মুজিব বললেন, ‘তুমি যা বলবা, তা-ই হবে। আমি কি আর বঙ্গভবনের মতো প্রাচীরঘেরা বাড়িতে উঠতে পারি! আমি জনগণের নেতা। আমাকে জনগণের মধ্যেই থাকতে হবে। দেশটা একটু ঠিক হোক, পরিস্থিতি ভালো হোক, দ্যাখো আমি টুঙ্গিপাড়ায় চলে যাব। সেখানে বাইগার নদীতে মাছ ধরে সময় কাটাব। কিন্তু তার আগে যে অনেক কাজ!’
বইয়ের বিবরণ
১ম ফ্লাপ
পাকিস্তানি সৈন্যরা বন্দী করে নিয়ে যাচ্ছে শেখ মুজিবকে। নিয়ে যাচ্ছে অজানার উদ্দেশে। ৩২ নম্বরের বাড়ি থেকে দেয়াল টপকে বেগম মুজিব আশ্রয় নিয়েছেন পাশের বাড়িতে। হত্যাকাণ্ড চলেছে বাংলাজুড়ে। প্রতিরোধ গড়ে তুলছে বাঙালি সৈন্য, পুলিশ, ইপিআর, আনসার আর ছাত্রজনতা। শেখ মুজিবকে নেওয়া হলো পশ্চিম পাকিস্তানের কারাগারে, গোপন সামরিক আদালতে তাঁর মৃত্যুদণ্ড ঘোষণার আয়োজন চলছে। সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদের নেতৃত্বে গঠিত হলো প্রবাসী বাংলাদেশ সরকার। লাখ লাখ মানুষ সীমান্ত পাড়ি দিয়ে শরণার্থী হিসেবে আশ্রয় নিল ভারতের মাটিতে। মুক্তিবাহিনী গঠিত হলো। মুজিবনগর সরকারের বিরুদ্ধে চলছে নানা ষড়যন্ত্র। এরই মধ্যে মুক্তিযোদ্ধারা সারা দেশে পাকিস্তানি হানাদার বাহিনীর নাভিশ্বাস তুলে ফেলেছে। পারমাণবিক অস্ত্রবাহী মার্কিন সপ্তম নৌবহর রওনা হয়েছে বঙ্গোপসাগরের দিকে। মুক্তিবাহিনী মিত্রবাহিনী এগিয়ে চলেছে ঢাকা অভিমুখে। বাংলাদেশের মুক্তিসংগ্রাম ও যুদ্ধ এক অনিঃশেষ মহাকাব্য। আনিসুল হকের উপন্যাসধারা যারা ভোর এনেছিল-এর ষষ্ঠ ও শেষ পর্ব রক্তে আঁকা ভোর সেই মহাকাব্যিক বিশালতা ধরার প্রয়াস।
- শিরোনাম রক্তে আঁকা ভোর
- লেখক আনিসুল হক
- প্রকাশক প্রথমা প্রকাশন
- মুদ্রণ 1st Published, 2021
- দেশ বাংলাদেশ
- ভাষা বাংলা
আলোর উৎস কিংবা ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।
![](https://image.prothoma.com/userImages/2021/02/60239a08eeadc_1612945928.jpg)
আনিসুল হক
জন্ম ৪ মার্চ ১৯৬৫, নীলফামারী। শৈশব ও বাল্যকাল কেটেছে রংপুরে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক। কবিতা, গল্প, উপন্যাস, রম্যরচনা, ভ্রমণকাহিনি, শিশুসাহিত্য—সাহিত্যের নানা শাখায় সক্রিয়। প্রথমা থেকে প্রকাশিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সে সময়ের মানুষদের নিয়ে তাঁর লেখা উপন্যাসের ছয়টি পর্ব—‘যারা ভোর এনেছিল’, ‘উষার দুয়ারে’, ‘আলো-আঁধারের যাত্রী’, ‘এই পথে আলো জ্বেলে’, ‘এখানে থেমো না’ ও ‘রক্তে আঁকা ভোর’। পেয়েছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারসহ বেশ কয়েকটি পুরস্কার। তাঁর বই বিভিন্ন ভাষায় অনূদিত ও প্রকাশিত হয়েছে দেশ-বিদেশে।
আলোচনা/মন্তব্যের জন্য লগ ইন করুন
Tamim Rahman
০২ Dec, ২০২১ - ১০:২৯ AM
User
২৫ Nov, ২০২১ - ১১:৫৫ AM
'রক্তে আঁকা ভোর' পাঠ শেষে আমার মনে হয়েছে, একেই বলে লেখকের দায়। বাঙালি পাঠকদের চৈতন্যে অন্তত সুস্থ উপলব্ধির একটি হৃষ্ট-অঙ্কুর তিনি প্রোথিত করতে সক্ষম হয়েছেন। যে বীজাঙ্কুর থেকে সত্য-স্বদেশপ্রেমের সুন্দর একটি ছায়াবৃক্ষ কলহের এ দেশে জন্মাতেও পারে। বেঁচে থাকুন আনিসুল হক, প্রাণবন্ত সহজ সহাস্যে।