নদী পেরিয়ে রোহিঙ্গারা আসছে, এই দৃশ্য যেন বাইবেলের সেই এক্সোডাস—বাস্ত্তচ্যুতদের অভিযাত্রা। মুসা একজন রোহিঙ্গা, তার মতোই অনেকটা বিহারি রহমতুল্লাহ, পাহাড়ি দিবাকরের জীবন। তাদের আগে আর পিছে ছিল শরণার্থী-কাহিনি। কথাশিল্পী শাহীন আখতারের এ বইয়ে পাঠক বর্তমান সময়ের স্পন্দন অনুভব করবেন।
বইয়ের বিবরণ
ভরবর্ষায় নাফ নদী পেরিয়ে রোহিঙ্গারা আসছে। তাদের আগমনের দৃশ্যটা বাস্তব দুনিয়ার মনে হয় না, মনে হয় বাইবেলের সেই এক্সোডাস—বাস্ত্তচ্যুতদের অভিযাত্রা। ‘অলৌকিক ছড়ি’ গল্পের মুসার মতোই অনেকটা বিহারি রহমতুল্লাহ, পাহাড়ি দিবাকর। তাদের আগে-পিছে ছিল শরণার্থী-কাহিনি। আজকের দুনিয়ায় যে কেউ যেকোনো সময় এ কাফেলার অংশ হয়ে যেতে পারে। হোস্টেল সুপারের মার্ডারের ঘটনা মর্মান্তিকই শুধু নয়, বয়ঃসন্ধিকালের অনুকরণীয় একজনের করুণ পরিণতি যেন নিজের সেই বয়সটারই খুন হওয়ার বার্তা বয়ে আনে। বর্তমান সময়ের স্পন্দন এ সংকলনের প্রায় সব গল্পেই পাওয়া যাবে।
- শিরোনাম ভালোবাসার পরিধি
- লেখক শাহীন আখতার
- প্রকাশক প্রথমা প্রকাশন
- আইএসবিএন ৯৭৮৯৮৪৯৪৩৬৪১৬
- মুদ্রণ 1st Published, 2020
- বাঁধাই Hardcover
- পৃষ্ঠা সংখ্যা ১১২
- দেশ বাংলাদেশ
- ভাষা বাংলা
আলোর উৎস কিংবা ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।
শাহীন আখতার
জন্ম কুমিল্লা জেলার চান্দিনায়। পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, অর্থনীতিতে। প্রায় দুই দশক ধরে গল্প-উপন্যাস লিখছেন। দ্বিতীয় উপন্যাস তালাশ-এর জন্য প্রথম আলো বর্ষসেরা বই ১৪১০ পুরস্কার পান। বইটির ইংরেজি তরজমা দ্য সার্চ নামে দিল্লির প্রকাশনা হাউস জুবান প্রকাশ করেছে ২০১১ সালে। তালাশ-এর কোরিয়ান ভাষার সংস্করণ আর সখী রঙ্গমালা উপন্যাসের ইংরেজি সংস্করণ বিলাভেট রঙ্গমালা প্রকাশের কাজ চলছে। প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত ময়ূর সিংহাসন উপন্যাসের জন্য তিনি পেয়েছেন বাংলার পাঠশালা আখতারুজ্জামান ইলিয়াস কথাসাহিত্য পুরস্কার ২০১৫ এবং আইএফআইসি ব্যাংক পুরস্কার। তিনি ভারতের আনন্দবাজার গ্রুপের টিভি চ্যানেল এবিপি আনন্দ কতৃর্ক সাহিত্যে ‘সেরা বাঙালি’ সম্মানে ভূষিত হয়েছেন ২০১৪ সালে। অতি সম্প্রতি তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেছেন।