১৭৬.০০ টাকা ২০% ছাড় ২২০.০০ টাকা

আমি যুদ্ধে চলে যাচ্ছি। তোমাদের বললে তোমরা কিছুতেই রাজি হতে না। তাই না বলেই গেলাম। ২৫ মার্চ রাতে আমি নিজের চোখে মারা যেতে দেখেছি বাবুর আব্বাকে। দেখেছি, জগন্নাথ হলের মাঠে কীভাবে ছাত্রদের লাশ পড়ে ছিল। কীভাবে বস্তিতে আগুন দিয়ে বাচ্চা ছেলেমেয়েদেরও পুড়িয়ে মারা হয়েছে। এরপর আর ঘরে থাকার কোনো মানে হয় না। তোমরা শান্ত থাকবে। এই চিঠি পুড়িয়ে ফেলবে। আমার জন্য দোয়া করবে। তমাল ও বন্যাকে আদর জানাবে। তোমাদের জন্য আমি দোয়া করব। যদি বাঁচি, ইনশা আল্লাহ দেশ স্বাধীন করেই ফিরব। তখন যদি বেঁচে থাকি, তাহলে দেখা হবে। 
 

সংগ্রহে আছে পছন্দের তালিকায় রাখুন

বইয়ের বিবরণ

বাদল, মাহবুব আর বাবু—তিন কিশোর। বাদল আর মাহবুব স্কুলে পড়ে, থাকে চানখাঁরপুলের সরকারি কোয়ার্টারে। তাদের বাড়ির সামনে একটা দোকানে কাজ করে বাবু। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি সৈন্যরা যখন ট্যাংক-কামান নিয়ে বাঙালিদের ওপরে ভয়াবহ আক্রমণ চালায়, তখন বাবুর চোখের সামনে মারা যায় তার আব্বা। গুলিবিদ্ধ হয় বাবুও। বাবু সুস্থ হয়ে উঠলে তিন কিশোর সিদ্ধান্ত নেয় পালিয়ে চলে যাবে যুদ্ধে। অবরুদ্ধ ঢাকা থেকে ভারতের আগরতলা—যাত্রাপথে পদে পদে বিপদ। মুক্তিযোদ্ধা ট্রেনিং ক্যাম্পে ভয়াবহ কঠোর প্রশিক্ষণ। তারপর সম্মুখযুদ্ধ আর গেরিলা অপারেশন। পাকিস্তানি সৈন্যদের দখলে থাকা একটা রেলস্টেশন শত্রুমুক্ত করতে তিন কিশোরকে এক ভয়াবহ অভিযানে যেতে হচ্ছে! শ্বাসরুদ্ধকর সেই অভিযানে কী ঘটে শেষ পর্যন্ত? 

আলোর উৎস কিংবা ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।

আনিসুল হক

জন্ম ৪ মার্চ ১৯৬৫, নীলফামারী। শৈশব ও বাল্যকাল কেটেছে রংপুরে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক। কবিতা, গল্প, উপন্যাস, রম্যরচনা, ভ্রমণকাহিনি, শিশুসাহিত্য—সাহিত্যের নানা শাখায় সক্রিয়। প্রথমা থেকে প্রকাশিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সে সময়ের মানুষদের নিয়ে তাঁর লেখা উপন্যাসের ছয়টি পর্ব—‘যারা ভোর এনেছিল’, ‘উষার দুয়ারে’, ‘আলো-আঁধারের যাত্রী’, ‘এই পথে আলো জ্বেলে’, ‘এখানে থেমো না’ ও ‘রক্তে আঁকা ভোর’। পেয়েছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারসহ বেশ কয়েকটি পুরস্কার। তাঁর বই বিভিন্ন ভাষায় অনূদিত ও প্রকাশিত হয়েছে দেশ-বিদেশে।

এই লেখকের আরও বই
এই বিষয়ে আরও বই
আলোচনা ও রেটিং
০(০)
  • (০)
  • (০)
  • (০)
  • (০)
  • (০)
আলোচনা/মন্তব্য লিখুন :

আলোচনা/মন্তব্যের জন্য লগ ইন করুন