আমারে দেব না ভুলিতে

লেখক: আশীফ এন্তাজ রবি

বিষয়: কথাসাহিত্য, উপন্যাস

৪৫০.০০ টাকা ২৫% ছাড় ৬০০.০০ টাকা

বইয়ের বিবরণ

  • শিরোনাম আমারে দেব না ভুলিতে
  • লেখক আশীফ এন্তাজ রবি
  • প্রকাশক আদর্শ
  • প্রকাশের সাল ২০২১
  • মুদ্রণ 1st published, 2021
  • বাঁধাই Hardcover
  • পৃষ্ঠা সংখ্যা ৩৩৬
  • দেশ বাংলাদেশ
  • ভাষা বাংলা

আলোর উৎস কিংবা ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।

এই লেখকের আরও বই
এই বিষয়ে আরও বই
আলোচনা ও রেটিং
৫(১)
  • (১)
  • (০)
  • (০)
  • (০)
  • (০)
আলোচনা/মন্তব্য লিখুন :

আলোচনা/মন্তব্যের জন্য লগ ইন করুন

Golam Hafiz Fahim

১৯ Feb, ২০২৩ - ৭:৩১ PM

বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাম প্রায় সকলেরই জানা অথচ তার জীবনী ঠিক কতজনের জানা ? সামান্য একটা উদাহরণ দেয়া যাক : আপনি জানেন কি কাজী নজরুল ইসলামের বাবা-মা তার নাম দিয়েছিলেন তারাক্ষ্যাপা এবং নজর আলী। কাজী নজরুল ইসলামের দুখু মিয়া নামটি ব্যাখ্যা করার সময় ক্লাস সেভেন/এইটে থাকাকালীন লিখে আসতাম অল্প বয়সে বাবা-মাকে হারিয়ে রুটির দোকানে কাজ করে, যাত্রাপালায় নাটক-গান করে পেট চালনার কারণে তিনি দুখু মিয়া। অথচ তিনি দুখু মিয়া নামটি রাখেন তার বড় ভাই সাহেবজান এবং তখন তার বাবা-মা উভয়েই জীবিত ছিলেন। দিনের বেলায় ইমামতি করে রাত্রে যাত্রাপালায় নাচ-গান শেখানো গুরু, চাচা বজলে করিম কাজী নজরুল ইসলামের বাবার মৃত্যুর পর মা'কে বিয়ে করায় তিনি বাড়ি ছেড়ে পালিয়ে যান। লেখক আশীফ এন্তাজ রবি ঘটনাপ্রবাহকে অত্যন্ত দারুণ ভাবে ফুটিয়ে তুলেছেন। একদিকে কাজী নজরুল ইসলামের বাল্যকালের ঘটনা অন্যদিকে সার্কাসের ঘটনা। পরবর্তীতে দেখা যায় নজরুল সঙ্গীত শিল্পী ইন্দুবালার মা রাজুবালা সার্কাসের খেলা দেখাতেন। এই বইটা না পড়লে জানতামই না রবীন্দ্রনাথ ঠাকুর তার বসন্ত বইটি কবি নজরুলকে উৎসর্গ করেছিলেন অথচ রবীন্দ্রনাথ ঠাকুরের ভক্তরা কবি নজরুলকে কবি বলতে নারাজ। কাজী নজরুল ইসলামের সাথে কাজী মোতাহার হোসেন চৌধুরী, জসীমউদ্দীন (পত্রিকায় প্রথম লেখা প্রকাশে কবি নজরুলের অবদান ছিল), মোজাফফর আহমদ, বিধানচন্দ্র রায় (পশ্চিমবঙ্গের প্রখ্যাত রাজনীতিবিদ), শেরে বাংলা এ কে ফজলুল হক, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সহ আরো বহু খ্যতিমানের সংযোগ ছিল। বইটি পড়ার সময় মাঝেমধ্যেই মনে হয়েছে ঘটনাগুলো কাল্পনিক কিন্তু লেখক বইয়ের শেষে ৩৯ টি বইয়ের সন্ধান এবং অজস্র প্রবন্ধ, সংবাদপত্র ও সাময়িকীর কথা উল্লেখ করে জানান দিয়েছেন বইটির গ্রহণযোগ্যতা সম্পর্কে। কাজী নজরুল ইসলাম কুমিল্লায় সৈয়দা ওরফে নার্গিসের সাথে বিয়ের আসরে পালিয়ে যাওয়াকে অনেকে বিয়ের প্রতি কাজী নজরুল ইসলামের অনাগ্রহতাকে দায়ী করলেও মূল কারণ ছিল নার্গিসের মামা আলী আকবর খান চেয়েছিলেন কাজী নজরুল ইসলাম তার কথামতো চলবেন, তার বাধ্যগত হবেন। কুমিল্লার মেয়ে আশালতা সেন ওরফে প্রমিলা দেবীকে বিয়ে করলেও কাজী নজরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ছাত্রী ফজিলাতুন্নেসার প্রেমেও মজেছিলেন। অর্থকষ্টে জীবন অতিবাহিত করলেও কাজী নজরুল ইসলাম কিন্তু ক্রাইসলার কোম্পানির কনভার্টেবল গাড়ি কিনেছিলেন। কাজী নজরুল ইসলাম অ্যালজাইমার (প্রথমে অনেকে বলেছিল স্ট্রোক, এরপর সিফিলিস) রোগে আক্রান্ত হলে কিছু তরুণ চিকিৎসার জন্য অর্থ উত্তোলনে ভালো রকম প্রচারণা চালায় কিন্তু রীতিমতো ভেলকি দেখিয়ে পুরো টাকাই তারা আত্মসাৎ করে ফেলে। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনের নানা ঘটনা, জীবনী ফিকশনাল কায়দায় পড়তে আশীফ এন্তাজ রবির লেখা ‘আমারে দেব না ভুলিতে’ বইয়ের জুড়ি মেলা ভার।