রুপার সিন্দুক
লেখক: রকিব হাসান
বিষয়: শিশু-কিশোর সাহিত্য, রহস্য–রোমাঞ্চ, গোয়েন্দা ও ভৌতিক, গোয়েন্দা কিশোর মুসা রবিন সিরিজ, বইমেলা ২০২১
বিড়ালটার চোয়াল আমার ডান কাঁধে চেপে এল। আমাকে ওপরে তুলে ফেলল। তীক্ষ্ণ চিৎকার শুনলাম নিনার। দ্বিতীয় বিড়ালটা ওকে শূন্যে তুলে নিয়ে নালার ওপর ঝোলাল। আমাকে ফেলা হলো তীরের কাছের শক্ত মাটিতে। ব্যথায় চিৎকার করে উঠলাম। তাকিয়ে দেখলাম বিশাল বিড়ালটা তার বিরাট মাথাটা নামিয়ে আনছে আবার কামড়ে ধরার জন্য। ‘কী করছে এরা? এমন করছে কেন?’ নিনার চিৎকার শুনতে পেলাম। শীতল আতঙ্ক শিহরণ তুলল সারা শরীরে। ‘খাবার নিয়ে খেলছে।’ এর পর কী ঘটবে...
বইয়ের বিবরণ
রবিন মিলফোর্ডের বাবার মতো ভালো গল্পবলিয়ে আর নেই। তিনি একজন অতিবিখ্যাত লেখক, ভালো পাণ্ডুলিপির সংগ্রাহক। এ জন্যই রবিন আর তার খালাত বোন নিনা ব্রোভানিয়ার বনে এসে হাজির হলো। প্রাচীন একটা লোককাহিনির পাণ্ডুলিপি খুঁজছেন মি. মিলফোর্ড। রবিন আর নিনা সাহায্য করতে চাইল তাঁকে। কিন্তু হারানো পাণ্ডুলিপি খুঁজে পাওয়ার বদলে ওরা নিজেরাই হারিয়ে গেল। ব্রোভানিয়ার জঙ্গল নানা রকম হিংস্র জন্তু-জানোয়ারে ভরা। হাজার হাজার মানুষখেকো ইঁদুর। একটা রহস্যময় রুপালি কুকুর আর অতীত থেকে উঠে আসা ভীষণ ভাইকিং দস্যু...সব মিলিয়ে এক ভয়াবহ অবস্থা...
- শিরোনাম রুপার সিন্দুক
- লেখক রকিব হাসান
- প্রকাশক প্রথমা প্রকাশন
আলোর উৎস কিংবা ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।

রকিব হাসান
জন্ম কুমিল্লায়, ১৯৫০ সালে। নামে-বেনামে তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা প্রায় ৪০০। অনুবাদ করেছেন মহা ক্ল্যাসিক অ্যারাবিয়ান নাইটস ও এডগার রাইস বারোজের ‘টারজান’ সিরিজ। ছোটদের জন্য লেখা তাঁর ‘তিন গোয়েন্দা’ সিরিজ সবচেয়ে বেশি জনপ্রিয়। এই সিরিজের তিনটি মূল চরিত্র কিশোর, মুসা ও রবিনকে নিয়ে প্রথমা প্রকাশনের জন্য লিখছেন ‘গোয়েন্দা কিশোর মুসা রবিন’ সিরিজ। এই সিরিজের আগের দশটি বই রহস্যের দ্বীপ, হাইপারসনিক রহস্য, গোল্ডেন বাইক রহস্য, অর্গান পাইপ রহস্য, অপারেশন বাহামা আইল্যান্ড, বাঘের মুখোশ, গোলকরহস্য, ক্যানারি দ্বীপের রহস্য, ডাইনির শহর ও সবুজ দুর্গ । প্রথমা থেকে প্রকাশিত হয়েছে তাঁর লেখা ‘সায়েন্স ফিকশন সিরিজ’-এর দুটি বই।