অতীশ দীপঙ্কর বাংলাদেশের দার্শনিক ও বৌদ্ধ আচার্য। তাঁর রচনাবলি কেবল দর্শন নয়, সাহিত্য, ধর্ম ও ইতিহাসেরও গুরুত্বপূর্ণ উপাদান। তাঁর জীবনের ঘটনাবলি এবং রচনাকর্ম জড়িয়ে আছে বাংলা, ভারত ও তিব্বতের ইতিহাসের সঙ্গে। সর্বোপরি, এসব রচনায় অতীশ হাজির করেছেন এক অনন্য জীবনদৃষ্টি, যা পাঠকের জন্য পথপ্রদর্শক আলোকবর্তিকা হয়ে উঠতে পারে।
বইয়ের বিবরণ
অতীশ দীপঙ্করের (৯৮২—১০৫৪ খ্ির.) জন্ম বিক্রমপুরের বজ্রযোগিনী গ্রামে। তিনি বৌদ্ধ মাধ্যমিক ধারার দার্শনিক। নাগাজুর্ন-পরবর্তী মাধ্যমিক দর্শনের সারাংশ ধারণ করে আছে তাঁর রচনাবলি। মহাযান বৌদ্ধমতের দার্শনিক বিতর্কগুলো আশ্রয় করে অতীশ গড়ে তুলেছেন এক স্বচ্ছ জীবনদৃষ্টি। চর্যাপদ, দোহাকোষসহ অন্যান্য বৌদ্ধ রচনার ওপর নতুন করে আলো ফেলতে সাহায্য করবে তাঁর এই রচনাবলি। বাংলাদেশ, ভারত ও তিব্বতের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে তাঁর জীবনের নানা ঘটনা এবং রচনাগুলো। পালবংশীয় রাজা নয়পাল ছিলেন তাঁর শিষ্য। তিব্বতীয় রাজার আমন্ত্রণে তিনি তিব্বতে গেছেন এবং সেখানে বৌদ্ধধর্ম সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বাংলা অঞ্চলের ইতিহাস, দর্শন, ধর্ম ও সাহিত্যে অতীশ দীপঙ্কর রচনাবলির গুরুত্ব অনস্বীকার্য।
- শিরোনাম অতীশ দীপঙ্কর রচনাবলি
- লেখক রায়হান রাইন (সম্পাদক)
- প্রকাশক প্রথমা প্রকাশন
আলোর উৎস কিংবা ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।

রায়হান রাইন
জন্ম ৮ মার্চ ১৯৭১, সিরাজগঞ্জে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে দর্শন বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর। এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষক। গল্প লেখার শুরু ছাত্রাবস্থায়, নিসর্গ ছোটকাগজে, ১৯৯৬ সালে। অন্যান্য বই—উপন্যাস: আগুন ও ছায়া ; গল্প: আকাশের কৃপাপ্রার্থী তরু, পাতানো মায়ের পাহাড়, স্বপ্নের আমি ও অন্যরা ; কবিতা: তুমি ও সবুজ ঘোড়া, একদিন সুবচনী হাঁস ; অনুবাদ: মনসুর আল-হাল্লাজের কিতাব আল-তাওয়াসিন (২০১০), পাবলো নেরুদার প্রশ্নপুস্তক ; সম্পাদনা: বাংলার ধর্ম ও দর্শন। তাঁর আগুন ও ছায়া উপন্যাসটি ১৪২০ বঙ্গাব্দে ‘প্রথম আলো বর্ষসেরা বই’ হিসেবে পুরস্কৃত হয়।