"সংকটের নানা চেহারা" বইটি সম্পর্কে কিছু কথাঃ
এই গ্রন্থের অন্তর্ভুক্ত রচনাসমূহ নানাসাপ্তাহিক ও দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছিল । ‘ফারাক্কা ষড়যন্ত্রের নানান মাত্রা', 'মাওলানা ভাসানী : ফারাক্কা এবং গৃহদাহের রাজনীতি’ ‘মাদ্রাসা শিক্ষার কথা’ এবং ‘অমৃতভাণ্ড : মাইজভাণ্ডার’ এই চারটি রচনা সাপ্তাহিক ‘রােববার’ পত্রিকায় প্রকাশিত হয়েছিল।
রােববারের নির্বাহী সম্পাদক সৈয়দ তােসারফ আলী সাহেব এবং মাহাবুব হাসান নীরু অত্যন্ত যত্ন এবং অনুরাগ নিয়ে লেখাগুলাে ছেপেছিলেন।
‘গ্রামের কথা' রচনাটি গ্রাম উন্নয়ন পত্রিকায় ছেপেছিল। এই হল গ্রন্থমেলা’ ও ‘সাহিত্যের সুসমাচার এই দুটি লেখা ‘দৈনিক বাংলাবাজার পত্রিকায় উপসম্পাদকীয় হিসেবে ছাপা হয়েছিল। শ্রীমান ব্রাত্য রাইসু শ্রুতি লিখনের কাজটি করেছিলেন । ‘একুশে ফেব্রুয়ারি আসছে’ ও ‘কেন আমি বই মেলায় যাব’ নিবন্ধ দুটি আজকের কাগজে ছাপা হয়েছে এবং শ্রুতি লিখনের কাজটি করেছেন শাহরিয়ার রেজা। | ‘অনানুষ্ঠানিক শিশু শিক্ষা বিষয়ক রচনাটি এসােসিয়েশন ফর রিয়ালাইজেশন অব বেসিক নিডস (আরবান) সেচ্ছাসেবী সংস্থার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সেমিনারে পাঠ করার উদ্দেশ্যে লিখিত হয়েছিল। শ্রুতি লিখনে ছিলেন জনাব মােজাফফর হােসেন। অনুজপ্রতিম চিন্ময় হাওলাদার রােববারে প্রকাশিত রচনাসমূহের পাণ্ডুলিপি তৈরি করার কাজে অকুণ্ঠ সহায়তা দান করেছেন।
বইয়ের বিবরণ
- শিরোনাম সংকটের নানান চেহারা
- লেখক আহমদ ছফা
- প্রকাশক খান ব্রাদার্স অ্যান্ড কোম্পানি
- আইএসবিএন 9789844080225
- প্রকাশের সাল 2012
- মুদ্রণ 1st Published
- বাঁধাই হার্ডকভার
- পৃষ্ঠা সংখ্যা 80
- দেশ বাংলাদেশ
- ভাষা বাংলা
আলোর উৎস কিংবা ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।