সিরাতে রাসুলুল্লাহ (সা.)

লেখক: ইবনে ইসহাক, শহীদ আখন্দ (অনুবাদক)

বিষয়: জীবনী/আত্মকথা/স্মৃতিকথা, অনুবাদ, ধর্ম, নির্বাচিত বই

১,২০০.০০ টাকা ২০% ছাড় ১,৫০০.০০ টাকা

সিরাতে রাসুলুল্লাহ (সা.) গ্রন্থটি লেখা হয়েছে মহানবীর মৃত্যুর এক শ বছরের কাছাকাছি সময়ে। এটিই তাঁর প্রথম বিশদ জীবনী। মহানবী, ইসলাম ও তৎকালীন আরবকে বুঝতে সারা পৃথিবীর মানুষ এ বইয়ের কাছে ফিরে ফিরে এসেছেন। এই বই ধর্মানুসারীদের যেমন পাঠ্য, তেমনি নিষ্ঠাবান গবেষকদেরও। 

পছন্দের তালিকায় রাখুন

বইয়ের বিবরণ

সিরাতে রাসুলুল্লাহ (সা.) রচিত হয় মহানবীর মৃত্যুর এক শতাব্দীর আশপাশে কোনো এক সময়ে। ইসলামের অভ্যুদয়ের ঘটনা তখনো খুব দূরের নয়। আরবে মহানবীর (সা.) স্মৃতিও সজীব। ধর্মচর্চার অংশ হিসেবে যেমন, জীবনচর্চার উপাদান হিসেবেও। মহানবীর (সা.) স্মৃতির উত্তরাধিকারীদেরও অনেকে গত হয়েছেন কি হননি। এই বিপুল সজীব স্মৃতি ইবনে ইসহাকের হাতের নাগালে। এই জীবনীতে সেসবই তাঁর অমূল্য অবলম্বন।

ইবনে ইসহাকের বর্ণনায় মহানবী (সা.) একটি ঐতিহাসিক বিবর্তনের মহত্তম নায়ক। সে বিবর্তনের চূড়ান্ত পরিণতি ইসলাম ধর্মের অভ্যুদয় ও প্রতিষ্ঠা। মহাকাব্যোপম সেই কালখণ্ড, চরিত্রমালা ও ঘটনাপ্রবাহের ঘাত-প্রতিঘাত এই জীবনীতে তথ্যে, বিস্তারে, অনুপুঙ্খ বিবরণে জীবন্ত ও সপ্রাণ।

তথ্যের সজীবতা ও সংগ্রাহকের নিষ্ঠার সঙ্গে এ বইয়ে সুষমভাবে এসে মিশেছে ইবনে ইসহাকের পাণ্ডিত্য ও ভাষার প্রাঞ্জলতা। ইসলাম ধর্ম, এর মহানবী (সা.) এবং সে সময়ের আরবের ইতিহাস জানার জন্য সারা পৃথিবীর নিবেদিতপ্রাণ ধর্মানুসারী থেকে নিষ্ঠাবান গবেষক পর্যন্ত সবাই এ বইয়ের কাছে ফিরে ফিরে এসেছেন। অসংখ্য ধর্মীয় ও গবেষণাগ্রন্েথর মধ্য দিয়ে নানা ভাষায় এ বইয়ের উদ্ধৃতি ও বিশ্লেষণ পৃথিবীর কোনায় কোনায় ছড়িয়ে পড়েছে।

মহানবীর (সা.) মৃত্যুর পর লেখা এটিই তাঁর প্রথম বিশদ জীবনী।

  • শিরোনাম সিরাতে রাসুলুল্লাহ (সা.)
  • লেখক ইবনে ইসহাক, শহীদ আখন্দ (অনুবাদক)
  • প্রকাশক প্রথমা প্রকাশন
  • আইএসবিএন 9789849274308
  • প্রকাশের সাল 2017
  • মুদ্রণ 1st Published
  • বাঁধাই হার্ডকভার
  • পৃষ্ঠা সংখ্যা 732
  • দেশ বাংলাদেশ
  • ভাষা বাংলা

আলোর উৎস কিংবা ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।

ইবনে ইসহাক

পুরো নাম আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইসহাক বিন ইয়াসার। জন্ম ৭০৪ খ্িরষ্টাব্দে, মদিনায়। যৌবন কাটে সেখানেই। মিসর ভ্রমণের সময় এক হাদিসবেত্তা দলের কাছ থেকে কিছু হাদিস সংগ্রহ করেন। তাঁর জীবনের সাধনা ছিল মহানবীর (সা.) জীবনী এবং তাঁর জীবৎকালে ইসলাম ধর্মের সঙ্গে সংশ্লিষ্ট যাবতীয় ঘটনার তথ্য সংগ্রহ ও সংকলন। সেই সাধনার ফসল এই বই। ইতিহাস রচনায় তাঁর দীক্ষা ছিল পারিবারিক। ইতিহাসের কাহিনি পরিবেশনা ছিল তাঁদের কয়েক প্রজন্মের পারিবারিক পেশা। জীবিত থাকতেই ইতিহাস রচনায় তাঁর সুখ্যাতি সর্বত্র ছড়িয়ে পড়ে। সিরাতে রাসুলুল্লাহ (সা.) তাঁর পাণ্ডিত্য ও ইতিহাসচর্চার শ্রেষ্ঠতম কীর্তি। ইবনে ইসহাকের জীবনের শেষ সময় কাটে বাগদাদে। মৃত্যুও বাগদাদে, ৭৬১ থেকে ৭৭০ খ্িরষ্টাব্দের মধ্যে।

এই বিষয়ে আরও বই
আলোচনা ও রেটিং
০(০)
  • (০)
  • (০)
  • (০)
  • (০)
  • (০)
আলোচনা/মন্তব্য লিখুন :

আলোচনা/মন্তব্যের জন্য লগ ইন করুন