“ইয়োসিন উপযুগ থেকে ভারতীয় প্লেটের সংগে ইউরেশীয় প্লেটের সংঘর্ষের ফলেই হিমালয় পর্বতের জন্ম এবং হিমালয়ের উত্থানের সংগে বাংলার বদ্বীপের সুচনা হয়। ঐ সময় থেকেই পৃথিবীর জলবায়ুর শীতল হওয়া শুরু হয়। অনেক বিশেষজ্ঞের মতে হিমালয়ের উত্থানের সঙ্গে পৃথিবীর ঠান্ডা হবার সম্পর্ক রয়েছে।’’
“ বদ্বীপের মুল অংশটি ভারতীয় মহাসাগরীয় ত্বকের উপর অবস্থিত এবং এই ত্বকটি বার্মা প্লেটের নিচে অধোগমন করছে সেই জন্য এই প্রকৃয়ায় পুরো ব দ্বীপ অব বাহিকা পূব দিকে ডুবছে, অর্থাৎ ডান দিকে (দক্ষিন থেকে উত্তর দিকে তাকালে) কাত হচ্ছে। এর ফলে বঙ্গীয় বদ্বীপের পশ্চিমাঞ্চলে ক্রমশঃই উত্তর
বইয়ের বিবরণ
- শিরোনাম বঙ্গীয় বদ্বীপের অতীত ও ভবিষ্যৎ
- লেখক দীপেন ভট্টাচার্য
- প্রকাশক The University Press Limited(UPL)
- আইএসবিএন ৯৭৮৯৮৪৯৪২২২৮০
- প্রকাশের সাল ২০২০
- মুদ্রণ 1st Published
- বাঁধাই Paperback
- পৃষ্ঠা সংখ্যা ১০৪
- দেশ Bangladesh
- ভাষা BANGLA
আলোর উৎস কিংবা ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।
দীপেন ভট্টাচার্য
দীপেন ভট্টাচার্যের জন্ম ১৯৫৯ সালে। আদি নিবাস এলেঙ্গা, টাঙ্গাইল। মস্কো স্টেট ইউনিভার্সিটি থেকে পদার্থবিদ্যায় মাস্টার্স এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নিউ হ্যাম্পশায়ার থেকে জ্যোতির্বিজ্ঞানে পিএইচডি করেন। মার্কিন যুক্তরাষ্ট্রে নাসার গডার্ড স্পেস ফ্লাইট ইনস্টিটিউটের গবেষক ছিলেন। পরে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার রিভারসাইড ক্যাম্পাসে (ইউসিআর) গামা রশ্মি জ্যোতির্বিদ হিসেবে যোগ দেন। এ ছাড়া ক্যালিফোর্নিয়ার রিভারসাইড কলেজে পদার্থবিদ্যার অধ্যাপক। ১৯৭৫ সালে তিনি বন্ধুদের সহযোগিতায় ‘অনুসন্ধিৎসু চক্র’ নামে একটি বিজ্ঞান সংগঠন প্রতিষ্ঠা করেন। তাঁর দিতার ঘড়ি, নিওলিথ স্বপ্ন ও অভিজিৎ নক্ষত্রের আলো নামে তিনটি বিজ্ঞান কল্পকাহিনি প্রকাশিত হয়েছে।