
আসিফ নজরুল
জন্ম ১৯৬৬ সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক। ১৯৯৯ সালে লন্ডন থেকে আন্তর্জাতিক আইনে পিএইচডি করেন। জার্মানি ও ইংল্যান্ডে কাজ করেছেন পোস্টডক্টরাল ফেলো হিসেবে। সাপ্তাহিক বিচিত্রার সাংবাদিক হিসেবে খ্যাতিমান ছিলেন। কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক হিসেবেও তাঁর খ্যাতি রয়েছে। "নিষিদ্ধ কয়েকজন" উপন্যাসের এই আলোচিত লেখক দীর্ঘ বিরতির পর সৃজনশীল লেখালেখি করছেন গত কয়েক বছর ধরে। এরপর তাঁর অসমাপ্তির গল্প, বেকার দিনের প্রেম, উধাও ও ঘোর উপন্যাসগুলোও পাঠকের কাছে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। তাঁর নন-ফিকশন গ্রন্থের মধ্যে পিএইচডির গল্প, মানবাধিকার, সংবিধান বিতর্ক ইত্যাদিও বহুল আলোচিত। পুরস্কৃত হয়েছেন বণিক বার্তা ও রকমারি থেকে।