বইয়ের বিবরণ
সময় ১৯৫৬। মতিউর পড়তে যাবেন পশ্চিম পাকিস্তান বিমানবাহিনী স্কুলে। প্রথমবারের মতো আমাদের দুর্মর পাইলট চড়বেন বিমানে। জড় প্লেন সি-১৩৩ জানে না, কাকে নিয়ে টেকঅফ করবে আজ এই শেষরাতে!
মতিউরের এই উড়াল একটি নতুন ইতিহাসের জয়যাত্রার দিকে। যেখানে শত বছরের পুরোনো কাজলদীঘিতে ফুটবে টকটকে লাল শাপলা। জয়ের জন্য মুখিয়ে থাকা জাতির হাতে সোনালি বিকেলে ধরা দেবে স্বাধীনতার অনন্য ফুল।
শত্রুর ঘাঁটিতে ফেলে আসা প্রিয়মুখ মাহীন, তুহিন, মিলি। জীবন বাজি রাখা এক অবিশ্বাস্য পরিকল্পনা। মাতৃভূমির স্বাধীনতার জন্য এক রুদ্ধশ্বাস অভিযান। উত্তেজনার পারদের বারংবার ওঠানামা। ভয়ংকর রোমাঞ্চকর এক যাত্রা। আর মাত্র মিনিট দুইয়ের দূরত্ব!
দুর্মর পাইলট সেই রুদ্ধশ্বাস ও গতিময় সময়ের উপাখ্যান।
- শিরোনাম দুর্মর পাইলট
- লেখক রাহাত রাস্তি
- প্রকাশক আদর্শ
- আইএসবিএন ৯৭৮৯৮৪৯৫৯৮৩৫০
- প্রকাশের সাল ২০২১
- মুদ্রণ 1st Published
- বাঁধাই হার্ডকভার
- পৃষ্ঠা সংখ্যা ২৫৬
- দেশ বাংলাদেশ
- ভাষা বাংলা
আলোর উৎস কিংবা ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।
রাহাত রাস্তি
রাহাত রাস্তি' র জন্ম সুনামগঞ্জে। পড়াশোনা শেষ করেছেনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে। পেশাগতভাবে যুক্ত আছেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে। স্কুলের দেয়াল পত্রিকা থেকে লেখালেখির শুরু। কলেজ ও বিশ্ববিদ্যালয়ে সাহিত্যচর্চা চলতে থাকে বিভিন্ন ম্যাগাজিনে। দৈনিক প্রথম আলোর ক্রোড়পত্র আলপিনে নিয়মিত পকেটপদ্য শিরোনামে সমসাময়িক ছড়া লিখে পরিচিতি পান তিনি। এরপর লিখেছেন ইত্তেফাক, সমকালসহ নানা পত্রিকায়। ছড়া, কবিতা, ছোটগল্প, উপন্যাস—চর্চা ধরে রখেছেনে সাহিত্যের নানা শাখায় । ২০১৬ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম উপন্যাস লাল চায়ের নিমন্ত্রণে। প্রতিটি উপন্যাস পাঠক সমাদৃত। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে কেন্দ্র করে লেখা ইতিহাসভিত্তিক উপন্যাস ‘দুর্মর পাইলট’ তাঁর সর্বাধিক উল্লেখযোগ্য কাজ। বর্তমানে স্ত্রী সুবর্ণা জাহান ও একমাত্র কন্যা বর্ণনা রাহাতকে নিয়ে তাঁর সুস্মিত সংসার।