দক্ষিণ আফ্রিকায় সবাই তাকে ‘মাদিবা’ নামেই চেনে। এটি তার গোত্রীয় নাম। ১৯১৮ সালের ১৮ জুলাই জন্ম। জন্মের পর থেকেই সংগ্রাম। সেই সংগ্রাম এখনও থেমে নেই। সুদীর্ঘ সাতাশ বছর জেলখানায় কাটিয়ে ১৯৯০ সালে মুক্তি পান নেলসন রোলিহলাহলা ম্যান্ডেলা। ‘১৯৯৪ সালে দক্ষিণ আফ্রিকার প্রথম গণতান্ত্রিক সরকারের প্রেসিডেন্ট হন। ১৯৯৩ সালে এই মহান নেতা নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন। এখন অবসরে আসলেও তিনি থেমে নেই। দক্ষিণ আফ্রিকায় তিনি গড়ে তুলেছেন এক সমাজসেবামূলক প্রতিষ্ঠান ‘ম্যান্ডেলা ফাউন্ডেশন।’ এ ফাউন্ডেশনের প্রধান হিসেবে এখনও সংগ্রাম করছেন এই চিরসংগ্রামী।
বইয়ের বিবরণ
- শিরোনাম লং ওয়াক টু ফ্রিডম
- লেখক নেলসন ম্যান্ডেলা
- প্রকাশক অন্যধারা
আলোর উৎস কিংবা ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।