বইয়ের বিবরণ
- শিরোনাম পদতলে চমকায় মাটি
- লেখক সুহান রিজওয়ান
- প্রকাশক ঐতিহ্য
- আইএসবিএন ৯৭৮৯৮৪৭৭৬৪৭৩৩
- মুদ্রণ 1st Published, 2019
- বাঁধাই Hardcover
- পৃষ্ঠা সংখ্যা ৩৭৮
- দেশ বাংলাদেশ
- ভাষা বাংলা
আলোর উৎস কিংবা ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।
আলোচনা/মন্তব্যের জন্য লগ ইন করুন

Edward Rony
১২ Feb, ২০২৩ - ১২:৩৭ AM
" কর্পোরেট কালচারে একুশে ফেব্রুয়ারির উৎসবমুখর হয়ে ওঠার মতোই বৈসাবির লাইভ সম্প্রচারে চাপা পড়ে যাচ্ছে পাহাড়ের গণহত্যার ইতিহাস। পানছড়ি জেনোসাইড বা লংগদু গণহত্যা আজকাল কে মনে রাখে? ভূষণছড়ায় যে শান্তিবাহিনীর আক্রমণে নিহত হয়েছিল বহু বাঙালি এবং তার প্রতিক্রিয়ায় পালটা আক্রমণে যে বহু আদিবাসীকেও মারা হয়েছিল, এ বিষয়গুলো আজকাল উপেক্ষিত। হায় রে প্রজন্ম, তোরা প্যালেস্টাইন চিনলি, সিরিয়া চিনলি - কিন্তু লোগাং চিনলি না! " পার্বত্য চট্টগ্রাম নিয়ে আমার বরাবরই অনেক আগ্রহ আছে। বিশেষ করে আমাদের আদিবাসীর সাথে যে অন্যায় হয়ে আসছে, সেটা বারবারই আমাকে পাকিস্তানি শাসন আর শোষনের চিত্র দেখায়। আবার এর পাশাপাশি, ফুটবল-ক্রিকেট বা অন্য যে কোন খেলাধুলা বিষয়ক যে কোন কিছুই আমার প্রচন্ড অপছন্দের বিষয়। এই প্রচন্ড পছন্দ আর অপছন্দেন দুইটি বিষয়কে মূখ্য করে রচিত সুহান রিজওয়ানের "পদতলে চমকায় মাটি"। উপন্যাসের একদিকে রয়েছে একজন খ্যাপাটে ফুটবলার কোচ। যে ঘরোয়া ফুটবলে অবহেলার শিকার হয়েছে ম্যাচ ফিক্সিং এর মত বিষয়ের সাথে আপোস না করায়। এরপর নিজেকে উৎসর্গ করেছে ফুটবলের জন্য। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে খুঁজে এনেছে তুখোড় ফুটবলার কে। আর শুধু মেধার জোর দিয়েই এগিয়ে গেছে অনেক দূর। অন্যদিকে তরুন যুবক, রিসার্চ ফার্মের এক প্রজেক্টে পার্বত্য অঞ্চলের বিভিন্ন অঞ্চলে ঘুরতে ঘুরতে আবিষ্কার করে পাহাড়িদের উপর করা নানা অন্যায়, অত্যাচার আর শোষণের কাহিনী। স্বাধীনতার পরে আশির দশকেও যে এদেশে গণহত্যার মত ঘটনা ঘটেছে, অথচ আমরা সমতলের মানুষ যে সেটা জানি না তা চোখে আঙ্গুল দিয়ে দেখানো হয়েছে। বলা হয়েছে সেই সব রাজনৈতিক ভুল সিদ্ধান্তের কথা যার কারণে হাজার হাজার গরীব বাঙালিকে সেটেলার হিসেবে পাহাড়ে এনে আদিবাসীদের মুখোমুখি দাঁড়করিয়ে দেওয়া হয়েছে তাদের কথা। সংবাদ পত্র, টেলিভিশনের পর্দা আর আমাদের রাজনৈতিক নেতাদের গাল গল্পের বাইরে এসে পাহাড়ের বাস্তবতার এক চিত্র খুবই স্পষ্টভাবে প্রকট হয়ে ফুটে উঠেছে এই উপন্যাসে। আগেই বলেছি, ফুটবল আর এ সম্পর্কিত কিছু বিষয় বেশ বিস্তর ভাবে ফুঁটে উঠেছে এই উপন্যাসে। যেহেতু আমি খেলার তেমন ভক্ত না, তাই ঐ চ্যাপ্টার গুলো কিছুটা একঘেঁয়ে লেগেছে। অন্যদিকে, পার্বত্য এলাকার চ্যাপ্টার গুলো অনেক ভাল লেগেছে। পাহাড়ের কিছু চ্যাপ্টার আরেকটু গুছিয়ে লেখা যেত, তবে যতটুকু বলা হয়েছে সেটাও বেশ ভাল। তবে আমার যেটা খারাপ লেগেছে সেটা হচ্ছে হঠাৎ করে উপন্যাসের শেষ হয়ে যাওয়া। প্রথমদিকে বেশ ধিমে তালে, স্লোলি এগিয়েছে কাহিনি। মাঝের দিকে কাহিনি স্বাভাবিক গতি নিলেও শেষটা হুট করে এসে গেল বলে মনে হয়েছে। শেষ করার গতিটা প্রথমদিকের সাথে সামঞ্জস্যপূর্ণ মনে হয়নি আরকি। সব মিলিয়ে ভাল লেগেছে। সবচে বড় কথা উপভোগ্য ছিল লেখাটা। #প্রথমাডটকম_কথাপ্রকাশ_বই_রিভিউ_প্রতিযোগিতা