বইয়ের বিবরণ

ইংরেজ নৃতাত্ত্বিক স্যার জেমস জর্জ ফ্রেজার (১৮৫৪-১৯৪১) বিশ্বের বিভিন্ন জাতি-উপজাতি, গোত্র-উপগোত্র, সম্প্রদায় ও নৃগোষ্ঠীর লোকবিশ্বাস, লোকাচার, মিথ, আর্যা ও উপকথা বিশ্লেষণের মাধ্যমে আদিম সমাজের মানুষ ও প্রকৃতির সম্পর্ক, জাদু ও ধর্মবিশ্বাস, মানুষের দেবত্বলাভ এবং দেবতার মনুষ্যত্ব অর্জন ইত্যাদি বিষয় অনুন্ধান করেন তাঁর ১২ খণ্ডের অসমাপ্ত ভুবনবিখ্যাত The Golden Bough : A Study in Magic and Religion (১৮৯০-১৯১৫) গ্রন্থে। সামাজিক-সাংস্কৃতিক নৃতত্ত্বের এই অন্যতম প্রধান কাজ গত একশ বছর ধরে বিশ্বসাহিত্যের প্রধান শিল্পীদের গভীরভাবে প্রভাবিত করছে, তাঁদের সৃজনশীল চিন্তাভাবনায় সমৃদ্ধ করছে। মানুষের ধর্মীয় ও বৈজ্ঞানিক বিশ্বাসের নানা জটিলতা, নানা কৃত্যাচার, উর্বরতার কৃত্য, মৃত্যু ও পুনর্জাগরণের কৃত্য, বীজ বোনা, ফসল কাটা, নবান্নের কৃত্য, দেবতা নিধন, নরবলি, পশুবলি ইত্যাদির রীতিকৃত্য, প্রতীকাচার যার অবশেষ কিংবা পরিবর্তিত রূপ এ যুগেও বিস্তৃত হয়েছে- এসব ফ্রেজারের মনোযোগের বিষয়। প্রাচীন ও সনাতন ধর্ম, যার অধিকাংশই ছিল উর্বরতা ও কৃষিবিষয়ক কৃত্যাচার এবং যেগুলো আবর্তিত হত রাজা-পুরোহিতের চারপাশে, তাদের নিষ্পত্তিও ঘটত রাজা বা দেবতা বা পুরোহিতের প্রাণদানের মাধ্যমে। জাদু থেকে ধর্ম হয়ে বিজ্ঞান- মানুষের এই যাত্রার কথাই ফ্রেজার লিখেছেন নানা কাহিনি আর দৃষ্টান্ত উদ্ধৃত করে। ইউরোপের গণমনে মিসলটো নামের এক হলুদ বর্ণের পরগাছা শক্তিমত্তার প্রতীক হিসেবে এবং নানা রোগের প্রতিকার ও প্রতিষেধক হিসেবে যে উচ্চাসনে আসীন, তারও নানা কারণ ফ্রেজার অনুসন্ধান করেন এ বইয়ে।

আলোর উৎস কিংবা ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।

এই বিষয়ে আরও বই
আলোচনা ও রেটিং
০(০)
  • (০)
  • (০)
  • (০)
  • (০)
  • (০)
আলোচনা/মন্তব্য লিখুন :

আলোচনা/মন্তব্যের জন্য লগ ইন করুন