কোভিড-১৯ মহামারি সাম্প্রতিক মানব ইতিহাসের সবচাইতে প্রভাবশালী একটি ঘটনা হিসেবে ইতোমধ্যে প্রতিষ্ঠিত। পৃথিবীর প্রায় সব প্রান্তকে স্পর্শ করেছে এই মহামারি। এই মহামারির অভিঘাত ঘটেছে পৃথিবীর অর্থনীতি, রাজনীতি, সমাজ এবং সংস্কৃতিতে। এই অভিঘাত ঘটেছে বাংলাদেশেও। কথাসাহিত্যিক এবং জনস্বাস্থ্যবিদ শাহাদুজ্জামান এই কোভিড মহামারির ঐতিহাসিক, রাজনৈতিক, সাহিত্যিক এবং জনস্বাস্থ্যগত নানা মাত্রা নিয়ে লিখেছেন, বক্তৃতা দিয়েছেন, গবেষণা করেছেন। মহামারি মহাকাল বইটি সাম্প্রতিক এই মহামারি বিষয়ে শাহাদুজ্জামানের যাবতীয় লেখার সংকলন।
বইয়ের বিবরণ
- শিরোনাম মহামারি মহাকাল
- লেখক শাহাদুজ্জামান
- প্রকাশক দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড(ইউ পি এল)
- আইএসবিএন 9789845063456
- মুদ্রণ 1st published 2022
- বাঁধাই Hardcover
- পৃষ্ঠা সংখ্যা 175
- দেশ বাংলাদেশ
- ভাষা বাংলা
আলোর উৎস কিংবা ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।

শাহাদুজ্জামান
শাহাদুজ্জামানের জন্ম ১৯৬০ সালে ঢাকায়। পড়াশোনা মির্জাপুর ক্যাডেট কলেজ ও চট্টগ্রাম মেডিকেল কলেজে। নেদারল্যান্ডসের আমস্টার্ডাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করেন চিকিৎসা নৃবিজ্ঞানে। পেশাগতভাবে তিনি চিকিৎসক হিসেবে কাজ করেছেন উন্নয়ন সংস্থা ব্র্যাকের গ্রামীণ স্বাস্থ্য প্রকল্পে, পরে অধ্যাপনা করেছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে। বর্তমানে তিনি যুক্তরাজ্যের গ্লাসগো বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও অধ্যাপনায় যুক্ত আছেন। গল্প, উপন্যাস ছাড়াও প্রবন্ধ, অনুবাদ, ভ্রমণ ও গবেষণার ক্ষেত্রে রয়েছে তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ। মাওলা ব্রাদার্স আয়োজিত কথাসাহিত্যের পাণ্ডুলিপি প্রতিযোগিতায় শ্রেষ্ঠ পুরস্কার পেয়ে প্রকাশিত হয় তাঁর প্রথম গল্পগ্রন্থ কয়েকটি বিহ্বল গল্প (১৯৯৬)। কথাসাহিত্যে অবদানের জন্য ২০১৬ সালে বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। Email : zshahaduz@gmail.com