ভাটির পুরুষ-কথা

লেখক: শাকুর মজিদ

বিষয়: বিবিধ

২০৬.২৫ টাকা ২৫% ছাড় ২৭৫.০০ টাকা

উল শাহ আবদুল করিমের জীবন ও দর্শন নিয়ে মঞ্চনাটক ‘মহাজনের নাও’ লিখেছেন শাকুর মজিদ। বাউল শাহ আবদুল করিমের জীবন নিয়ে নির্মাণ করেছেন তথ্যচিত্র ‘ভাটির পুরুষ’। বাউল শাহ আবদুল করিমের জীবন নিয়ে তথ্যচিত্র বানাতে গিয়ে শাকুর মজিদ দীর্ঘ ছয় বছরে যেসব অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন, সেসব অভিজ্ঞতার আলোকে লিখেছেন স্মৃতিচারণমূলক গ্রন্থ ‘ভাটির পুরুষ-কথা’।

বাউল শাহ আবদুল করিমের ওপর প্রামাণ্যচিত্র বানানোর জন্য শাকুর মজিদ ২০০৩ সালের ২১ সেপ্টেম্বর থেকে ২০০৯ সালের ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ছয় বছরে প্রায় দশবার বাউল শাহ আবদুল করিমের মুখোমুখি হন। এসব করতে গিয়ে হাওরের ঢেউ-খেলানো জল, কালনী নদী, নৌকাবাইচ, ধলমেলা, উজানধলের ওরস, সিলেটের প্রত্যন্ত উপশহর দিরাই ও বাউল শাহ আবদুল করিমের শিষ্যদের সঙ্গে তিনি নানাভাবে মিশেছেন। বাউল শাহ আবদুল করিমের ওপর যাদের আগ্রহ রয়েছে, যারা তাঁর গান নিয়ে কাজ করেছেন, গবেষণা করেছেন, নানাভাবে নানান পর্যায়ে যারা শাহ আবদুল করিমের সঙ্গে যুক্ত ছিলেন, তাদের সঙ্গে নানান পর্যায়ে নানাভাবে শাকুর মজিদ কথা বলেছেন। এসব করতে গিয়ে নগর-বাউল শাকুর মজিদ যেসব অভিজ্ঞতা অর্জন করেছেন, সেসব স্মৃতিচারণই অত্যন্ত সহজ-সরল ভাষায়, মনের মমতা মিশিয়ে তুলে ধরেছেন তাঁর নতুন স্মৃতিচারণমূলক গ্রন্থটিতে।

লোকায়ত সংস্কৃতি ও আধুনিক সংস্কৃতির যুগসন্ধিক্ষণের গীতিকবি বাউল শাহ আবদুল করিম। ১৩২২ সালের ফাল্পুন মাসের প্রথম মঙ্গলবার (১৯১৬ সালের ফেব্রুয়ারি মাসে) দিরাই থানার উজানধল গ্রামে বাউল শাহ আবদুল করিমের জন্ম। খুব ছোটবেলায় মুদিদোকানের অ্যাসিসট্যান্ট হিসেবে কর্মজীবনের শুরু। তারপর মহাজনের বাড়িতে রাখালের চাকরি। গানের নেশায় একসময় গান শেখার জন্য ওস্তাদের কাছে গমন। তারপর শাহ আবদুল করিমের জীবনে নানা বাধা-বিপত্তি এলেও তিনি গানসাধন ছাড়েননি। ঈদের জামাত থেকে তাঁকে বের করে দেওয়া, মসজিদ থেকে তাঁকে বিতাড়িত করা, এক পর্যায়ে গানের কারণেই তাঁকে গ্রামছাড়া করার পরও শাহ আবদুল করিম জীবনে কখনোই গান ছাড়েননি। আবার গ্রামবাসীর উদ্যোগে গানের লড়াইয়ে নিজেদের গ্রামকে জেতানোর মতলব থেকেই শাহ আবদুল করিমকে সেই গ্রামবাসীই ডেকে আনেন। শাহ আবদুল করিম সন্ন্যাস-জীবন যাপন করতেন। বাড়ি থেকে একবার বের হলে তিন মাস আর কোনো খোঁজ থাকত না। সন্ন্যাস-জীবনের মধ্যেও তাঁর সংসার ছিল। শাকুর মজিদের গবেষণায় উঠে এসেছে শাহ আবদুল করিমের মোট গানের সংখ্যা ৪৮০টি।

দীর্ঘ ছয় বছরে বাউল শাহ আবদুল করিমকে নিয়ে নানাভাবে গবেষণা করার যে-অভিজ্ঞতা শাকুর মজিদ অত্যন্ত ধৈর্য নিয়ে করেছেন, সেখানে কিছু কিছু অনাকাক্সিক্ষত বিড়ম্বনার মুখোমুখিও তাঁকে হতে হয়েছে। তবু একজন নির্ভীক অভিযাত্রীর মতো তিনি যে অসাধ্য সাধন করেছেন, সে-অভিজ্ঞতার সরল বয়ান ‘ভাটির পুরুষ-কথা’। বইটিতে শাকুর মজিদ প্রামাণ্যচিত্র নির্মাণের নানান পর্যায়ের অনেক দুর্লভ ছবিও ব্যবহার করেছেন। যারা বাউল শাহ আবদুল করিম সম্পর্কে জানতে চান, এই বইটি তাদের সংগ্রহ করতেই হবে।

পছন্দের তালিকায় রাখুন

বইয়ের বিবরণ

  • শিরোনাম ভাটির পুরুষ-কথা
  • লেখক শাকুর মজিদ
  • প্রকাশক বেঙ্গল পাবলিকেশন্‌স
  • আইএসবিএন ৯৭৮৯৮৪৯০৪৯৭৬০
  • প্রকাশের সাল ২০১৪
  • মুদ্রণ 1st Published
  • বাঁধাই হার্ডকভার
  • দেশ বাংলাদেশ
  • ভাষা বাংলা

আলোর উৎস কিংবা ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।

শাকুর মজিদ

জন্ম ১৯৬৫ সালের ২২ নভেম্বর, সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরা গ্রামে। উচ্চমাধ্যমিক পরীক্ষায় কুমিল্লা বোর্ডে মেধাতালিকায় স্থান পান। ১৯৯৩ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে স্থাপত্যে স্নাতক। শৈশবে কবিতা দিয়ে লেখালেখির শুরু। পরে গল্প, ভ্রমণকাহিনি লিখেছেন। নাটক লিখেছেন বেতার, টেলিভিশন ও মঞ্চের জন্য। টেলিভিশনের জন্য ফিকশন, নন-ফিকশন দুধরনেরই চলচ্চিত্র পরিচালনা করেছেন। দেশ-বিদেশের ভ্রমণচিত্র নিয়ে তৈরি করেছেন তিন শতাধিক প্রামাণ্যচিত্র। ফটোগ্রাফি, নাটক, টেলিফিল্ম ও তথ্যচিত্র বানিয়ে দেশে-বিদেশে বহু পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। নাটক, ছোটগল্প, ভ্রমণ, স্থাপত্য, আলোকচিত্র, আত্মজৈবনিক—সব মিলে প্রকাশিত বইয়ের সংখ্যা ৩২। শাকুর মজিদ একজন পেশাদার স্থপতি এবং আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক।

এই লেখকের আরও বই
এই বিষয়ে আরও বই
আলোচনা ও রেটিং
০(০)
  • (০)
  • (০)
  • (০)
  • (০)
  • (০)
আলোচনা/মন্তব্য লিখুন :

আলোচনা/মন্তব্যের জন্য লগ ইন করুন