ছেলের জন্মের সময় পার্সি দ্রিস্কলের বউ মারা গেল। দ্রিস্কলের ছেলে টম আর নিজের ছেলে চেম্বার দুজনেরই দেখাশোনা করতে হচ্ছে ক্রীতদাসী রক্সিকে। দুটো ছেলে দেখতে প্রায় একই রকম। রক্সি একদিন টমের পোশাক চেম্বারকে আর চেম্বারের পোশাক পরিয়ে দিল টমকে। দ্রিস্কলের ছেলে রক্সির এবং তার নিজের ছেলে বড় হলো দ্রিস্কলের ছেলে হিসেবে। কিন্তু অর্থ আর আভিজাত্যের মধ্যে থেকেও মানুষ হলো না চেম্বার। রক্সির এই কূটবুদ্ধি তাদের প্রত্যেকের জীবনে কী পরিণাম বয়ে এনেছে তার চমৎকার বর্ণনা আছে বিশ্ববিখ্যাত আমেরিকান লেখক মার্ক টোয়েনের এই কালজয়ী বইয়ে।
বইয়ের বিবরণ
১৮৩০ সালে মিসিসিপির তীরে গড়ে ওঠা ডসন ল্যান্ডিং শহরের ঘটনা। তখনকার মার্কিন সমাজে দাসপ্রথা কী নির্মম ছিল, সুযোগ পেলে এই দাস-দাসীরা কীভাবে প্রতিশোধ নিত, রক্সি চরিত্রটি তার জলজ্যান্ত প্রমাণ। ছেঁড়া কাঁথা থেকে তুলে রাজসিংহাসনে বসিয়ে দেওয়া সত্ত্বেও টম দ্রিস্কল নিজেকে সংশোধন করতে পারেনি, বংশগৌরব অক্ষুণ² রাখার অন্ধ মোহে তাকে প্রশ্রয় দিয়ে জজ দ্রিস্কল শেষ পর্যন্ত নিজের সর্বনাশই ডেকে আনলেন। ‘গুবরে’ উইলসন ছিলেন সবার অবহেলার পাত্র। তিনিই শেষ পর্যন্ত দুই ইতালীয় কাউন্টকে রক্ষা করলেন আর অপরাধী হিসেবে শনাক্ত করলেন চেম্বারকে। তাকে ভোলা যাবে না। ভোলা যাবে না চেম্বারের করুণ পরিণতির কথাও।
- শিরোনাম পুড্ন্হেড উইলসন
- লেখক মার্ক টোয়েন
- প্রকাশক প্রথমা প্রকাশন
- আইএসবিএন ৯৭৮৯৮৪৯২৭৪২৮৫
আলোর উৎস কিংবা ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।
মার্ক টোয়েন
জন্ম ১৮৩৫ সালের ৩০ নভেম্বর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। আসল নাম স্যামুয়েল লংহর্ন ক্লিমেন্টস। লেখক হিসেবে বিশ্বজুড়ে মার্ক টোয়েন নামে পরিচিত। ছিলেন লেখক, বক্তা, রসজ্ঞ ও পর্যটক। বিচিত্র কাজ করেছেন। মুদ্রক, নৌকার মাঝি আর খনিশ্রমিক ছিলেন। ব্যবসাও করেছেন। ছোটগল্প লিখে বিপুল খ্যাতির অধিকারী হন। কিশোরদের জন্যও লিখেছেন কালজয়ী বই অ্যাডভেঞ্চার অব টম সয়্যার, প্রিন্স অ্যান্ড পপার ও হ্যাকলবেরি ফিন। ১৯১০ সালে টোয়েন মৃত্যুবরণ করেন।