প্রথম বাংলা গান রচিত হলো কখন? কে রচনা করেছিলেন সেই গান? তাতে সুরই-বা দিয়েছিলেন কে? এর উত্তর আমাদের জানা নেই। তবে আমরা জানি চর্যাপদ থেকে আধুনিক কাল পর্যন্ত বাংলা ভাষায় বিচিত্র ধরনের গান লেখা হয়েছে। কীভাবে বাংলা গানের অঙ্কুরোদ্গম ঘটল, তারপর কীভাবে সে মহিরুহে পরিণত হলো, কোন সামাজিক অবস্থার পরিপ্রেক্ষিতে বিভিন্ন শাখায় বিভক্ত হলো—সেসব খবর পাঠক পাবেন এ বইয়ে।
বইয়ের বিবরণ
গান শুনতে সবারই কমবেশি ভালো লাগে। কিন্তু প্রথম বাংলা গান রচিত হলো কখন? কে রচনা করেছিলেন সেই গান? তাতে সুরই-বা দিয়েছিলেন কে? ইউরোপে সবচেয়ে পুরোনো যে বাঁশি পাওয়া গেছে, তার বয়স বিয়াল্লিশ হাজার বছর। আমাদের বাংলা গানের বয়স কত? উত্তরটা আমাদের জানা নেই। এ বইয়ে সে উত্তর খোঁজা হয়েছে। ভাষা না-হলে গান হবে কী করে? কাজেই বলা যেতে পারে, বাংলা ভাষার জন্মের পর বাংলা গানের সৃষ্টি। আমাদের ভাষার বয়স এখনো হাজার বছর হয়নি। কিন্তু বয়স যা-ই হোক, এ ভাষায় বিচিত্র ধরনের গান লেখা হয়েছে! এ বইয়ে চর্যাপদ থেকে আধুনিক কাল পর্যন্ত বাংলা গানের জন্ম এবং বিবর্তনের কথা বলা হয়েছে। কীভাবে তার অঙ্কুরোদ্গম ও বিকাশ ঘটল, কোন সামাজিক অবস্থার পরিপ্রেক্ষিতে তা বিভিন্ন শাখায় বিভক্ত হলো —এ বই থেকে আমরা তা জানতে পারব। বাংলা গান এবং তার ইতিহাস সম্পর্কে এ যাবৎ অনেক বই লেখা হয়েছে। এ বই তা থেকে আলাদা। লেখক এ বই লিখেছেন একেবারে স্বতন্ত্র দৃষ্টিভঙ্গিতে।
- শিরোনাম বাংলা গানের ইতিহাস
- লেখক গোলাম মুরশিদ
- প্রকাশক প্রথমা প্রকাশন
- প্রকাশের সাল ২০২২
- মুদ্রণ 1st
- বাঁধাই Hardcover
- দেশ বাংলাদেশ
- ভাষা বাংলা
আলোর উৎস কিংবা ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।
গোলাম মুরশিদ
ব্যাপক গবেষণা এবং বিবিধ গ্রন্েথর জন্যে গোলাম মুরশিদ উভয় বাংলায় সুপরিচিত। বাঙালি সমাজ-সংস্কৃতি, উনিশ শতকের বঙ্গদেশ, বঙ্গীয় রেনেসন্স, মানবীবিদ্যা, ভাষা-সাহিত্য ইত্যাদি নানা ক্ষেত্রে তাঁর বিচরণ। কিন্তু তাঁর তিরিশটি গ্রন্েথর মধ্যে আশার ছলনে ভুলি সমগ্র বাংলা জীবনী-সাহিত্যে একটি মাইলফলক বলে বিবেচিত হয়েছে। এতে কিংবদন্তির ধূম্রজাল থেকে মুক্তি দিয়ে লেখক মাইকেল-জীবনকে বস্ত্তনিষ্ঠভাবে পুনর্নির্মাণ করেছিলেন। বিদ্রোহী রণক্লান্ত: নজরুল-জীবনীও অনুরূপ। তাঁর হাজার বছরের বাঙালি সংস্কৃতিকে সমালোচক বলেছেন ‘মহাগ্রন্থ’। রেনেসন্স বাংলার রেনেসন্স গ্রন্থটি বঙ্গীয় রেনেসন্স সম্পর্কে একেবারে নতুন মূল্যায়ন। পুরোনো বাংলা গদ্যের ইতিহাস রচনায়ও তাঁর অবদান অসামান্য। বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বিলেতে বাঙালিদের ইতিহাস ইত্যাদি নানা বিষয়ে তাঁর গবেষণা। তাঁর আর-এক অসামান্য কাজ বাংলা একাডেমি বিবর্তনমূলক বাংলা অভিধান সম্পাদনা।