দ্বিতীয় ভ্রান্তিপাশ

লেখক: সাগুফতা শারমীন তানিয়া

বিষয়: কথাসাহিত্য, গল্প

১৮০.০০ টাকা ২৫% ছাড় ২৪০.০০ টাকা

ষোলোটি গল্পে গাঁথা সংকলন দ্বিতীয় ভ্রান্তিপাশ। হারানো সময়ের দিকে একটা চোরাই টান তো রয়েছেই, আত্মচরিতমূলক কথনভঙ্গিতে মিশে গেছে অলীক-অবাস্তব; কনটেম্পরারির পাশেই সমান্তরাল স্রোতে বয়ে চলেছে মিথ কিংবা মিথোপিয়া, কখনো মিলেঝিলেও যাচ্ছে তারা। গল্পগুলো পাঠককে নতুনতর অভিজ্ঞতার স্বাদ দেবে নিঃসন্দেহে।

পছন্দের তালিকায় রাখুন

বইয়ের বিবরণ

গল্পকার অনায়াসে পাঠককে নিয়ে গেছেন আপন পটভূমিতে, যেখানে চরিত্রের আশা-উদ্দেশ্য-হর্ষ-বিমর্ষতা-দিগ্‌ভ্রান্তি পাঠকের নিজের অভিজ্ঞতায় চেনা মনে হবে। কিন্তু সেই চিরচেনাকে লেখক একরকম সতেজ বুদ্ধি আর সরস অন্তর্দৃষ্টিতে ধারণ করেছেন। লেখক নির্ভান ভালোবেসেছেন আলোছায়াময় প্রকৃতিকে, তাতে সন্নিবিষ্ট মানুষকে। গল্পগুলোর কোথাও অবিরাম উল বুনে যাওয়া যেকোনো নারী যেমন আছেন, তেমনি আছেন মিথলজির রানি পেনেলোপি। একদিকে আছে শক্তি ঔষধালয়ের কবিরাজ, আরেক দিকে ইতিহাসের পাতা থেকে মহানন্দাপারের ফকির শাহদানা। আছে হারিয়ে যাওয়া শৈশব-সম্পর্ক-দেশকে এমনকি সেক্সুয়াল ওরিয়েন্টেশনকে খুঁজে ফেরা মানুষ, সময়ের সঙ্গে সঙ্গে সামাজিক পটপরিবর্তনে খেই হারিয়ে ফেলা মানুষ। গ্লোবালাইজেশন, বহু-সংস্কৃতির প্রভাব, অর্থনৈতিক বৈষম্যের মতো ইস্যু এসেছে চরিত্রগুলোর আন্তর টানাপোড়েনে।  কুণ্ডলায়িত কোনো দীর্ঘ বর্তনীর মতো সাগুফতা প্রায়ই স্পর্শ করে গেছেন আজ আর গতকালকে, নির্মাণেই সীমাবদ্ধ করেননি চরিত্রকে—রীতিমতো যাপন করেছেন। একরকম প্লেফুল প্রোজ এই গল্পগুলোকে সুতায় বেঁধেছে, অজস্র সংলাপ যেখানে স্বগত, যতিচিহ্নও যেখানে চারিত্র। 

আলোর উৎস কিংবা ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।

সাগুফতা শারমীন তানিয়া

জন্ম ঢাকার বাসাবোয়। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে স্থাপত্যে স্নাতক, মাস্টার্স লন্ডনের গ্রিনউইচ বিশ্ববিদ্যালয়ে। বর্তমানে প্রবাসী এই লেখকের ২০১০ সালে প্রথম প্রকাশিত উপন্যাসসহ মোট বই ৪টি—৩টি গল্পগ্রন্থ, একটি যৌথভাবে লেখা। অনলাইনে এবং বাংলা পত্রিকায় নিয়মিত লেখেন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাহিত্য-জার্নাল ‘ওয়াসাফিরি’ এবং ‘এশিয়া লিটারারি রিভিউ’তে তাঁর লেখা প্রকাশিত হয়েছে। ২০১৭ সালে সৃজনশীল লেখার জন্য স্থান করে নিয়েছেন সেরা ২০০ ভিনভাষী বিলেতি লেখকদের তালিকায়। পেশা শিক্ষকতা।

এই লেখকের আরও বই
এই বিষয়ে আরও বই
আলোচনা ও রেটিং
৫(১)
  • (১)
  • (০)
  • (০)
  • (০)
  • (০)
আলোচনা/মন্তব্য লিখুন :

আলোচনা/মন্তব্যের জন্য লগ ইন করুন

মো: নাফিউল ইসলাম

২৭ Feb, ২০২৩ - ৯:০২ PM

মোট ষোলো গল্পের গল্পগ্রন্থটি শুরু হয়েছে 'আঁধারের রুপ' গল্পটি দিয়ে যেখানে বুবলি তার শৈশবের বিনু আন্টি উঁকি দেয় স্মৃতির পাতা থেকে, মনে করে শিপার ভাইয়ার কথা যে তাদেরকে শোনাতো গল্প।তার পড়তে বলা শরৎচন্দ্রের লেখা, আঁধারের রুপ আবিষ্কার এসবই বুবলী মনে করে দূর সময়ে বসে। আষাঢ়-শ্রাবণের কালিঝুলি আকাশ, পুরানা ঘন্টাঘর,মির্জাসাব এইসব নিয়েই পরের গল্পটা যার নাম 'একটি পার্শ্বচরিত্রের গল্প'।উত্তরের দিনাজপুরের মালদহপট্টির গল্প শুনিয়েছেন তানিয়া এর পরের গল্পে যেখানে উঠে আসে গির্জার গল্প, আয়ুর্বেদের গল্প ও এক পারুলের গল্প যা শেষ হয় নির্মমভাবে। আত্মকথন,টুকরো স্মৃতি, উদ্দেশ্যহীনতা, ক্যাথরিন,রকগার্ডেনের স্যাকুলেন্ট সব মিলিয়ে এক নি:সঙ্গ জীবনের গল্প শুনিয়েছেন লেখক 'ডার্লিং' গল্পে। আরেক গল্প 'অত্যাগসহ'নে সিরাজুম মুনীরা চিঠি লিখে তার মঞ্জু আপাকে যেখানে ফুঁড়ে বের হয় না পাওয়ার বেদনা, ঝাপসা স্মৃতি। দুলাল ও মুনিয়ার কাহিনি, যে মুনিয়া পরে সিনেমার নায়িকা হয়ে উঠে তারই গল্প শোনান লেখক আমাদের 'দ্বিতীয় ভ্রান্তিপাশ' গল্পে।'প্রগাঢ় নিকুঞ্জ' গল্পে নাজনীন,ফজলু,হারুন, জয়নুদ্দিনের মতো চরিত্রেরা কাহিনি তৈরি করে। ভাগাভাগি করে প্রবাসের দাসত্বের গল্প।আবার জোহানা, গুজরাটি বুড়ি সোনুর গল্পও। লুবনা, শুভম ও মাদ্রাসার ছাদে পেট্রোল ঢেলে মারা এবং এই হত্যাকাণ্ডের রিজনিং সব মিলেমিশে তৈরি করবে 'মধুবাতা ঋতায়তে'৷ এ যেন একগুচ্ছ স্মৃতিচারণ যেখানে লেখক পাঠককে নিয়ে ঘুরে বেড়ান নিজের অভিজ্ঞতায়। পরিচিত করেন এক নতুন জগতের সাথে যা বেশ দূরে ফেলে আসা,প্রায় মৃয়মান। প্রযুক্তি, দিনবদল,মানবীয় সম্পর্কের উত্থান-পতনের গল্প পাওয়া যাবে এই বইয়ের প্রতিটি গল্পে। ধূসর ফেলে আসা সময়কে ধারণের কাহিনী মিলবে এখানে। তানিয়া পরিবর্তিত সেই সময়কে ধরে রেখেছেন তার গল্পে মুনশিয়ানার সাথে,সুতোয় বেঁধে। নস্টালজিয়া, একাকীত্বের মোড়কে প্রতিটি গল্প অতীতকে বর্তমানের সাথে জুড়ে দিয়েছে নিপুণভাবে। #প্রথমাডটকম_কথাপ্রকাশ_বই_রিভিউ_প্রতিযোগিতা