অগ্রদূত' আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসের একটা বড়সড় গৌরবের অংশ। অগ্রদূত মুক্তিযুদ্ধকালীন সময়ে প্রকাশিত হাতে লেখা (সাইক্লোস্টাইল) একমাত্র পত্রিকা, শুধু তাই নয় আমাদের অনুসন্ধান অনুসারে অগ্রদূত গোটা বিশ্বের যুদ্ধকালীন সময়ে হাতে লেখা একমাত্র নিয়মিত পত্রিকাও বটে।
একইসাথে অগ্রদূত স্বাধীন বাংলাদেশ থেকে প্রকাশিত একমাত্র পত্রিকা! বাকি সব পত্রিকা কলকাতা অথবা ভারতে অন্যান্য স্থান থেকে প্রকাশিত।
সারাদেশে যুদ্ধের দামামা বাজছে, জনগন অদৃশ্য, হুট করে হারিয়ে যাওয়া মুজিবকে বুকে ধারণ করে, সর্বাধিনায়ক মেনে যে যার অবস্থান থেকে মুক্তিযুদ্ধে অংশ নিচ্ছে। সেই ক্রান্তিকালে একদল মানুষ দায়িত্ব নিলেন শকুনের থাবায় ছিন্নভিন্ন হওয়া পরাধীন দেশটাতে একটুকরো স্বাধীন বাংলাদেশ টিকিয়ে রাখতে।
৮০বর্গমাইলের মুক্তাঞ্চলে নয়মাস ধরে আকাশে ওড়ালেন লাল-সবুজের পতাকা, গড়ে তোলা হল বেসামরিক প্রশাসক, থানা-আদালত, ক্যান্টনমেন্ট, রাজস্ব বিভাগসহ একটি স্বাধীন দেশের সকল ব্যবস্থা।
নয়মাসের পরাধীন বাংলাদেশে এ যেন এক খন্ড স্বাধীন বাংলাদেশ!
সেই সময় যে মানুষগুলো রৌমারীতে সামরিক-বেসামরিক কাজে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন তাদের হাত ধরেই নিয়মিত প্রকাশ হতে থাকে সাপ্তাহিক অগ্রদূত!
বইয়ের বিবরণ
- শিরোনাম একাত্তরের অগ্রদূত
- লেখক এস. এম. আব্রাহাম লিংকন (সংগ্রহ ও সংকলনে)
- প্রকাশক গ্রন্থিক প্রকাশন
- আইএসবিএন ৯৭৮ ৯৮৪ ৯৪৮১৪ ০ ৯
- প্রকাশের সাল ২০২০
- দেশ বাংলাদেশ
- ভাষা বাংলা
আলোর উৎস কিংবা ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।