আমরা সবাই গাইডের পেছন পেছন গুহার ভেতরে দৈত্যদের দরবারে চলে আসি। এখানে ছাদ এত উঁচু যে তা দেখাতে গেলে গাইডের মাথা থেকে খুলে পড়ে হ্যাট। দৈত্যদের দরবার খুব উঁচু। চাইলে এখানে তৈরি করা যায় ষোলোতলা দালান।
দরবারে সাদা ও হলুদ রঙের কারুকাজ করা অনেক স্তম্ভ। একটির নাম ‘সম্রাজ্ঞীর নিজস্ব স্তম্ভ’। এসব দেখে ডুমাঝিল ‘ইশ্ ইশ্ ইশ্’ আওয়াজ করে। কোনো কিছু দেখে আশ্চর্য হলে জুলুরা ‘ইশ্ ইশ্ ইশ্’ শব্দ করে, অনেকটা আমাদের ‘বাপ রে বাপ’ বলার মতো।
সামনে যেতে যেতে গাইড মুখে আঙুল তুলে ফিসফিসিয়ে বলেন, ‘খেয়াল করে দেখো পাথরের ছাতার নিচে সিন্দুকের মতো জায়গাটি। আজ থেকে সাড়ে সাত শ বছর আগে এখানে ঘুমিয়ে ছিল এক রেড ইন্ডিয়ান রাজকুমারী।’
বইয়ের বিবরণ
মঈনুস সুলতান কিশোর-কিশোরীদের জন্য লিখেছেন এই গুহাভ্রমণের বৃত্তান্ত। স্ত্রী-কন্যা নিয়ে তিনি বাস করেছেন পৃথিবীর নানা দেশে। আদিম গুহায় ঘুরে বেড়াতে ভালো লাগে তাঁদের। কন্যা কাজরিকে নিয়ে তিনি বেড়াতে যান লাওসের তন হাইহিন গুহা, দক্ষিণ আফ্রিকার মারোপেং গুহা আর জিম্বাবুয়ের সিনহোয়ি গুহায়। এই তিন গুহাভ্রমণের চমকপ্রদ ও কৌতূহলোদ্দীপক বর্ণনা আছে এ বইয়ে। আরও আছে যুক্তরাষ্ট্রের লাউরে ক্যাভার্নস, ইন্ডিয়ান ইকো ক্যাভার্নস আর সি-লায়ন গুহায় ঘুরে বেড়ানোর গল্প। মঈনুস সুলতান কোনো সাধারণ বর্ণনা দেন না। তিনি প্রকৃতি, জীবজন্তু আর মানুষ মিলিয়ে এমন এক প্রাণময় জগৎ তৈরি করেন, যা পাঠককে একই সঙ্গে আনন্দিত ও বিস্মিত করে। গুহাগুলো সম্পর্কে প্রাসঙ্গিক নানা তথ্য বইটিকে আরও আকর্ষণীয় করেছে। ফলে, এ বই ছোটদের পাশাপাশি ভালো লাগবে বড়দেরও।
- শিরোনাম ঘুরে বেড়াই আদিম গুহায়
- লেখক মঈনুস সুলতান
- প্রকাশক প্রথমা প্রকাশন
- আইএসবিএন ৯৭৮৯৮৪৯১৭৬৬৫৭
আলোর উৎস কিংবা ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।

মঈনুস সুলতান
জন্ম ১৯৫৬ সালে, সিলেট জেলার ফুলবাড়ী গ্রামে। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস থেকে আন্তর্জাতিক শিক্ষা বিষয়ে পিএইচডি। খণ্ডকালীন অধ্যাপক ছিলেন ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস এবং স্কুল অব হিউম্যান সার্ভিসেস-এর। ইউনিভার্সিটি অব সাউথ আফ্রিকার ভিজিটিং স্কলার ছিলেন। শিক্ষকতা, গবেষণা ও কনসালট্যান্সির কাজে বহু দেশ ভ্রমণ করেছেন। বর্তমানে সিয়েরা লিওনে বাস করছেন। প্রথমা প্রকাশন থেকে বেরিয়েছে তাঁর আরও ছয়টি ভ্রমণগল্পের বই কাবুলের ক্যারাভান সরাই, জিম্বাবুয়ে: বোবা পাথর সালানিনি, নিকারাগুয়া: সমোটো ক্যানিয়নে গাবরিয়েলা, সোয়াজিল্যান্ড: রাজা প্রজা পর্যটক, ঈদের সোনালি ইগল ও আকাশরাজ্য । প্রথম আলো বর্ষসেরা বইয়ের পুরস্কার ও বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন।