কীভাবে কিনব
আপনি যে বইটি কিনতে চান, সেটির ডান পাশে 'কার্টে যোগ করুন' বা 'এখনই কিনুন' বাটনে ক্লিক করলে সেটি আপনার কার্ট-এ যুক্ত
হবে। একাধিক বই কিনতে চাইলে একই নিয়মে আরও বই কার্ট–এ যুক্ত করতে হবে। এরপর ওপরে ডান পাশে কার্ট-এ কার্সর রেখে 'কার্ট দেখুন'-এ ক্লিক করে 'অর্ডার দিন'-এ
ক্লিক
করুন।
ওটিপি
নম্বর
দিয়ে আপনার
মোবাইল নম্বর ভেরিফাই করে নাম, ঠিকানা ইত্যাদি দিয়ে 'সাইন আপ' করুন। এরপর পেমেন্ট মেথড নির্বাচন করে 'অর্ডারটি নিশ্চিত করুন'-এ
ক্লিক করলে আপনার অর্ডারটি সম্পন্ন হবে।
অনলাইনে রেজিস্ট্রেশন ছাড়াই যেভাবে অর্ডার করতে পারবেন:
আপনি info@prothoma.com–এ ইমেইল করে অথবা আমাদের ফেসবুক পেজের মেসেঞ্জারে মেসেজ দিয়ে কাঙ্ক্ষিত বইটি অর্ডার করতে পারেন। এ ক্ষেত্রে কাঙ্ক্ষিত বই/বইগুলোর তালিকা, ফোন নম্বরসহ আপনার পূর্ণ ঠিকানা (উদাহরণ: বাড়ি নং, রোড নং, এলাকার নাম অথবা গ্রাম, পোস্ট অফিস, থানা/উপজেলা, জেলার নাম ইত্যাদি) পাঠিয়ে দিতে পারেন।
এ ছাড়া আমাদের ফেসবুক পেজ, ইন্সটাগ্রাম পেজে মেসেজ করে অথবা ০১৭৩০০০০৬১৯-এ সরাসরি কল করে অর্ডার করতে পারবেন। আমরাই আপনার সঙ্গে যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত বই/বইগুলো পাঠিয়ে দেব।