মে ১৭, ২০১৪। আমাকে আমন্ত্রণ জানানো হয় অস্টিনের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার জন্যে। যদিও আমি একসময় সেখানকারই ছাত্র ছিলাম, কিন্তু ভয় হচ্ছিল সেখানকার ছাত্রছাত্রীরা আমার কথা পছন্দ করবেন কি না। হাজার হোক, একজন মিলিটারি অফিসারের জীবন, যুদ্ধে-কষ্টে ভরপুর। কিন্তু অবাক করে দিয়ে, আমার
সে বক্তব্য সবাই খুব ভালোভাবে গ্রহণ করলেন। সেখানে মূলত আমার
সিল জীবনের দশটা মূল্যবান শিক্ষা নিয়ে কথা বলেছি। যেগুলো শুনে আপাতদৃষ্টিতে মনে হতে পারে যে, নিয়মগুলো শুধু সিল প্রশিক্ষণের জন্যই খাটবে। তবে সত্যি বলতে যে কারো জীবনের নানান ক্ষেত্রে প্রয়োগ করার মতো অনেক কিছুই সেখানে ছিল। গত তিন বছরে এমন অনেকের সাথে আমার দেখা হয়েছে, যারা আমার সাথে তাদের জীবনের গল্প ভাগাভাগি করেছেন, বলেছেন হাঙরের ভয়ে পালিয়ে না আসার গল্প, হাল না ছেড়ে দেওয়ার বা ঘণ্টা না বাজানোর গল্প। বলেছেন প্রতিদিন সকালবেলা ঠিকঠাক বিছানা গুছানোর অভ্যাস কীভাবে কঠিন সময় পাড়ি দিতে সাহায্য করেছে, তার গল্প। প্রত্যেককেই কৌতূহলী মনে হয়েছিল। জানতে চেয়েছিল আমার জীবনে এই দশটি শিক্ষার প্রভাব এবং এসবকে কেন্দ্র করে চারদিকে থাকা মানুষগুলো সম্পর্কে, আরও বিস্তৃতভাবে। এই বই সে উদ্দেশ্যকে সফল করার একটা প্রচেষ্টা। বইটির দশটি ভিন্ন ভিন্ন অধ্যায়ে শিক্ষার পাশাপাশি ছোটো ছোটো গল্পও তুলে ধরা হয়েছে। আলোকপাত করা হয়েছে সে সময়ে আমার চারদিকে থাকা মানুষগুলো, তাদের অধ্যবসায় এবং সাহসিকতা সম্পর্কে। আশা করি ছোট্ট বইটা আপনাদের কাছে উপভোগ্য হবে।
উইলিয়াম এইচ. ম্যাকরাভেন
বইয়ের বিবরণ
- শিরোনাম মেইক ইয়োর বেড
- লেখক ইউসুফ মুন্না, উইলিয়াম এইচ ম্যাক্রভেন (অনুবাদক)
- প্রকাশক জ্ঞানকোষ প্রকাশনী
- মুদ্রণ 1st published 2022
- বাঁধাই Hardcover
- পৃষ্ঠা সংখ্যা 96
- দেশ বাংলাদেশ
- ভাষা বাংলা
আলোর উৎস কিংবা ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।

ইউসুফ মুন্না
ইউসুফ মুন্না। জন্ম দক্ষিণের দ্বীপ মাতরবাড়িতে। আর বেড়ে ওঠা চট্রগ্রামে। চট্রগ্রাম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শেষে খুলনা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগে স্নাতক করছেন। বছর-সেএতক আগে ব্লগিংয়ের মাধ্যমে মূলধারায় লেখালেখির শুরু। পরবর্তীতে বেশ কয়েক বছর চট্রগ্রামের একটি স্থানীয় দৈনিকের বিজ্ঞান পাতায় লিকেছেন। বর্তমানে সমসাময়িক বিষয়াবলি নিয়ে একটি ইংরেজি দৈনিকে নিবন্ধ লিখেন। পাশাপাশি প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হিসেবে যুক্ত আছেন কিশেঅরভিত্তিক সৃজনশীল প্ল্যাটফর্ম Reflective Teens-এ মেইক ইয়োর বেড লেখকের দ্বিতীয় অনুবাদকৃত বই।