বইয়ের বিবরণ
- শিরোনাম কবি
- লেখক হুমায়ূন আহমেদ
- প্রকাশক কাকলী প্রকাশনী
আলোর উৎস কিংবা ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।
আলোচনা/মন্তব্যের জন্য লগ ইন করুন
User
১৭ Feb, ২০২৩ - ৪:২২ PM
"একজন মানুষকে সত্যিকারভাবে জানার উপায় হচ্ছে, তার স্বপ্নটা জানা …" স্যারের বেশিরভাগ উক্তি এতো বেশি অমোঘ সত্যতা ধারণ করে, বলার মতো না। সত্যিই তো! স্বপ্ন জানলেই তো একজন মানুষ সম্পর্কে অনায়াসে জানা যায় … . জনা তিনেক কবি, তাদের জীবনযাপন আর তাদের আশেপাশের মানুষদের নিয়ে উপন্যাস কবি। একজন আতাহার। আটপৌরে জীবন যাপন তার … চাকরির খোঁজে হন্যে হয়ে ঘোরা বেকার যুবক। ভালো কবিতা লিখলেও তার কবিতা কখনো পত্রিকায় ছাপা হয় না … বড়লোক বন্ধু সাজ্জাদের বোন তাকে খুব করে ভালোবাসলেও বলার সাহস পায় না। বরং তার সামনে মেয়েটা সেজেগুজে এলেও উল্টাপাল্টা কথা বলে মেয়েটাকে কষ্ট দিয়ে ফেলে মনের অজান্তেই … . একজন সাজ্জাদ। বড়লোক বাপের ছেলে … গ্র্যাজুয়েশন শেষ হয়ে যাওয়ারর পর যেখানে অনায়াসে খুব ভালো চাকরি করে স্বনির্ভর হতে পারে, সেখানে সেও পড়ে থাকে কবিতা নিয়ে। নিজে তো কবিতা লেখেই, বিখ্যাত সব কবিতা ভাষান্তর ও করে। প্রকাশকের সাথে তার মুখে মুখে খুব দহরমমহরম হলেও … ভিতরে টিপিক্যাল প্রকাশকের মতোই … সাজ্জাদ ভালোবাসে এমন এক রহস্যময় মেয়েকে, যে জীবিকার তাড়নায় অসম্ভব এক কাজ করে বেড়ায় … . এক মজিদ। খাতার পর খাতা ভর্তি করে লেখা কবিতার কবি হুট করে সব ছেড়েছুঁড়ে মফস্বলে চলে যায় কলেজে চাকরি পেয়ে। লেখার খাতা যেন শিকেয় তোলে। মজিদের দুই বন্ধু আতাহার আর সাজ্জাদ তাকে ফিরিয়ে আনার চেষ্টা করলেও, সে ফেরে না। কারণ সে সেই অখ্যত মফস্বলে অন্য এক কবিতা পেয়ে গেছে। . আরোও কিছু টুকরো টুকরো গল্পের সমন্বয়ে উপন্যাস - কবি . পাঠ প্রতিক্রিয়া উপন্যাসের শুরুটা খুবই বিরক্তিকর লেগেছে আমার কাছে। মনে মনে ভাবছিলাম, হুমায়ূন আহমেদের উপন্যাস আবার বিরক্তিকরও হয়!!! বিরক্তি লাগার কারণ হলো কবিতা। কবিকে নিয়ে লেখা উপন্যাসে কবিতা থাকবে, সেটা খুব স্বাভাবিক। . কিন্তু আমার যে কবিতা পছন্দ নয়! একজন সাহিত্যপ্রেমী হিসেবে এটা যে খুব ভয়াবহ অপরাধের পর্যায়ে পড়ে, সেটা আমি জানি। কিন্তু তবুও আমার যে কিছু করার নাই। পাঠ্যবইয়ের কবিতা ছাড়া আমি হাতে গোনা কিছু কবিতা পড়েছি। তাও হয়ত ঠেকায় বেঠেকায় পড়ে। ছোটবেলায় বান্ধবীকে দেখতাম, কোথাও সুন্দর কিছু পঙক্তি দেখলেই ডায়েরীর পাতায়, টেবিলের কাঠে, এখানে সেখানে লিখে রাখত। ওর অতি আগ্রহ কপি করার জন্য আমিও চেষ্টা করতাম কবিতা পড়তে। কবিতাকে ভালোবাসতে। হয়নি কখনো। . কবি উপন্যাসটা পড়ছিলাম কবিতাগুলি এড়িয়ে। "কবি" উপন্যাসের কবিতাগুলো খুব খটমটে! কিন্তু বোনের বিয়েতে জাগতিক বস্তুগত কিছুই দিতে না পারা আতাহারের বাড়িয়ে দেওয়া চিরকুটের কবিতাটা আমি এড়িয়ে যেতে পারিনি। ওটা পড়ে মিলির মতোই কেঁদে ফেলেছি। দুপুরে বন্ধু জিজ্ঞেস করছিল, হুমায়ূন আহমেদের কোন লেখা পড়ে আমি কেঁদেছি। ওকে বলা হয়নি, স্যারের প্রায় সবগুলি বই পড়ার কোন না কোন সময়ে আমার চোখে জল এসেছে। সেই অশ্রু কখনো চোখ থেকে গড়িয়ে পড়েনি, চোখেই মরে গেছে। . হুমায়ূন আহমেদের সেরা উপন্যাসের মধ্যে প্রথম দিকেই থাকবে, কবি। . বই পরিচিতি নাম: কবি লেখক : হুমায়ূন আহমেদ পৃষ্ঠা : ২৭৮ মূল্যঃ ৩০০ টাকা প্রকাশনী : কাকলি প্রকাশনী প্রচ্ছদ : ধ্রুব এষ ক্যাটাগরি : সমসাময়িক প্রকাশকাল: ফেব্রুয়ারি ১৯৯৬ #প্রথমাডটকম_কথাপ্রকাশ_বই_রিভিউ_প্রতিযোগিতা