বইয়ের বিবরণ

আলোর উৎস কিংবা ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।

এই লেখকের আরও বই
এই বিষয়ে আরও বই
আলোচনা ও রেটিং
৩(১)
  • (০)
  • (০)
  • (১)
  • (০)
  • (০)
আলোচনা/মন্তব্য লিখুন :

আলোচনা/মন্তব্যের জন্য লগ ইন করুন

Shotabdi Bhattacharjee

০৪ Feb, ২০২৩ - ১১:৩৬ AM

আত্মজীবনী-জীবনী ধরনটা আমার প্রিয় জনরার মধ্যে অন্যতম। একটা ভালো আত্মজীবনী একজন মানুষকে চেনানোর পাশাপাশি তাঁকে এবং তাঁর ব্যক্তিত্বকে অন্যভাবে চেনায়, জানায় কেমন ছিল তাঁর জীবনসংগ্রাম, একই সাথে জানা যায় কেমন ছিল আশেপাশের জীবনযাপন এবং আভাস পাওয়া যায় ইতিহাসের নানান ঘটনাবলির। সনজীদা খাতুন সমসাময়িক একজন অন্যতম শ্রেষ্ঠ সাংস্কৃতিক ব্যক্তিত্ব। কাজী মোতাহার হোসেনের কন্যা এবং কাজী আনোয়ার হোসেনের ভগ্নী হওয়া সত্ত্বেও তাঁর নিজস্ব পরিচয়েই তিনি বেশি পরিচিত। শিক্ষকতার পাশাপাশি গান এবং গবেষণামূলক রচনার জন্য তাঁর অবদানও অবিস্মরণীয়। তাঁরই কলমে এই বইটিতে উঠে এসেছে জীবনারম্ভ থেকে সম্মাননা অর্জন পর্যন্ত জীবনের বিভিন্ন ধাপের সীমিত বর্ণনা। প্রাথমিক শিক্ষা এবং শান্তিনিকেতন এর দিনগুলি বোধ করি ছিল তাঁর জীবনের সবচাইতে আনন্দের সময়। পরবর্তীতে কর্মজীবনে তিনি মুখোমুখি হয়েছেন অনেক বিরোধিতার। মুক্তমনা, স্বাধীনচেতা ছিলেন বলে অনেক সাম্প্রদায়িক শক্তি ছিল তাঁর বিপক্ষে, একই সাথে তাঁর নারী বিষয়ক চিন্তাভাবনাও ছিল একটু আলাদা অন্যদের থেকে। নারী হওয়ার সুবাদে আলাদা করে কোন সম্মান বা সুবিধা নিতে তিনি সেই যুগেও ছিলেন না বিশ্বাসী। মানুষ হিসেবেই প্রতিক্ষেত্রে তাঁর কৃতিত্বের সাক্ষর রাখতে চেয়েছিলেন তিনি। মুক্তিযুদ্ধকালীন নানান টুকরো স্মৃতিতে ধরা পড়ে তখনকার অস্থির সময়, তার আগের সময়ে টালমাটাল হয়ে পড়া সংস্কৃতি। চাকরিক্ষেত্রে বিরোধিতা সত্ত্বেও অটল-অবিচল থেকে নিজ লক্ষ্যপূরণের দিকে এগিয়ে যাওয়া নিঃসন্দেহে তাঁর শক্তিমত্তার পরিচায়ক। ছায়ানটের প্রতি ছিল তাঁর অপার মুগ্ধতা এবং ভালোবাসা। শান্তিনিকেতনে পড়াকালীন অন্নদাশংকর রায় ছিলেন তাঁর স্থানীয় অভিভাবক। তবে তাঁর ব্যক্তিগত জীবনের ভালোবাসা-সংগ্রাম-টানাপোড়েন সত্যিই দুঃখদায়ক। তিন সন্তানকে প্রায় একা হাতেই মানুষ করেছেন তিনি। হুমায়ূন আজাদের সাথে তাঁর হৃদ্যতা ছিল, ছিলেন আহমদ শরীফের প্রিয়ভাজন। এছাড়াও অনেক গুণী ব্যক্তিত্বের কথা তাঁর মুখে জানা যায়। বাংলা ভাষার প্রতি অসম্ভব টান উঠে এসেছে সৈয়দ আলী আহসানের সাথে এক টুকরো কথোপকথনেই। সাবলীল লেখনীর সাথে সাথে নির্ভীকভাবে উচ্চারিত সত্য এই বইটিকে ছোট হলেও বেশ গুরুত্বপূর্ণ লেখাতে পরিণত করেছে। সনজীদা খাতুন, যিনি সদ্যই ভূষিত হয়েছেন 'পদ্মশ্রী' পদকে, তাঁর জীবনবৃত্ত তাই একই সাথে শিক্ষণীয় এবং মর্মস্পর্শী। #প্রথমাডটকম_কথাপ্রকাশ_বই_রিভিউ_প্রতিযোগিতা