এক জীবন: স্বাধীনতার সূর্যোদয় (প্রথম পর্ব)

লেখক: রাশেদ খান মেনন

বিষয়: মুক্তিযুদ্ধ, আত্মজীবনী/আত্মকথা/স্মৃতিকথা, রাজনীতি

৮০০.০০ টাকা ২০% ছাড় ১,০০০.০০ টাকা

বাংলাদেশের রাজনীতিতে রাশেদ খান মেনন একটি গুরুত্বপূর্ণ নাম। এ বই তাঁর আত্মজীবনী; একই সঙ্গে ভাষা আন্দোলন, ষাটের দশকের ঝঞ্ঝাবিক্ষুব্ধ কাল আর মুক্তিযুদ্ধ পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক ঘটনাবলির আলেখ্য। অবধারিতভাবে আছেন মওলানা ভাসানী, বঙ্গবন্ধুসহ গুরুত্বপূর্ণ সব চরিত্র। নিজের জীবনের কথা বলতে গিয়ে তুলে এনেছেন বাংলাদেশের স্বাধীনতার লড়াইয়ে জাতীয়তাবাদীদের ভূমিকার পাশাপাশি বামপন্থীদের ভূমিকার কথা, কিছু সময় যে ভূমিকা ছিল অগ্রগামী। বামপন্থীদের বিভেদ-বিচ্ছিন্নতার কথা লিখেছেন, তুলে ধরেছেন মুক্তিযুদ্ধে তাদের গৌরবময় অংশগ্রহণের কাহিনিও।

পছন্দের তালিকায় রাখুন

বইয়ের বিবরণ

রাশেদ খান মেননের ব্যক্তিজীবন ও রাজনীতি অবিচ্ছেদ্য। বরং পারিবারিক জীবনের চেয়ে রাজনীতিই তাকে বেশি টেনেছে। ছাত্রজীবনে রাজনীতিতে সক্রিয়ভাবে জড়িয়ে পড়া মানুষটির আত্মজীবনী তাই ব্যক্তিজীবনের সমান্তরালে হয়ে উঠেছে বায়ান্নর ভাষা আন্দোলন থেকে একাত্তরের মুক্তিযুদ্ধ কালপর্বের দলিল, রাজনৈতিক ইতিহাস। তাতে অবধারিতভাবে উঠে এসেছে ভাসানী, বঙ্গবন্ধুসহ গুরুত্বপূর্ণ সব চরিত্র, তাঁদের সঙ্গে মেননের স্মৃতি।

১৯৬২-র শিক্ষা আন্দোলনের মধ্য দিয়ে বিখ্যাত হয়ে ওঠা মেননের রয়েছে বর্ণাঢ্য পারিবারিক ঐতিহ্য। উদার সাংস্কৃতিক ও রাজনৈতিক পরিমণ্ডলে তিনি বেড়ে উঠেছেন। এটা তাঁর মানস ও চেতনার জগৎকে পুষ্ট করেছে। বইটিতে এর ছাপ স্পষ্ট।

মেননের পরিমিত রসবোধ ও প্রাঞ্জল ভাষা পাঠককে আনন্দ দেবে। তাঁর বর্ণনা স্বতঃস্ফূর্ত ও জীবন্ত, ফলে তা সহজেই পাঠককে একাত্ম করে। বইটি পাঠ করতে করতে সেই অগ্নিগর্ভ সময়ের রোমাঞ্চ পাঠককে ছুঁয়ে যাবে। রাজনীতি ও ইতিহাসের একনিষ্ঠ ছাত্র তো বটেই, এমনকি যারা থ্রিলার পড়ে আনন্দ পান তারাও বইটি পড়তে পারেন।

সে সময়কার রাজনীতি, রাজনৈতিক সংস্কৃতি, সর্বোপরি ইতিহাস নিয়ে অনেক চমকপ্রদ ও নতুন তথ্য এ আত্মজীবনীতে বিধৃত হয়ে আছে। বইটির এক জায়গায় লেখক যথার্থই লিখেছেন, ‘এটা কেবল আত্মজীবনী নয়, ইতিহাসের অনুদ্ঘাটিত, অলিখিত এবং বহুলাংশে অস্বীকৃত অংশ। আশা করি পাঠকেরা সেভাবেই নেবেন।’

  • শিরোনাম এক জীবন: স্বাধীনতার সূর্যোদয় (প্রথম পর্ব)
  • লেখক রাশেদ খান মেনন
  • প্রকাশক বাতিঘর
  • আইএসবিএন 978-984-95683-2-2
  • মুদ্রণ 1st Published, 2021
  • বাঁধাই Hardcover
  • পৃষ্ঠা সংখ্যা 504
  • দেশ বাংলাদেশ
  • ভাষা বাংলা

আলোর উৎস কিংবা ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।

রাশেদ খান মেনন

জন্ম ১৮ মে ১৯৪৩, পিতার কর্মস্থল ফরিদপুরে। পৈতৃক নিবাস বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার বাহেরচর ক্ষুদ্রকাঠি গ্রামে। শৈশব কেটেছে বিভিন্ন জেলা শহরে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৩ সালে অর্থনীতিতে স্নাতক (সম্মান) ও ১৯৬৪ সালে একই বিষয়ে স্নাতকোত্তর। ১৯৬২-র শিক্ষা আন্দোলনের মধ্য দিয়ে নেতৃত্বে আসেন। রাজনৈতিক কারণে তাঁকে বারবার জেলে যেতে হয়েছে। বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারও করা হয়েছে। এমএ পাস করেছেন জেলখানা থেকে পরীক্ষা দিয়ে। সে সময়ের প্রধান ছাত্রসংগঠন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সভাপতি ছিলেন। ছিলেন ডাকসুর সহসভাপতি (ভিপি)। ছাত্রজীবন শেষে কৃষক আন্দোলনের মাধ্যমে জাতীয় রাজনীতিতে প্রবেশ করেন। ঊনসত্তরের গণ-অভ্যুত্থানের প্রাক্কালে গঠন করেন ‘কমিউনিস্ট বিপ্লবীদের পূর্ব বাংলা সমন্বয় কমিটি’। ১৯৭০ সালের ২২ ফেব্রুয়ারি পল্টনে ‘স্বাধীন জনগণতান্ত্রিক পূর্ব বাংলা’ কর্মসূচি ঘোষণা করার ফলে ইয়াহিয়ার সামরিক আদালত তাঁকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেয়। তখন তিনি আত্মগোপনে থেকে স্বাধীনতার জন্য কৃষকদের সংগঠিত করেন। বিভক্ত বামপন্থীদের ঐক্যবদ্ধ করে ‘জাতীয় মুক্তিসংগ্রাম সমন্বয় কমিটি’ গঠন করে মুক্তিযুদ্ধে সংগঠকের ভূমিকা পালন করেন। স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশে সামরিক শাসনবিরোধী আন্দোলন, নব্বইয়ের গণ-অভ্যুত্থানসহ জাতীয় রাজনীতির প্রতিটি সংকটে নেতৃস্থানীয় ভূমিকা পালন করেন। পাঁচবার বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। মন্ত্রী ও জাতীয় সংসদের প্রতিনিধি হিসেবে বিভিন্ন রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেন। বর্তমানে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি। সংবাদপত্রে লেখালেখি করেন। তাঁর বইয়ের সংখ্যা ৯।

এই বিষয়ে আরও বই
আলোচনা ও রেটিং
০(০)
  • (০)
  • (০)
  • (০)
  • (০)
  • (০)
আলোচনা/মন্তব্য লিখুন :

আলোচনা/মন্তব্যের জন্য লগ ইন করুন