মানুষ শহীদ কাদরী ক্ষণজন্মা। তাঁর কবিতা বিরলপ্রজ। পৃথিবীজুড়েই এই ধরনের কবি বিরল। ‘আমার চুম্বনগুলো পৌঁছে দাও’ তাঁর চতুর্থ গ্রন্থ। তাঁর কবিতার অন্তর্গত যাবতীয় বোধ দেশকালের সীমানাকে ডিঙিয়ে আধুনিকতার নির্মাল্য হয়ে উঠেছে। সন্দেহাতীতভাবে শহীদ কাদরী বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবিদের একজন।
বইয়ের বিবরণ
- শিরোনাম আমার চুম্বনগুলো পৌঁছে দাও
- লেখক শহীদ কাদরী
- প্রকাশক অবসর-প্রকাশন
- আইএসবিএন ৯৮৪-৪১৫-২৮২-৮
- দেশ বাংলাদেশ
- ভাষা বাংলা
আলোর উৎস কিংবা ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।

শহীদ কাদরী
জন্ম ১৪ আগস্ট ১৯৪২, কলকাতায়। শৈশবের ১০ বছর কাটে কলকাতায়। ১৯৫২ সালে ঢাকায় চলে আসেন। ১৯৭৮ সালে জার্মানিতে যান। মাস তিনেক থাকার পর চলে যান লন্ডনে। ঢাকায় ফিরে আসেন চার বছর পর। কিছুদিন কাজ করেন দৈনিক সংবাদ-এ। আবার লন্ডনে যান ১৯৮২ সালে। সেখান থেকে যুক্তরাষ্ট্রে। ২৮ আগস্ট ২০১৬ নিউইয়র্কে তিনি মৃত্যুবরণ করেন। প্রকাশিত কাব্যগ্রন্থ: উত্তরাধিকার (১৯৬৭), তোমাকে অভিবাদন প্রিয়তমা (১৯৭৪), কোথাও কোনো ক্রন্দন নেই (১৯৭৮) ও আমার চুম্বনগুলো পৌঁছে দাও (২০০৯)। সাহিত্যে অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার (১৯৭৩) ও রাষ্ট্রীয় একুশে পদক (২০১১) লাভ করেন।