নাসিরুদ্দিন হোজ্জার ১০০টি বাছাই গল্পের সংকলন এ বই। প্রচলিত গল্পের বাইরেও রয়েছে আরও কিছু গল্প, যেগুলো হোজ্জাকে চেনাবে নতুন করে। কী গভীর রসবোধ ও তীক্ষ্ণ বুদ্ধি ছিল তাঁর, বোঝা যাবে সেটাও। এ বইয়ের প্রতিটি গল্পের পাঠ সব বয়সী পাঠকের মন ভরে তুলবে নির্মল আনন্দে।
বইয়ের বিবরণ
নাসিরুদ্দিন হোজ্জার ১০০টি বাছাই করা গল্প নিয়ে প্রকাশিত হলো এ বই। তাঁর জনপ্রিয় গল্পের পাশাপাশি এ-যাবৎ তেমন বহুল পঠিত নয়, এমন গল্পও আছে এ বইয়ে। এ বই পড়লে বোঝা যাবে হোজ্জা কী গভীর কৌতুকপ্রবণ ও হাস্যরসিক ছিলেন। তাঁর গল্প শুধু গল্প নয়, এ থেকে শেখার আছে অনেক কিছু। গল্পগুলো সব বয়সের পাঠকের মনকে ঝরঝরে করে তুলবে।
নাসিরুদ্দিন হোজ্জার জন্ম আনুমানিক ১২০৮ খ্িরষ্টাব্দের সূচনায় তুরস্কে। তিনি ছিলেন সুফি সাধক। মানুষ হিসেবে ছিলেন খুবই বুদ্ধিমান। জ্ঞানচর্চার প্রতি তাঁর অপরিসীম আগ্রহ ছিল। ত্রয়োদশ শতাব্দীর মধ্যভাগ থেকেই তাঁর নাম ও তাঁকে নায়ক করে রচিত গল্পগুলো মুখে মুখে ছড়িয়ে পড়ে মধ্যপ্রাচ্য থেকে চীন, সমগ্র এশিয়ায়। এখন তাঁর নামাঙ্কিত গল্প বিশ্ব-ঐতিহ্যের অংশ। ত্রয়োদশ শতাব্দীর শেষভাগে তিনি মারা যান।
- শিরোনাম নাসিরুদ্দিন হোজ্জার ১০০ গল্প
- লেখক আখতার হুসেন
- প্রকাশক প্রথমা প্রকাশন
- আইএসবিএন 978984924040
আলোর উৎস কিংবা ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।

আখতার হুসেন
জন্ম ১৯৪৫ সালের ১ নভেম্বর পিতার কর্মস্থল চাঁপাইনবাবগঞ্জ জেলার আমনুরায়। গদ্য-পদ্য মিলিয়ে প্রকাশিত বই ৬০-এর বেশি। শিশুসাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন বাংলা একাডেমি, শিশু একাডেমী পুরস্কারসহ বেশ কিছু সম্মাননা।