মা: আনিসুল হক

লেখক: আনিসুল হক

বিষয়: কথাসাহিত্য, মুক্তিযুদ্ধ

৩৭০.০০ টাকা ২৬% ছাড় ৫০০.০০ টাকা

‘মুক্তিযুদ্ধ নিয়ে লেখা উপন্যাস হিসেবে এবং মা কে নিয়ে লেখা উপন্যাস হিসেবে আনিসুল হকের মা যে-কোনো সময়ের একটি প্রধান উপন্যাসের মর্যাদা লাভ করবে বলে আমার মনে হয়।’- আনিসুজ্জামান।

পছন্দের তালিকায় রাখুন

বইয়ের বিবরণ

  • শিরোনাম মা: আনিসুল হক
  • লেখক আনিসুল হক
  • প্রকাশক সময় প্রকাশন
  • আইএসবিএন ৯৮৪৪৫৮৪২২১X
  • প্রকাশের সাল ২০০৩
  • বাঁধাই Hardcover
  • পৃষ্ঠা সংখ্যা ২৮৮
  • দেশ Bangladesh
  • ভাষা Bangla

আলোর উৎস কিংবা ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।

আনিসুল হক

জন্ম ৪ মার্চ ১৯৬৫, নীলফামারী। শৈশব ও বাল্যকাল কেটেছে রংপুরে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক। কবিতা, গল্প, উপন্যাস, রম্যরচনা, ভ্রমণকাহিনি, শিশুসাহিত্য—সাহিত্যের নানা শাখায় সক্রিয়। প্রথমা থেকে প্রকাশিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সে সময়ের মানুষদের নিয়ে তাঁর লেখা উপন্যাসের ছয়টি পর্ব—‘যারা ভোর এনেছিল’, ‘উষার দুয়ারে’, ‘আলো-আঁধারের যাত্রী’, ‘এই পথে আলো জ্বেলে’, ‘এখানে থেমো না’ ও ‘রক্তে আঁকা ভোর’। পেয়েছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারসহ বেশ কয়েকটি পুরস্কার। তাঁর বই বিভিন্ন ভাষায় অনূদিত ও প্রকাশিত হয়েছে দেশ-বিদেশে।

এই লেখকের আরও বই
এই বিষয়ে আরও বই
আলোচনা ও রেটিং
৫(১)
  • (১)
  • (০)
  • (০)
  • (০)
  • (০)
আলোচনা/মন্তব্য লিখুন :

আলোচনা/মন্তব্যের জন্য লগ ইন করুন

গোপাল রায়

১৫ Mar, ২০২৩ - ৫:৫২ PM

"মা : শিল্প-সাহিত্যে অনন্য দৃষ্টান্ত!" 'মা!' এই 'মা!' শব্দটা এমন একটা শব্দ যা হৃদয়ের দগদগে বেদনার গ্যাংগ্রিন সারিয়ে নিজেকে পৌছে দেয় অম্লিন অমরত্বের সাম্রাজ্যে। পৃথিবীর গানিতিক হিসাবের সর্বোচ্ছ বার উচ্চারণ করলেও হৃদয়ের ক্ষুধা মিটে না এই 'মা' ডাকে! আবার অমায়িকতার আহ্বানে খুব সহজেই তৃপ্তির ঢেকুর আসে এই 'মা!' ডাক থেকেই। যেন 'মা!' তৃষ্ণা আর এই 'মা!'ই তৃষ্ণার জল! ▶️কাহিনী সংক্ষেপ: শহীদ আজাদের মা সাফিয়া বেগম। মা সাফিয়া বেগম এমন একজন মা যিনি বিপদে অকুতোভয় থেকে দুঃসাহসের সাথে লড়াই করতে জানেন। মিথ্যা, অন্যায়ের কাছে তিনি কোনোদিন মাথা নত করেননি। শত্রুর রাইফেল-বুলেটকে তোয়াক্কা না করে বিজয়ের দিকে এগিয়ে যাওয়া বীর যোদ্ধাই হল মা সাফিয়া বেগম। শত আঘাতের মাঝেও নিজের আদর্শকে অটল রাখা, বীরদর্পে নিজের আত্মসম্মানকে উচুঁ রেখে হার না মানা মায়ের গল্প নিয়েই লেখা কথাসাহিত্যিক আনিসুল হকের বই মা! মা সাফিয়া বেগম প্রভাবশালী ইঞ্জিনিয়ার ইউনুস চৌধুরীর স্ত্রী। ইউনুস চৌধুরী যখন আবার বিয়ে করে তখন মা সাফিয়া প্রভাব, প্রতিপত্তি পায়ে ঠেলে এক কাপড়ে বাড়ি থেকে বের হয়ে চলে আসেন ছোট আজাদের হাত ধরে। সত্য, ন্যায়ের জন্য ধন-সম্পদ ছেড়ে মানবেতর জীবন কাটাতেও আপোস করেননি। মা আফিয়া বেগমের স্বপ্ন ছিল ছেলে আজাদ একদিন পড়ালেখা করে বড় হবে। মায়ের সকল দুঃখ ঘোচাবে। কিন্তু যখন আজাদ পড়ালেখা শেষ করে চাকরি করবে, মায়ের দুঃখ ঘোচাবে ঠিক সেসময় বাংলাদেশে শুরু হয় মুক্তিযুদ্ধ। মা সাফিয়া বেগম এ দুর্দিনেও নিজের আত্মবিশ্বাসে অটল ছিলেন! নিজের কাছে হার না মেনে ছেলেকে পাঠালেন মুক্তিযুদ্ধে! বীর মুক্তিযোদ্ধা আজাদ শেষ পর্যন্ত পাক সেনাদের কাছে ধরা পড়ে যায়। মা সাফিয়া বেগম তা শুনে ছুটে যান ছেলের কাছে। গিয়ে দেখেন তার ছেলে মাটিতে শুয়ে আছে। তার ছেলেকে সময়মত খাবার দেওয়া হয়না, দিলেও দেয় শুকনা রুটি। তাই মা সাফিয়া বেগম ছেলের জন্য খাবার রান্না করে নিয়ে গিয়ে দেখে তার ছেলে আজাদ আর নেই। দেশ স্বাধীন হয়! বীর মুক্তিযোদ্ধা আজাদ যুদ্ধে শহীদ হলেও মা সাফিয়া বেগম তা মানতে নারাজ। তিনি ভাবেন তার ছেলে একদিন ফিরে আসবেই তার কাছে। এরপর তিনি যতদিন বেঁচে ছিলেন ততদিন কখনো খাঁটে শোননি, ভাত খাননি কোনোদিন! ▶️চরিত্র বিশ্লেষণ: "মা" উপন্যাসের প্রধান চরিত্র বলতে মা সাফিয়া বেগম ও শহীদ আজাদকেই বুঝায়। এই দুই চরিত্রের মাঝে অন্যান্য চরিত্রগুলো তেমন গুরুত্ব পায় না। শহীদ আজাদ একজন মাতৃভক্ত, বীর মুক্তিযোদ্ধা ও দেশের সু-নাগরিক। নিজের মৃত্যু জেনেও নিজ দেশ মাতৃকাকে রক্ষা করার জন্য যুদ্ধে চলে যায়। বুকের রক্ত ঢেলে স্বাধীন পতাকাও ছিনিয়ে আনে শত্রুদের কাছ থেকে। শহীদ আজাদ যেন লক্ষ তরুণ ও যুবকের অনুপ্রেরনার এক লাল সবুজ পতাকা। যা উড্ডীন চিরকাল। আর মা সাফিয়া বেগম তো এক দুমড়ে মুচড়ে যাওয়া অটল পর্বত হলেও যাকে কোনো বিপদ টলাতে পারেনি। তিনি তার আদর্শে মাথা উচু করেই ছিলেন। ▶️ভাষা ও প্রাসঙ্গিক আলোচনা: ঐতিহাসিক-মুক্তযুদ্ধের উপন্যাস হলেও বেশ সাবলিল শব্দ-বাক্যের প্রয়োগে সাধারন পাঠকেরও মন ভরে যাবে 'মা' বইটি পড়লে। বইটির কাহিনী, ভাষার সাবলিলতা, চরিত্র ইত্যাদি সব বিশ্বসাহিত্যের যোগ্য। তাই কথাসাহিত্যিক আনিসুল হকের "মা" বইটি পাঠক বিশ্ব সাহিত্য হিসেবেই পড়তে পারে। ▶️পাঠপ্রতিক্রিয়া: আমার মত ক্ষুদ্র পাঠকের এত বড় মানের বইয়ের পাঠপ্রতিক্রিয়া দেওয়ার ক্ষমতা রাখেনা। তবে হ্যা; আমার মত কর্কশ-কঠিন হৃদয়ের ব্যক্তির মন গলে গেছে এই 'মা' বইটি পড়ে। "মা" বইটি পড়ার যে মুহুর্ত সেই মুহুর্ত গুলো আমার পাঠক জীবনে সেরা মুহুর্ত। ▶️বই বিস্তারিত: বই: "মা" লেখক: আনিসুল হক প্রথম প্রকাশ: ফেব্রুয়ারী ২০০৩ প্রকাশনী: সময় প্রকাশণ প্রচ্ছদ: ধ্রুব এষ ▶️রিভিউকারী তথ্য: গোপাল রায় শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়। gopalroygk123@gmail.com #প্রথমাডটকম_কথাপ্রকাশ_বই_রিভিউ_প্রতিযোগিতা