১৮০.০০ টাকা ২৫% ছাড় ২৪০.০০ টাকা

কিশোরের কথার ঢং অস্বাভাবিক লাগল রবিনের। এমন ভঙ্গিতে কিশোরের দিকে তাকাল, যেন ওর দুটো শিং গজিয়ে গেছে, ‘কী হয়েছে তোমার?’ ‘বললাম, চুপ করে থাকো,’ এই চারটা শব্দের মধ্যেই পুরো বিষয়টা বোঝাতে চাইল কিশোর। ‘এই, এত কথা বলছ কেন তোমরা?’ সন্দিহান ভঙ্গিতে জিজ্ঞেস করল নিরো। চুপ থাকতে পারল না রবিন, ‘আমি তো একটা অতি সাধারণ কথা জিজ্ঞেস করলাম।’ হঠাৎ করেই বরফের মতো জমে গেল যেন দুই গোয়েন্দা। নিরোর হাতে একটা পিস্তল বেরিয়ে এসেছে, নলটা তাকিয়ে আছে ওদের দিকে। আদেশের সুরে বলল, ‘এবার নিশ্চয় চুপ করবে।’ ‘আপনারা সিআইএ এজেন্ট নন, তাই না?’ জিজ্ঞেস না করে পারল না রবিন। দুই গোয়েন্দার দিকে পিস্তলটা তাক করে রেখে শোফারের দিকে তাকাল নিরো, ‘ক্রিস, আমরা নাকি সিআইএ এজেন্ট? হাহ্‌ হাহ্‌ হাহ্‌।’ ‘ফাঁদ, রবিন, লাফ দাও!’ চেঁচিয়ে উঠল কিশোর। 

পছন্দের তালিকায় রাখুন

বইয়ের বিবরণ

গোল্ডেন বাইক নিয়ে বাইক রেসে যোগ দিতেই বিপদ শুরু হলো ডন ম্যারনের। কেউ একজন চায় না, ও রেসে টিকে থাকুক। গোয়েন্দা কিশোর-মুসা-রবিনের কাছে সাহাঘ্য চাইল ডন। ওরা তদন্তে নামার সঙ্গে সঙ্গে আরও বিপজ্জনক হয়ে উঠল কেসটা। চুরি হয়ে গেল গোল্ডেন বাইক। সবশেষে ডন নিজেই উধাও হলো।

অপরাধীর পদাঙ্ক অনুসরণ করে রকি বিচ থেকে সুদূর এমিটিভিলের পার্বত্যাঞ্চলে পাড়ি জমাল গোয়েন্দারা, ভয়ানক এক ষড়যন্ত্রের গন্ধ পেল, যা সাইকেল চুরির চেয়ে অনেক বেশি ভয়াবহ। বিপদের পর বিপদ। প্রাণ বাঁচানোই দায় হয়ে পড়ল কিশোর গোয়েন্দাদের। 

আলোর উৎস কিংবা ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।

রকিব হাসান

জন্ম কুমিল্লায়, ১৯৫০ সালে। নামে-বেনামে তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা প্রায় ৪০০। অনুবাদ করেছেন মহা ক্ল্যাসিক অ্যারাবিয়ান নাইটস ও এডগার রাইস বারোজের ‘টারজান’ সিরিজ। ছোটদের জন্য লেখা তাঁর ‘তিন গোয়েন্দা’ সিরিজ সবচেয়ে বেশি জনপ্রিয়। এই সিরিজের তিনটি মূল চরিত্র কিশোর, মুসা ও রবিনকে নিয়ে প্রথমা প্রকাশনের জন্য লিখছেন ‘গোয়েন্দা কিশোর মুসা রবিন’ সিরিজ। এই সিরিজের আগের দশটি বই রহস্যের দ্বীপ, হাইপারসনিক রহস্য, গোল্ডেন বাইক রহস্য, অর্গান পাইপ রহস্য, অপারেশন বাহামা আইল্যান্ড, বাঘের মুখোশ, গোলকরহস্য, ক্যানারি দ্বীপের রহস্য, ডাইনির শহর ও সবুজ দুর্গ । প্রথমা থেকে প্রকাশিত হয়েছে তাঁর লেখা ‘সায়েন্স ফিকশন সিরিজ’-এর দুটি বই।

এই লেখকের আরও বই
এই বিষয়ে আরও বই
আলোচনা ও রেটিং
০(০)
  • (০)
  • (০)
  • (০)
  • (০)
  • (০)
আলোচনা/মন্তব্য লিখুন :

আলোচনা/মন্তব্যের জন্য লগ ইন করুন