ফ্ল্যাপে লিখা কথা
জহুর বখশের আলোচ্য ‘ইতিহাসে মুসলিম নারীরত্ন’ গ্রন্থে মধ্যযুগের ভারতীয় ইতিহাস ও জীবন থেকে চয়ন করে এমন বারো জন মুসলিম নারী চরিত্রের আখ্যান প্রস্তুত করা হয়েছে, যাঁরা মানব জীবনে উচ্চ আদর্শ ও জাতীয় গৌরব রক্ষার জন্য নিজেদের জীবন বিসর্জন দিতেও সংকোচ বোধ করেননি। এই মুসলিম নারীদের মধ্যে রাজিয়া বেগম, নূরজাহাঁ, চাঁদ সুলতানার মতো বহুল আলোচিত ঐতিহাসিক চরিত্রতো আছেনই; তেমনি সম্রাট শাহজাহাঁর দুই কন্যা জাহানআরা ও রওশন আরা, দারাশিকোর পত্নী নজীরুন্নীসা, আওরঙ্গজেবের কন্যা জেবুন্নিসা ও বাংলার নবাব সিরাজুদ্দৌলার পত্নী লুৎফুন্নিসার মতো নারীরাও তাঁদের সামাজিক ব্যাক্তিত্ব নিয়ে উদ্ভাসিত হয়ে উঠেছেন। এদের ছাড়াও গুলশান, রুপবতী বেগম ও বিদরের বেগমের ন্যায় সেই মুসলিম নারীরাও আমাদের জ্ঞান পরিধির আওতায় ভুক্ত; যাদের নাম ইতিহাসের মোটা মোটা কিতাবগুলোতে লিপিবদ্ধ হতে পারেনি; কিন্তু তারা বোধ স্মৃতির অনেক গভীরে চির স্থায়ীভাবে অঙ্কিত হয়ে আছেন।এই নারীদের আখ্যান প্রস্তুত করতে গিয়ে লেখক যেমন বৃত্তান্ত ও লোক মনোরঞ্জনকে প্রথম শর্ত বলে গ্রহণ করেছেন, সেখানেও তিনি এ কথা স্মরণ রেখেছেন যে, এ প্রসঙ্গে এ গ্রন্থের পাঠকদের যারা জাতীয় জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ , তাদেরও কিছু ঋণ আছে। এজেন্য ঐতিহাসিক তথ্যাবলি থেকে তিনি কোনো কিছুই ত্যাগ করেনি। আবার তিনি অতীতের আলোকে বর্তমানের প্রতিও মনোযোগ নিবন্ধ করেছেন।
বইয়ের বিবরণ
- শিরোনাম ইতিহাসে মুসলিম নারীরত্ন
- লেখক মুহম্মদ জালালউদ্দীন বিশ্বাস (অনুবাদক)
- প্রকাশক বাংলাপ্রকাশ
- বাঁধাই হার্ডকভার
- পৃষ্ঠা সংখ্যা ১২৮
- দেশ বাংলাদেশ
- ভাষা বাংলা
আলোর উৎস কিংবা ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।