ছােটগল্পের উৎসমূল থেকে আধুনিক এবং উত্তরাধুনিক হয়ে ওঠার জার্নিটা উঠে এসেছে মূল টেক্সটসহ পাঠে-বিশ্লেষণে। এ ধরনের বই বিদেশে কিছু থাকলেও বাংলাদেশে এই প্রথম। ছােটগল্পের একাডেমিক পাঠের পাশাপাশি গল্পকারদের আত্ম-উপলব্ধির জন্য বইটি গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হতে পারে। সাহিত্য-সমালােচকদের পাশাপাশি সাহিত্যের রসাস্বাদনে পাঠকমাত্রই বইটি পড়ে উপকৃত হবেন। যে ২৬টির মতাে গল্প পাঠসহ উপস্থাপন করা হয়েছে, বিশ্বসাহিত্যে ছােটগল্পের আঙ্গিক, উপস্থাপনা ও বিষয়বৈচিত্র্যের বাকবদল ধরতে গেলে এই গল্পগুলাের পাঠ উপকারী হবে। শুধু গল্পের বিবেচনাতেই এক সংকলনেই এত বিচিত্র ধরনের গল্পের সাক্ষাৎ পাঠক আর কোনাে গ্রন্থে পাবেন না। একজন গল্পকারকে ভালাে করে জানতে হলে তার লেখার প্রবণতা, গল্পবিষয়ক ভাবনা ও গল্পপাঠ অপরিহার্য। এখানে সেভাবেই কনটেন্ট সাজানাে হয়েছে। তবে বইটির মূল উদ্দেশ্য কোনাে বিশেষ গল্পকারকে বা গল্পকে পাঠ করা নয়, ছােটগল্পকে জানা— এর নানা চেহারা ও রূপের বহুতল অন্বেষণ করা।
বইয়ের বিবরণ
- শিরোনাম পাঠে বিশ্লেষণে বিশ্বগল্প: ছোটগল্পের শিল্প ও রূপান্তর
- লেখক মোজাফফর হোসেন
- প্রকাশক পাঞ্জেরী পাবলিকেশন্স
- আইএসবিএন ৯৭৮৯৮৪৬৩৪২৪৯৯
- মুদ্রণ 1st Published, 2019
- বাঁধাই Hardcover
- পৃষ্ঠা সংখ্যা ৪৪৮
- দেশ বাংলাদেশ
- ভাষা বাংলা
আলোর উৎস কিংবা ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।

মোজাফফর হোসেন
কথাশিল্পী-প্রাবন্ধিক ও অনুবাদক মোজাফ্ফর হোসেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে উচ্চশিক্ষা গ্রহণ করে সাংবাদিকতা দিয়ে কর্মজীবন শুরু করেন। বর্তমানে বাংলা একাডেমির অনুবাদ উপবিভাগে কর্মরত। প্রধানত ছোটগল্পকার। পাশাপাশি সাহিত্য সমালোচক ও অনুবাদক হিসেবেও তাঁর পরিচিতি আছে। ‘অতীত একটা ভিনদেশ’ গল্পগ্রন্থের জন্য তিনি এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ কথাসাহিত্য পুরস্কার, ‘স্বাধীন দেশের পরাধীন মানুষেরা’ গল্পগ্রন্থের জন্য আবুল হাসান সাহিত্য পুরস্কার ও ‘তিমিরযাত্রা’ উপন্যাসের জন্য কালি ও কলম সাহিত্য পুরস্কার অর্জন করেছেন। এছাড়াও ছোটগল্পের জন্য তিনি অরণি সাহিত্য পুরস্কার ও বৈশাখি টেলিভিশন পুরস্কারে ভূষিত হন। ছোটগল্প নিয়ে তাঁর ‘পাঠে বিশ্লেষণে বিশ্বগল্প’ বইটি বাংলা সাহিত্যে অনন্য সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে। ই-মেইল: mjafor@gmail.com