বইয়ের বিবরণ
ছোটকালে মন ভরে থাকে মুগ্ধতায়। মন তখন মাকড়সার জালের মতো গোলমেলে হয়ে ওঠে না। এই সময় সবাইকে, সবকিছুকে ভালোবাসতে ইচ্ছে করে খুব। মন থাকে তখন বেহিসেবি, সরল, উদ্দাম।
শুরু হয় ইস্কুলজীবন। সেখানে কত বন্ধুবান্ধব, শিক্ষক-দিদিমণি! ইস্কুলে নতুন এক জীবন। এই জীবন স্বাদের, কখনো কখনো বিস্বাদেরও। কান ধরে হাঁটু গেড়ে বসা, গুরুগম্ভীর শিক্ষকদের মুখ, খেলার চওড়া মাঠ, দপ্তরির ছুটির ঘণ্টা-- এসব হরিশংকর জলদাসের শৈশবস্মৃতির সিংহভাগ জুড়ে আছে। আর আছেন মা-বাবা-আত্মীয়স্বজন, আছেন জেলেপাড়ার মানুষজন। দারিদ্র্য-কলহ, অবিদ্যা-দ্বন্দ্ব--এ নিয়েই উত্তর পতেঙ্গার জেলেসমাজ। ওখানেই জন্ম ও বেড়ে ওঠা হরিশংকর জলদাসের।
বিভোর থাকার দিনগুলিতে হরিশংকর জলদাসের বালকবেলারই বৃত্তান্ত শোনানো হয়েছে। মোহনীয় ভাষায় অন্য এক হরিশংকরকে পাওয়া যাবে এই বইটিতে।
- শিরোনাম বিভোর থাকার দিনগুলি
- লেখক হরিশংকর জলদাস
- প্রকাশক বাতিঘর
- আইএসবিএন ৯৭৮৯৮৪৮০৩৪৭৮১
- প্রকাশের সাল ২০২০
- মুদ্রণ 1st Published
- বাঁধাই Hardcover
- পৃষ্ঠা সংখ্যা ১৩৬
- দেশ Bangladesh
- ভাষা Bangla
আলোর উৎস কিংবা ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।

হরিশংকর জলদাস
জন্ম ১৯৫৫ সালের ১২ অক্টোবর, চট্টগ্রামের উত্তর পতেঙ্গা গ্রামের জেলেপল্লিতে। লেখালেখি শুরু করেছেন মধ্যবয়সে। প্রথম উপন্যাস জলপুত্র। শুরুতেই পাঠকের কাছে সমাদৃত হয়েছেন। কারণ তিনি শুধু কাহিনি লেখেন না, সমাজকেও আঁকেন। তাঁর কয়েকটি উপন্যাস—দহনকাল, কসবি, মোহনা, রামগোলাম, প্রতিদ্বন্দ্বী, আমি মৃণালিনী নই। গল্পগ্রন্েথর মধ্যে রয়েছে জলদাসীর গল্প, হরকিশোরবাবু, কোনো এক চন্দ্রাবতী। বাংলা একাডেমি পুরস্কার, আলাওল সাহিত্য পুরস্কার, প্রথম আলো বর্ষসেরা বই পুরস্কারসহ এ পর্যন্ত বেশ কয়েকটি পুরস্কার পেয়েছেন। গুরুত্বপূর্ণ পুরস্কার।