প্রকৃতি নারীর প্রতিপক্ষ-পূরবী বসু তাঁর রচনায় এ কথা বলেন। আসলে তাঁর কথায় নারীর প্রকৃতিপ্রদত্ত অবয়ব যেমন তাকে বাঁচায়, তেমনি তার জীবন-সংহারও করে। এটি কেমন করে সম্ভব পূরবী বসু এক অভিনব উপায়ে সেই সত্য পরিবেশন করেছেন এই গ্রন্থে কল্পনা ও বাস্তবকে মিলিয়ে; পাঠকপ্রিয় সুখপাঠ্য গল্প ও যুক্তিনির্ভর, বিজ্ঞানচিন্তাপ্রসূত সংশ্লিষ্ট বিষয়ের মনোগ্রাহী আলোচনার সম্মিলনে। পাঠক সবিস্ময়ে লক্ষ করবেন যে, পূবরী বসু নারী জীবনের জাগতিক, শারীরিক, সামাজিক, মনোজাগতিক নানা বিষয়ের কি প্রশ্নের উত্থাপন করে তার নির্মোহ বৈজ্ঞানিক আলোচনা করেন এবং শেষে ওইসব তত্ত্বের নির্যাস ভরে দেন তাঁর গল্পে। যেন প্রতিটি কল্পনাশ্রয়ী কাহিনি কি গল্পের পেছনেই প্রাত্যাহিক বাস্তবের অমোঘ উপস্থিতি। পাঠক একাধারে যেমন সত্যকে জানেন, তেমনি কল্পকাহিনির আমেজে সেই সত্যের স্পর্শে আনন্দিত হন। যৌক্তিক ভাবনা ও কল্পকাহিনির সম্মিলনে এমন একটি গ্রন্থ আগে কখনো প্রকাশিত হয়েছে বলে আমরা জানি না।
বইয়ের বিবরণ
- শিরোনাম আমার এ দেহখানি
- লেখক পূরবী বসু
- প্রকাশক বেঙ্গল পাবলিকেশন্স
- আইএসবিএন ৯৭৮৯৮৪৯০৪৭১১৭
- প্রকাশের সাল ২০১৩
- মুদ্রণ 1st Published
- বাঁধাই হার্ডকভার
- পৃষ্ঠা সংখ্যা ৪৪৭
- দেশ বাংলাদেশ
- ভাষা বাংলা
আলোর উৎস কিংবা ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।