বইয়ের বিবরণ
সােভিয়েত ইউনিয়নের বিলুপ্তিতে মার্কিন যুক্তরাষ্ট্র পরিণত হয়েছে বিশ্বের একচ্ছত্র ‘অধিপতিতে'। আন্তর্জাতিক অঙ্গনে ন্যায়নীতি, আইন, বিশ্বসংস্থাকোনাে কিছুকেই এখন আর সে পরােয়া করে না। নিজ স্বার্থ উদ্ধারে যেখানে খুশি হস্তক্ষেপ করে, হামলা চালায়, উদ্যত হয় সরকার পরিবর্তনে। আর এসব করতে গিয়ে আশ্রয় নেয় নানারকম ফন্দিফিকির ও ষড়যন্ত্রের। আজ যে ইসলামী জঙ্গিবাদ সারা বিশ্বে মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, এরও জন্মদাতা মার্কিন যুক্তরাষ্ট্র। নিজের সামরিক ও অর্থনৈতিক স্বার্থেই যুক্তরাষ্ট্র বিভিন্ন সময় এ জঙ্গিবাদের জন্ম দিয়েছে। কখনও বা উসকে দিয়েছে একে। তবে ইতিহাস বলে, কারও একচ্ছত্র আধিপত্যের দিন বেশিদিন স্থায়ী হয় না। যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করে শক্তি ও ক্ষমতার মঞ্চে উঠে আসছে রাশিয়া ও চীন। আবার ফিরে আসছে স্নায়ুযুদ্ধ। আবার তৈরি হতে যাচ্ছে শক্তির ভারসাম্য।