থটিতে।
সূচিপত্র
দ্বিতীয় সংস্করণ প্রসঙ্গে
জীবন-কথা
শিক্ষা-জীবন
কর্ম-জীবন
সংসার-জীবন
সাহিত্য-জীবন
সাময়িকপত্র-সম্পাদনা
শেষজীবন ও মৃত্যু
সমকালীন প্রতিক্রিয়া
রচনা-নিদর্শন
সাময়িকপত্রে প্রকাশিত রচনা-তালিকা
গ্রন্থপঞ্জি
বইয়ের বিবরণ
- শিরোনাম বুদ্ধদেব বসু
- লেখক ভূঁইয়া ইকবাল
- প্রকাশক দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড(ইউ পি এল)
- আইএসবিএন ৯৭৮৯৮৪৫০৬৪৩২৩
- মুদ্রণ 1st published 2022
- বাঁধাই Hardcover
- পৃষ্ঠা সংখ্যা ১৫৮
- দেশ বাংলাদেশ
- ভাষা বাংলা
আলোর উৎস কিংবা ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।

ভূঁইয়া ইকবাল
জন্ম ভোলায়, ২২ নভেম্বর ১৯৪৬ সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় বিএ (সম্মান) ও এমএ। ১৯৮৪ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ডক্টরেট। কর্মজীবনের সূচনা তৎকালীন দৈনিক পাকিস্তান পত্রিকায়। ১৯৭৩ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যোগ দেন এবং বাংলা বিভাগের অধ্যাপক পদ থেকে ২০১৩ সালে অবসর নেন। প্রকাশিত গ্রন্থ: আবুল কালাম শামসুদ্দীন, আনোয়ার পাশা, বুদ্ধদেব বসু, শশাঙ্কমোহন সেন, (স্যার) আজিজুল হক, বাংলাদেশের উপন্যাসে সমাজচিত্র, রবীন্দ্রনাথের একগুচ্ছ পত্র, রবীন্দ্রনাথ: তাঁর চিঠি, তাঁকে চিঠি এবং বাংলাদেশে রবীন্দ্র-সংবর্ধনা। সম্পাদনা করেছেন মানিক বন্দ্যােপাধ্যায়, নির্বাচিত রচনা: আবদুল করিম সাহিত্যবিশারদ, নির্জনতা থেকে জনারণ্যেসহ নানা গুরুত্বপূর্ণ গ্রন্থ ও সাময়িকপত্র। পেয়েছেন বাংলাদেশ লেখক শিবিরের হুমায়ুন কবির স্মৃতি পুরস্কার ও গবেষণার জন্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার।