একুশ শতকের শুরুতে বাংলাদেশে মাথাচাড়া দিয়ে ওঠে ধর্মীয় উগ্রবাদ। আল-কায়দা ও তালেবানের তৎপরতা নিয়ে বিদেশি পত্রিকায় খবর ছাপা হয়। সরকার এসব রটনা বলে উড়িয়ে দেয়। ঢাকার এক সাংবাদিক আল-কায়দার খোঁজে নামেন। ঢাকায় আসেন চ্যানেল ফোরের দুজন সাংবাদিক। গোয়েন্দারা তাঁদের পিছু নেয়। এই দুজনের সঙ্গে জড়িয়ে যান ঢাকার সাংবাদিক ও এক দোভাষী। নানা ঘটনা-দুর্ঘটনায় বিষয়টি জট পাকিয়ে যায় এবং চারজনই গ্রেপ্তার হন। এক অনুসন্ধানী সাংবাদিকের ঝুঁকিপূর্ণ অভিযান আর বিপর্যয় নিয়ে গড়ে ওঠা এই কাহিনি
গল্পের চেয়েও রোমাঞ্চকর।
বইয়ের বিবরণ
বাংলাদেশে ২০০১ সালের সংসদ নির্বাচনের পর বিএনপি তার সঙ্গীদের নিয়ে সরকার গঠন করে। এ সময় ধর্মীয় উগ্রবাদ মাথাচাড়া দিয়ে ওঠে। দেশে আল-কায়দা ও তালেবানের তৎপরতা নিয়ে উদ্বেগ দেখা দেয়। এ নিয়ে খবর ছাপা হয় বিদেশি পত্রিকায়। সরকার এসব তথ্য রটনা বলে উড়িয়ে দেয়। এই পটভূমিতে ঢাকার এক সাংবাদিক আল-কায়দার খোঁজে নেমে পড়েন। তাঁর দেওয়া তথ্য নিয়ে টাইম ম্যাগাজিনে বিশেষ নিবন্ধ ছাপা হয়। সরকার নড়েচড়ে বসে। ওই সাংবাদিকের খোঁজে মাঠে নামে গোয়েন্দারা।
এ সময় লন্ডনভিত্তিক চ্যানেল ফোরের দুজন সাংবাদিক ঢাকায় আসেন। উদ্দেশ্য, একটি তথ্যচিত্র বানানো। তাঁরা এসেই পড়েন একটা ঝড়ের মধ্যে। গোয়েন্দারা তাঁদের পিছু নেয়। এই দুজনের সঙ্গে জড়িয়ে যান আল-কায়দার সন্ধানে থাকা ঢাকার ওই সাংবাদিক এবং এক দোভাষী। বিষয়টি এমনভাবে জট পাকায় যে চারজনই ফাঁদে আটকা পড়েন ও গ্রেপ্তার হন। বেশ কিছুদিন জেলে থাকতে হয় তাঁদের।
অনুসন্ধানী সাংবাদিকতার এই রোমাঞ্চকর অভিযান এবং তার বিপর্যয় নিয়ে গড়ে উঠেছে এই আখ্যান, যা আমাদের নন-ফিকশন সাহিত্যে ভিন্ন স্বাদ ও মাত্রা যোগ করবে।
- শিরোনাম আল-কায়দার খোঁজে
- লেখক মহিউদ্দিন আহমদ
- প্রকাশক বাতিঘর
- আইএসবিএন ৯৭৮৯৮৪৯৬০৩০৯০৬
- প্রকাশের সাল ২০২২
- মুদ্রণ 1st Edition
- পৃষ্ঠা সংখ্যা ২৪৮
- দেশ বাংলাদেশ
- ভাষা বাংলা
আলোর উৎস কিংবা ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।
মহিউদ্দিন আহমদ
জন্ম ১৯৫২, ঢাকায়। পড়াশোনা গবর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে। ১৯৭০ সালের ডাকসু নির্বাচনে মুহসীন হল ছাত্র সংসদের সহসাধারণ সম্পাদক নির্বাচিত হন। বিএলএফের সদস্য হিসেবে মুক্তিযুদ্ধে অংশ নেন। দৈনিক গণকণ্ঠ-এ কাজ করেছেন প্রতিবেদক ও সহকারী সম্পাদক হিসেবে। দক্ষিণ কোরিয়ার সুংকোংহে বিশ্ববিদ্যালয়ে ‘মাস্টার্স ইন এনজিও স্টাডিজ’ কোর্সের প্রতিষ্ঠাতা পরিচালক ও অধ্যাপক। তাঁর লেখা ও সম্পাদনায় দেশ ও বিদেশ থেকে বেরিয়েছে বাংলা ও ইংরেজিতে লেখা অনেক বই। প্রথমা প্রকাশন থেকে বেরিয়েছে ‘অপারেশন ভারতীয় হাইকমিশন’, ‘প্রতিনায়ক’, ‘জাসদের উত্থান পতন: অস্থির সময়ের রাজনীতি’, ‘এক–এগারো’, ‘বাঙালির জাপান আবিষ্কার’, ‘বিএনপি: সময়-অসময়’, ‘বিএনপি : সময়-অসময়’, ‘আওয়ামী লীগ: উত্থানপর্ব ১৯৪৮-১৯৭০’, ‘এই দেশে একদিন যুদ্ধ হয়েছিল’, ‘আওয়ামী লীগ : যুদ্ধদিনের কথা ১৯৭১’। প্রথম আলোয় কলাম লেখেন।
আলোচনা/মন্তব্যের জন্য লগ ইন করুন
MINHAJ MEHTAJ
২৪ Sep, ২০২২ - ১০:৫৮ AM
সাংবাদিকদের ঝুঁকিপূর্ণ জীবনের গল্প পাওয়া যায়।