আমার কাছে ছোট ছােট ছেলেমেয়েরা মাঝে মাঝেই বিচিত্র প্রশ্ন নিয়ে হাজির হয়—তাদের সব প্রশ্নের উত্তর যে আমি জানি তাও নয়। যেটুকু জানি সেটাও ছােট চিঠিতে সবসময় গুছিয়ে লিখতে পারি না, একটা ছােট চিঠিতে আর কতটুকুই লেখা যায়? তাই অনেকদিন থেকে ভাবছিলাম তাদের প্রশ্নগুলাের উত্তরগুলাে একত্র করে একটা বই বের করলে কেমন হয়? অনেকেরই হয়তাে এই একই বিষয় নিয়ে প্রশ্ন রয়েছে-তাহলে এক সাথে সবাইকে উত্তর দিয়ে দেয়া যাবে।
আগেই বলে রাখছি এর উত্তরগুলাে একেবারই আমার নিজস্ব মতামত সবাইকে যে এটা মেনে নিতে হবে তা নয়। এর মাঝে থেকে কে কোন বিষয়ের কতটুকু গ্রহণ করবে সেটা আমি তাদের বিচারবুদ্ধির ওপর ছেড়ে দিচ্ছি। (ছােটদের বিচার বুদ্ধির উপর আমার অনেক বড় বিশ্বাস, তারা আমাদের মতাে বড়দের থেকে অনেক বেশি বুঝে।)
বইয়ের বিবরণ
- শিরোনাম তোমাদের প্রশ্ন আমার উত্তর
- লেখক মুহম্মদ জাফর ইকবাল
- প্রকাশক জ্ঞানকোষ প্রকাশনী
- আইএসবিএন 9848485031
- প্রকাশের সাল 2016
- মুদ্রণ 6th Published
- বাঁধাই হার্ডকভার
- পৃষ্ঠা সংখ্যা 120
- দেশ বাংলাদেশ
- ভাষা বাংলা
আলোর উৎস কিংবা ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।

মুহম্মদ জাফর ইকবাল
জন্ম ২৩ ডিসেম্বর ১৯৫২, সিলেট। বাবা মুক্তিযুদ্ধে শহীদ ফয়জুর রহমান আহমদ এবং মা আয়েশা আখতার খাতুন। ঢাকা বিশবিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের ছাত্র, পিএইচডি করেছেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন থেকে। ক্যালিফোর্নিয়া ইনিস্টিটিউট অব টেকনোলজি কমিউনিকেশন্স রিসার্চে বিজ্ঞানী হিসেবে কাজ করে সুদীর্ঘ ১৮ বছর পর দেশে ফিরে এসে অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। স্ত্রী প্রফেসর ড. ইয়াসমীন হক, পুত্র নাবিল এবং কন্যা ইয়েশিম।