শিশুর যত্নে মায়ের জিজ্ঞাসা

লেখক: ডা. লুনা পারভীন

বিষয়: স্বাস্থ্য, পরিচর্যা ও চিকিৎসা

২০০.২৫ টাকা ২৫% ছাড় ২৬৭.০০ টাকা

বইয়ের বিবরণ

"শিশুর যত্নে মায়ের জিজ্ঞাসা”বইটির প্রথম ফ্লাপের কিছু কথ:

সন্তানের প্রথম চিকিৎসক হচ্ছেন মা। মা-ই সবার আগে বাচ্চার সমস্যা বুঝতে পারে এজন্য চিকিৎসা দেওয়ার সময় ডাক্তাররা মায়ের প্রতিটা কথা গুরুত্ব দিয়ে শােনেন। তবুও এমন হয়, অনেক সময় বাচ্চার অসুস্থতায় অস্থির হয়ে মায়ের মনে হতে পারে সারাক্ষণই হাতের নাগালে যদি একজন ডাক্তার থাকতাে; কিংবা যখন যে সমস্যার সম্মুখীন হচ্ছেন তখনই যদি ডাক্তারের পরামর্শ নিতে পারতেন! 
অনেক সময় তাদের অভিযােগ থাকে, মন খুলে কথা বলার জন্য নাকি ডাক্তার সময় দেননি। তেমনি ডাক্তারদেরও মাঝেমধ্যে বলতে শােনা যায়, মায়েরা অদরকারি জিনিস নিয়ে মাথা ঘামান বেশি, মূল সমস্যা নিয়ে মাথাব্যথা নাই। আর বাচ্চা খায় না এটা তাে জাতীয় সমস্যা। ফলে ডা. লুনা পারভীন একজন চিকিৎসক ও মায়ের ভূমিকায় থেকে শিশুর নানা সমস্যা পর্যবেক্ষণের মধ্য দিয়ে সহজভাবে এই গ্রন্থে তুলে ধরেছেন। 
শিশুর যত্নে মায়ের জিজ্ঞাসা লেখার পেছনের উদ্দেশ্য রােগের চিকিৎসা দেওয়া নয়। মায়েরা শিশুর রােগ ও চিকিৎসা নিয়ে যে সব ভুল ধারণা পােষণ করেন তার উপর আলােকপাত করা হয়েছে। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে বাচ্চার সুস্বাস্থ্য নিশ্চিত করা ও মায়েদের দিক-নির্দেশনা দেওয়াই এই বইয়ের মূল উদ্দেশ্য । মায়েরা এ বইটি পড়ে উপকৃত হবেন বলেই আশা করি।

মুখবন্ধ

‘শিশুর যত্নে মায়ের জিজ্ঞাসা' বইটি ‘অমর একুশে গ্রন্থমেলা ২০২০'-এ প্রকাশিত আমার লেখা চতুর্থ একক এবং চিকিৎসাবিষয়ক প্রথম বই। শিশুদের নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসা মায়েদের বিভিন্ন জিজ্ঞাসার উত্তর ও তাদের জানা ভুলগুলাে সম্পর্কে সামষ্টিক ধারণা প্রদানের উদ্দেশ্যেই বইটি রচিত হয়। তাই প্রথমেই ধন্যবাদ জানাতে চাই সেসব মায়েদের, যারা কষ্ট করে একজন শিশুকে নয়মাস পেটে ধরে ও আজীবন তাদের জন্য বিনা-পারিশ্রমিকে শ্রম দিয়ে যান। শিশু অসুস্থ হলে যারা নিজেকে উৎসর্গ করে দেন সেবা শুশ্রুষায়।
এই বইটা লেখার সময় যারা তথ্য ও সময় দিয়ে আমাকে সাহায্য করেছেন সেইসব সিনিয়র ও জুনিয়র সহকর্মী, ঢাকা শিশু হাসপাতালের আবাসিক চিকিৎসক ও সহকারী অধ্যাপক ডা. রিজওয়ানুল আহসান বিপুল, নিউরােলজি বিভাগের সহকারী অধ্যাপকবৃন্দ, ডা. হুমায়রা কাদেরী, ডা. শায়লা ইমাম কান্তা, ডা. শাওলী সরকার, সিডিসি ওপিডির আরএমও ডা. আসমা হক, নিউনেটোলজি বিভাগের রেজিস্ট্রার ডা. নিশাত জাহান, এডােলােসেন্ট বিভাগের রেজিস্ট্রার ডা. কিশােয়ার ফারহানা, আরএমও ডা. মাহফুজ হাসান, প্যাথলজি বিভাগের আরএমও ডা. দিলারা সুলতানা এবং সিনিয়র নিউট্রিশনিস্ট সাবরিনা মকবুল তাদের প্রত্যেকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।
এ ছাড়া পাণ্ডুলিপি সংক্রান্ত সব কাজে সাহায্য করার জন্য বিশেষ কৃতজ্ঞতা শ্রাবণী মজুমদার, কালপুরুষ ও খুব অল্প সময়ে দ্রুত মনমতাে প্রচ্ছদ করে দেওয়ার জন্য এনায়েত ইসলাম রুমির প্রতি। বইটি প্রকাশ করার জন্য উৎসাহিত করেছে যে মানুষটি সুদূর বিদেশ থেকে ক্রমাগত অনুরােধ করে, সেই ছােটোভাই মােহাম্মদ আনােয়ারকেও অনেক ধন্যবাদ। এডিএইচডি নিয়ে লিখতে গিয়ে তথ্য ও উৎসাহ দিয়ে সাহায্য করার জন্য নাসিব ই নূর-এর কাছেও বিশেষভাবে কৃতজ্ঞ।
সর্বশেষ পেন্সিল পাবলিকেশনস-এর সঙ্গে জড়িতদের ধন্যবাদ। এই লেখাগুলাে যদি কোনাে মায়ের বিন্দুমাত্র উপকারে আসে তাহলে আমার পরিশ্রম সার্থক হবে।

  • শিরোনাম শিশুর যত্নে মায়ের জিজ্ঞাসা
  • লেখক ডা. লুনা পারভীন
  • প্রকাশক পেন্সিল পাবলিকেশনস
  • আইএসবিএন ৯৭৮৯৮৪৯৪৬৬৬৮০
  • মুদ্রণ 1st Published, 2020
  • বাঁধাই Hardcover
  • পৃষ্ঠা সংখ্যা ৪৮
  • দেশ বাংলাদেশ
  • ভাষা বাংলা

আলোর উৎস কিংবা ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।

এই বিষয়ে আরও বই
আলোচনা ও রেটিং
০(০)
  • (০)
  • (০)
  • (০)
  • (০)
  • (০)
আলোচনা/মন্তব্য লিখুন :

আলোচনা/মন্তব্যের জন্য লগ ইন করুন