দশে-বিদেশে ড. সেলিম জাহানের পরিচিতি একজন কৃতী অর্থনীতিবিদ হিসেবে। কর্মসূত্রে বিভিন্ন দেশ ভ্রমণ ও খ্যাত-অখ্যাত নানা মানুষের সঙ্গে মেশার সুযোগ তাঁর হয়েছে। বিচিত্র সে সব অভিজ্ঞতা, নানা হিরণÄয় স্মৃতি এবং জীবন-জগৎ সম্পর্কে তাঁর গভীর ভাবনা ও উপলব্ধি অত্যন্ত স্বাদু ভাষায় ও আকর্ষণীয় ভঙ্গিতে লেখা হয়েছে এ বইয়ে।
বইয়ের বিবরণ
জীবনের চলার পথে খ্যাত-অখ্যাত কতজনের সঙ্গেই তো মানুষের দেখা হয়। কত ঘটনারই সম্মুখীন হতে হয় তাকে। এসব দেখাশোনা, আলাপ-পরিচয় মানুষের স্মৃতির সঞ্চয়কে সমৃদ্ধ করে তোলে। আবার তারই সূত্রে মানুষের মনে কিছু অনুভব-উপলব্ধি, ভাবনাচিন্তা জন্ম নেয়। তা যেমন আপন পারিপার্শ্বিকতা অর্থাৎ স্বদেশ ও সমাজ সম্পর্কে, তেমনি বিদেশ বা বিশ্ব সম্পর্কেও। কখনো হারিয়ে যাওয়া প্রিয়-পরিচিতজনদের কথা ভেবে স্মৃতিভারাতুর হয়ে ওঠে মন। বেলা-অবেলার কথা বইটিতে ড. সেলিম জাহান এক আশ্চর্য স্বাদু ও মমত্বময় ভাষা ও ভঙ্গিতে তাঁর সে বিচিত্র অভিজ্ঞতা, যাপিত জীবনের চালচিত্র ও ব্যক্তিগত ভাবনা তুলে ধরেছেন। ফেসবুকে লেখাগুলো প্রকাশের সময়ই তা ব্যাপক পাঠকের আগ্রহ ও মনোযোগ আকর্ষণ করে। তাঁর সে লেখার ঝাঁপি থেকে নির্বাচিত কিছু রচনা প্রথমা প্রকাশন এবার মলাটবন্দী করে প্রকাশ করল।
- শিরোনাম বেলা-অবেলার কথা
- লেখক সেলিম জাহান
- প্রকাশক প্রথমা প্রকাশন
- আইএসবিএন ৯৭৮৯৮৪৯৩১৮৮৫৯
আলোর উৎস কিংবা ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।
সেলিম জাহান
জন্ম ১৯৫১ সালে বরিশালে। স্কুল ও কলেজ পর্যায়ে পড়াশোনা যথাক্রমে বরিশাল জিলা স্কুল ও বিএম কলেজে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর। কমনওয়েলথ বৃত্তি নিয়ে কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন। পেশাজীবনের শুরু ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা দিয়ে। পরে কানাডা ও যুক্তরাষ্ট্রের একাধিক বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন। বর্তমানে নিউইয়র্কে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির মানব উন্নয়ন প্রতিবেদন দপ্তরের পরিচালক। ইতিপূর্বে বিশ্বব্যাংক, আইএলও, ইউএনডিপি এবং বাংলাদেশ পরিকল্পনা কমিশনে পরামর্শক ও উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। এ যাবৎ প্রকাশিত উল্লেখযোগ্য বই বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি, অর্থনীতি-কড়চা, শার্সিতে স্বদেশের মুখ, Freedom for Choice, Development and Deprivation and Overcoming Human Poverty.