বইয়ের বিবরণ
“এখানে কি করছেন আপনি?', অন্ধকারের ভেতর থেকে। একটা গলার আওয়াজ শুনতে পেলাম মানুষটাকে খুজলাম। কিছুই দেখা যাচ্ছে না। “এখানে আপনার আসার কথা ছিল না। কে কথা বলছে? কতক্ষণ ধরে দৌড়াচ্ছি? কিছুই বুঝতে পারছি না। পা ধরে আসতে শুরু করেছে। হঠাৎ হুড়মুড় করে গড়িয়ে নিচের দিকে পড়ে গেলাম। নাকে ঘাসের গন্ধ এসে লাগছে। সােজা হয়ে উঠে দাড়াতে বিশাল মাঠ দেখতে পেলাম। মাঠের শেষ মাথায় গাঢ় অন্ধকার। পেছনে সিড়ি উঠে গিয়েছে বিশাল। এক রাজবাড়ির দরজার দিকে। এখানে কি করছেন আপনি?', আবারও সে গলার আওয়াজ শুনতে পেলাম। এদিকে এসাে', তাদের একজন বলল। প্রচণ্ড শব্দ করে সিঁড়ি দিয়ে নামতে শুরু করলাে মানুষগুলাে। উল্টো দিকে দৌড়াতে শুরু করলাম। মাঠের শেষ প্রান্তের অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছি। পেছনে ফিরে তাকাচ্ছি।
কিন্তু অসংখ্য মানুষের দাপাদাপির শব্দ শােনা যাচ্ছে। মাঠের শেষ প্রান্তে অন্ধকারের মুখে এসে থমকে গেলাম। সামনে আর কিছু নেই। পায়ের নিচে মাটি থমকে গিয়েছে। সামনে হাত বাড়িয়ে দেখলাম, কিছুই নেই। এটা বাস্তব হতে পারে না। নিজেকে বুঝ দিলাম লাফ দিবাে? যদি স্বপ্ন না হয়ে থাকে? তখন কি হবে? কিন্তু তারা ধরে ফেলবে তাে। দীর্ঘশ্বাস নিয়ে এক পা এগিয়ে দিলাম সামনের দিকে। সাথে সাথে ডুবে গেলাম গাঢ় অন্ধকারে। নিচের দিকে পড়ছি। কেমন ভারি লাগছে শরীর। বুকের ভেতরটা যেন। কেউ খামচে ধরেছে। চোখ দুটো ফেটে বের হয়ে আসতে চাইছে মাথা থেকে। আমি কি মারা যাবাে?
- শিরোনাম রাসেল
- লেখক আবরার আবীর
- প্রকাশক আফসার ব্রাদার্স
- আইএসবিএন ৯৭৮৯৮৪৮০১৮৪৭৭
- প্রকাশের সাল ২০২০
- মুদ্রণ 1st Published
- বাঁধাই হার্ডকভার
- পৃষ্ঠা সংখ্যা ১৩৬
- দেশ বাংলাদেশ
- ভাষা বাংলা
আলোর উৎস কিংবা ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।