দুই পর্বে আমাদের ভাষা আন্দোলন (১৯৪৮ ও ১৯৫২) টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। কোথায় কীভাবে এই আন্দোলনের সূচনা হয়েছিল, কারা কীভাবে এতে অংশ নিয়েছিলেন বা বিরোধিতা করেছিলেন, কারা কতভাবে নির্যাতিত হয়েছিলেন, কীভাবে দেশের প্রত্যন্ত অঞ্চল অবধি এই আন্দোলন ছড়িয়ে পড়েছিল, ভাষাসৈনিক ও গবেষক আহমদ রফিক এ বইয়ে তারই নির্মোহ বিবরণ তুলে ধরেছেন। এ বই গবেষকদের যেমন, তেমনি ভাষা আন্দোলন সম্পর্কে আগ্রহী তরুণ পাঠকদের জন্যও অবশ্যপাঠ্য বিবেচিত হবে
বইয়ের বিবরণ
আমাদের ভাষা আন্দোলন ও পূর্বাপর ঘটনাপ্রবাহের একজন নেতৃস্থানীয় শরিক ও সাক্ষী আহমদ রফিক। দুই পর্বের ভাষা আন্দোলন দেশের কোথায় কীভাবে ঘটেছে, কাদের উদ্যোগে তা সংঘটিত হয়েছে, কোথায় কারা কীভাবে তাতে বাধা দিয়েছে, ছাত্রছাত্রীদের অংশগ্রহণের পাশাপাশি নারীসহ সমাজের নানা স্তরের মানুষ কতভাবে তাতে সাহাঘ্য-সহযোগিতা করেছে, কারা জেল-জুলুম সয়েছে, কাদের প্রচেষ্টায় দেশের প্রত্যন্ত অঞ্চল অবধি এই আন্দোলন ছড়িয়ে পড়েছে, সমসাময়িক পত্রপত্রিকা ও নানা দলিল-দস্তাবেজ ঘেঁটে তার একটি তথ্যনিষ্ঠ বিবরণ লিপিবদ্ধ করেছেন তিনি এ বইয়ে। তিনি প্রচলিত প্রতিটি ধারণাকে যাচাই করেছেন এবং এ বিষয়ে প্রচলিত ভুল বা বিভ্রান্তিকর তথ্যগুলো বর্জন করেছেন। ভাষা আন্দোলনকালীন দেশের প্রধান-অপ্রধান ৫৬টি অঞ্চলে সংঘটিত ঘটনাপ্রবাহের অনুপুঙ্খ বিবরণ পাওয়া যাবে এই বইয়ে।
- শিরোনাম ভাষা আন্দোলন: টেকনাফ থেকে তেঁতুলিয়া
- লেখক আহমদ রফিক
- প্রকাশক প্রথমা প্রকাশন
- আইএসবিএন ৯৭৮৯৮৪৫২৫০৩৯৯
আলোর উৎস কিংবা ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।

আহমদ রফিক
জন্ম ১২ সেপ্টেম্বর ১৯২৯ কুমিল্লার শাহবাজপুরে। ঢাকা মেডিকেল কলেজ থেকে চিকিৎসাবিজ্ঞানে স্নাতক। বায়ান্নর ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক। প্রাবন্ধিক, কবি ও কথাশিল্পী। উল্লেখযোগ্য প্রবন্ধগ্রন্থ: ভাষা আন্দোলনের স্মৃতি ও কিছু জিজ্ঞাসা, আরেক কালান্তর, রবীন্দ্রভবনে পতিসর, ভাষা আন্দোলন, দেশভাগ: ফিরে দেখা ইত্যাদি। পেয়েছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার, রাষ্ট্রীয় পুরস্কার একুশে পদক। কলকাতার টেগোর রিসার্চ ইনস্টিটিউট থেকে পেয়েছেন ‘রবীন্দ্রতত্ত্বাচার্য্য’ উপাধি।