মেঘনাদ সাহা বিপ্লবী পদার্থবিজ্ঞানী

লেখক: প্রদীপ দেব

বিষয়: বিজ্ঞান

২২৫.০০ টাকা ২৫% ছাড় ৩০০.০০ টাকা

বইয়ের বিবরণ

অজপাড়াগাঁয়ের এক মুদি দোকানির ছেলে। ঠিকমতো খেতেই পায় না, বিজ্ঞানী হওয়ার স্বপ্ন দেখা তো আরও দূর অস্ত। সেই ছেলেই যে একদিন বদলে দেবে জ্যোতির্বিদ্যার ইতিহাস, কে ভেবেছিল এমনটা? কারও ভাবনায় কিছু আসে যায় না, লক্ষ্য যার অটুট, পরিশ্রমে যাঁর পিছপা নেই, তিনিই তো দারিদ্র্যকে উপহাস করে, হাজারও প্রতিবন্ধকতা জয় করে লক্ষ্যের উচ্চশিখরে আরোহণ করবেন। বিজ্ঞানী মেঘনাদ সাহার প্রথম জীবনের পথটাতে প্রতি পদে পদে ছিল কাঁটা বিছানো। অদম্য ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রমে সেসব কাঁটা সরিয়ে নিজেকে বসিয়েছিলেন দেশসেরা ছাত্রত্বের আসনে। ঢাকার স্কুলজীবন পেরিয়ে পরে ভর্তি হয়েছিলেন কলকতার বিখ্যাত প্রেসিডেন্সি কলেজে। পেয়েছিলেন জগদীশচন্দ্র বসু, প্রফুল্ল চন্দ্র রায়, সিভি রমনের মতো বিখ্যাত বিজ্ঞানীদের সান্নিধ্য। শৈশবে খেতে না পাওয়া, গরু চরিয়ে বেড়ানো ছেলেটিই পরে বিজ্ঞান গবেষণার সুযোগ পেয়েছেন, তাঁর হাতেই গড়ে উঠেছে ভারতবর্ষের পদার্থবিজ্ঞানচর্চার ভিত।

সত্যিই কেমন ছিল মেঘনাদ সাহার জীবন, কেমন করে শত প্রতিকূলতার বাঁধা ডিঙিয়ে হয়ে উঠলেন আধুনিক জ্যোতিঃপদার্থবিদ্যার জনক? বিজ্ঞানীই তাঁর একমাত্র পরিচয় নয়। ‌মেঘনাদ সাহা: বিপ্লবী পদার্থবিজ্ঞানী বইয়ের লেখক প্রদীপ দেব মেঘনাদকে বৈজ্ঞানিক সত্তার পাশাপাশি তাঁর বিপ্লবী জীবনের ছবি তুলে এনেছিলেন। বিপ্লবী মেঘনাদের জন্ম হয়েছিল সেই স্কুলজীবনে, যার জন্য তাঁকে বহিষ্কার হতে হয়েছিল স্কুল থেকে। সেদিন যে বিপ্লবের বীজ রোপিত হয়েছিল মেঘনাদের শিশুমনে, সেই বিপ্লবী সত্তাটাই পরবর্তী জীবনে মেঘনাদকে রাজনীতিতে নিয়ে আসে। বিজ্ঞান সংগঠকের পাশাপাশি বিজ্ঞানমনস্ক সমাজ গঠনে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখেন নিজে রাজনৈতিক পদে নির্বাচিত হয়ে।

বাংলা ভাষায় বাংলাদেশি বিজ্ঞানীদের নিয়ে পূর্ণাঙ্গ বই হাতে গোনা কয়েকটা মাত্র। মেঘনাদ সাহাকে নিয়ে পূর্ণাঙ্গ বই বাংলাদেশে বলতে গেলে ছিলই না। অবিনাশ মেঘনাদ সাহা নামে একটা বই অবশ্য লিখেছেন পশ্চিমবঙ্গের লেখক অত্রি মুখোপাধ্যায়। বইটি প্রকাশ করে পশ্চিমবঙ্গের ‘অনুষ্টুপ’ প্রকাশনা সংস্থা। তবে বাংলাদেশে মেঘনাদ সাহাকে নিয়ে একটা বই প্রকাশ হওয়া সময়ের দাবি ছিল। বিজ্ঞানপ্রিয় পাঠকের সেই দাবির প্রতি সম্মান জানিয়ে বিজ্ঞান লেখক প্রদীপ দেব ২০১৮ সালের লেখেন মেঘনাদ সাহা: বিপ্লবী পদার্থবিজ্ঞানী নামের বইটি। নিছক জীবনীর নিগড়ে লেখক বইটিকে আবদ্ধ রাখেননি। বরং গল্পের ঢঙে লেখা বইটিতে যেমন মেঘনাদ সাহার বিচিত্র জীবনকাহিনি উঠে এসেছে। তেমনি তাঁর বৈজ্ঞানিক কর্মকাণ্ড, তার পেছনের বিজ্ঞানগুলোও লেখা হয়েছে সবার বোধগম্য করে। তাই পাঠক এই বই পড়তে গিয়ে মেঘনাদের বৈজ্ঞানিক, সামাজিক ও রাজনৈতিক জীবনের সন্ধান যেমন পাবেন, তেমনি সাহা ইকুয়েশন কী, তাপীয় আয়নন জ্যোতিঃপদার্থবিদ্যায় কী ভূমিকা রাখে, তা–ও পাবেন জনপ্রিয় বিজ্ঞানের আদলে।

 

  • শিরোনাম মেঘনাদ সাহা বিপ্লবী পদার্থবিজ্ঞানী
  • লেখক প্রদীপ দেব
  • প্রকাশক মীরা প্রকাশন
  • প্রকাশের সাল ২০১৮
  • মুদ্রণ 1st Published
  • বাঁধাই হার্ডকভার
  • পৃষ্ঠা সংখ্যা ১৭৬
  • দেশ বাংলাদেশ
  • ভাষা বাংলা

আলোর উৎস কিংবা ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।

এই লেখকের আরও বই
এই বিষয়ে আরও বই
আলোচনা ও রেটিং
০(০)
  • (০)
  • (০)
  • (০)
  • (০)
  • (০)
আলোচনা/মন্তব্য লিখুন :

আলোচনা/মন্তব্যের জন্য লগ ইন করুন