বইয়ের বিবরণ
শরৎচন্দ্রের উপন্যাসে কাহিনি নয় চরিত্রই মুখ্য। তিনি চরিত্রবিকাশের প্রয়োজন অনুযায়ী কাহিনিকে সাজিয়ে তোলেন; কাহিনির নিপাট পারম্পর্যের নিটোল বুননকে রক্ষা করে চরিত্র নির্মাণ করেন না। ফলে তাঁর উপন্যাসে প্রায়ই ঘটনাপ্রবাহে নানা রকম অসংগতি বা অসামঞ্জস্য পরিলক্ষিত হয়। কাহিনির পূর্বাপর সংস্থাপন প্রসঙ্গে পাঠক মনে তৈরি হয় বিভিন্ন প্রশ্ন। ‘চরিত্রহীন’ উপন্যাসও এর ব্যতিক্রম নয়। এখানেও দেখা যায় ঔপন্যাসিক চরিত্রের প্রয়োজনেই কাহিনিকে সাজিয়েছেন, কাহিনির প্রয়োজনে চরিত্রের আমদানি ঘটাননি।
জীবনদর্শন যে কোনো উপন্যাসেরই গুরুত্বপূর্ণ বিষয়। চরিত্র বিচারে সমাজের প্রচলিত রটনানির্ভর মূল্যায়নের অযৌক্তিকতা এবং অন্তঃসারশূন্যতা প্রতিপাদন করাই ‘চরিত্রহীন’ উপন্যাসের মূল সুর বা মেসেজ। তবে প্রাসঙ্গিকভাবে জীবন ও জগতের বহু গুরুত্বপূর্ণ বিষয়ই উপন্যাসটিতে উঠে এসেছে।
- শিরোনাম চরিত্রহীন
- লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
- প্রকাশক প্রতীক প্রকাশনা সংস্থা
- আইএসবিএন ৯৭৮৯৮৪৮৭৯৫৯৫৮
- মুদ্রণ 1st Published, 2020
- বাঁধাই Hardcover
- পৃষ্ঠা সংখ্যা ৪২৪
- দেশ বাংলাদেশ
- ভাষা বাংলা
আলোর উৎস কিংবা ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।